পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যা ] মহিলা-সংবাদ এবার কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বি-এ পরীক্ষায় সম্মানের সহিত উত্তীর্ণ হইয়াছেন। আকিয়াব আদালডের দোভাষী মহম্মদ মজিদের কন্যা কুমারী আসীমজিদ চট্টগ্রাম কলেজ হইতে ইণ্টারমিডিয়েট পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হইয়াছেন । কলেজে তিনি পুরুষ ছাত্রদের সহিত একত্রে পড়িতেন । এলাহাবাদ হাইকোর্টের ধ্যাডভোকেট শ্ৰীযুক্ত শরচ্চন্দ্র চৌধুরী মহাশয়ের কন্যা শ্ৰীমতী সবিতা চৌধুরী বাড়ীতে পড়িয়৷ কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রবেশিক পরীক্ষায় প্রথম বিভাগে এবং গণিতে খ্যাতির সহিত উত্তীর্ণ হইয়াছেন । বৰ্ত্তমান বৎসরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষায় ঢাকা ইডেন হাই স্কুলের ছাত্রী কুমারী করুণাকণা গুপ্ত। প্রথম স্থান অধিকার করিয়াছেন। মধ্য পরীক্ষাতেও ( ইণ্টারমিডিয়েট ) কুমারী চারুপমা বস্ব প্রথম হইয়াছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের কৃতিত্বে আমরা গৌরব অনুভব করিতেছি। এবার কলিকাতা বিশ্ববিদ্যালয় হইতে মোট ১৬৩ জন ছাত্রী প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হইয়াছেন ; ছাত্রীদের পরীক্ষার এবার ফল ভালই হইয়াছে। কলিকাতা ব্রাহ্ম বালিকাবিদ্যালয় বালিকা বিদ্যালয়সমূহের মধ্যে সৰ্ব্বশ্রেষ্ঠ স্থান অধিকার করিয়াছে। এই বিদ্যালয়ের ১৩ জন ছাত্রী প্রথম বিভাগে উত্তীর্ণ হইয়াছেন। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বর্তমান বৎসরের বি-এ 8د س-8 چ শ্ৰীমতী স্থলভা পানানডিঙ্কার পরীক্ষাতে ৩০ জন ছাত্রী উত্তীর্ণ হইয়াছেন, তন্মধ্যে ১৫ জন সম্মানের সহিত পাশ হইয়াছেন। বেথুন কলেজ হইতে শ্ৰীমতা আভা সেন সংস্কৃতে এবং ডায়োলিসেন কলেজ হইতে শ্ৰীমতী স্নেহময়ী সেনগুপ্ত। ইতিহাসে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করিয়াছেন। ইংরেজী সাহিত্যের সম্মান-তালিকাতে দশজন ছাত্রীর নাম দেখিলাম ; তন্মধ্যে লোরেটে হাউস হইতে কুমারী ক্লেটন ডোরোথি এবং বেথুন কলেজ হইতে শ্ৰীমতী মালতী দত্ত যথাক্রমে চতুর্থ ও ষষ্ঠ স্থান অধিকার করিয়াছেন।