পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

අද්ෆ প্রবাসী—ভাদে, ১৩৩৪ [ ২৭শ ভাগ, ১ম খণ্ড শ্ৰীমতী পাৰ্ব্বতী অমল বাঙ্গালোর জেলা-বোর্ডের সদস্য হইয়াছেন । এই প্রসঙ্গে কয়েকজন কৃতী ভারতীয় ছাত্রীর কথাও উল্লেখযোগ্য । বোম্বাই বিশ্ববিদ্যালয়ের ভাইসচ্যান্সেলার স্যার চিমনলাল শীতলবাদের কন্যা শ্রীমতী শারদা দেওয়ান সসন্মানে এম্-এ পরীক্ষায় উত্তীর্ণ হইয়াছেন। উক্ত পরীক্ষায় তিনি ভারতের লোকসংখ্যা সমস্তা শীর্ষক একটি সম্বর্ত লিখিয়া প্রশংসা পাইয়াছেন। ইনি বিবাহিত হইয়াও স্বামীর উৎসাহে এত দিন পড়া-শুনা করিয়াছেন—সংসার-ধৰ্ম্ম ই হার জ্ঞান লাভের পথে বিঘ্ন ঘটায় নাই। গুজরাতী হিন্দু ঘরের মেয়েদের ভিতর তিনিই সৰ্ব্বপ্রথম এই ডিগ্রী পাইলেন। শ্ৰীমতী লক্ষী একাম্বরম কুমারী স্থলড় পানানডিকর এই বৎসর বোম্বাই বিশ্ববিদ্যালয় হইতে দর্শনশাস্ত্রে প্রথম বিভাগে এম-এ পরীক্ষায় উত্তীর্ণ হইয়া ‘চ্যান্সেলার পদক’ এবং অন্তান্ত পুরস্কার প্রাপ্ত হইয়াছেন। পরীক্ষায় তিনি “ঈশ্বরের ব্যক্তিত্ব” শীর্ষক গবেষণা পূর্ণ একটি সমর্ড লিখিয়া পরীক্ষক মণ্ডলীর প্রশংসা অর্জন করিয়াছেন। অধ্যাপক আর ডি, রাণাডের পরে তের বৎসরের মধ্যে তিনিই দর্শনশান্ত্রে এরূপ কৃতিত্বের সহিত পাশ করিয়াছেন। কুমারী পানানণ্ডিকার গ্রীমঙী মাদগাওনকার শ্ৰীমতী গজ্জর