পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Գ8Հ বিশ্বাসী লোকদের নিকট ইহা অদ্ভুত ঠেকিতে পারে। কিন্তু ১৩৩• সালের আষাঢ় মাসের প্রবাসীর সম্পাদকীয় মন্তব্যে যুক্তরাষ্ট্রের লিবারেটর নামক কাগজ হইতে একটি দৃষ্টান্ত উল্লেখ করিয়া দেখান হইয়াছিল যে, “আমেরিকানসকলে তাহাদের জঞ্জদিগকে নিরপেক্ষীমনে করে মা।" সাকো ভ্যান্‌জেটির মৃত্যুদণ্ডের হুকুম লইয়া সমাজতন্ত্রবাদী ও সাম্রাজ্যবাদীদের ভিতর ধে সংঘর্ষ সুরু হইয়াছে তাহার শেষ কোথায় তাহ। এখনও বলা যায় না। চারিদিকে দাঙ্গা, ধর্মঘটের ধূম পড়িয়া গিয়াছে। সমাজতন্ত্রবাদী ও শান্তিবাদীরা এই অবিচারের বিরুদ্ধে লড়িতে কৃতসঙ্কল্প হইয়াছেন। দও কিছুদিনের জন্য স্থগিত রহিয়াছে। এখনও আপলের চেষ্ট হইতেছে । প্রবাসী ভারতবাসীদের কথা প্রবাসী-ভবন— দক্ষিণু-আফ্রিক-প্রবাসী স্বামী ভবানী দয়াল ১৯২৫ সালে মিঃ আঙ্ক র রহমানের দলের সহিত ভারতবর্ষে আসিয়াছিলেন । তিনি সাহাবাদ জেলার বাহুর গ্রামে দক্ষিণ-আফ্রিকা প্রত্যাগত আশ্রয়হীন ভারতীয়দের জন্তু একটি বাড়ী নিৰ্মাণ করিয়াছেন। এই গৃহটির নাম হইয়াছে প্রবাসী-ভবন । সম্প্রতি এসোসিয়েটেড প্রেসের জনৈক প্রতিনিধির নিকট তিনি বলিয়াছেন যে বিহারের কতিপয় জমিদারের অনুকূল্যে তিনি কেনিয়ার ৩৩,••• একর জমী ক্রয় করিক্তে চেষ্টিত হইয়াছেন। দক্ষিণ-আফ্রিকার যে-সকল ভারতবাসী আর ভারতে ফিরিয়া যাইতে অনিচ্ছক অথবা অক্ষম, এই জমীতে তাহাদিগকে বসবাস করিতে দেওয়া হইবে । ব্রেজিল— দক্ষিণ-আমেরিকার ব্ৰেজিল রাজসরকার উ{হাদের দেশে ইউরোপ হইতে লোক আমদানী করিতে অক্ষম হইয়া এখন এশিয়ার দিকে দৃষ্টি দিয়াছেন। বোম্বাইএ সম্প্রতি মি: সান্ট আন নামক ব্ৰেজিল দেশীয় সাংবাদিক জালিয়াছেন। তিনি কৰ্ম্মঠ ভারতীয়দিগকে ব্ৰেজিলে যাইয় বসবাস ও ব্যবসা-বাণিজ্য করিবার জঙ্ক উৎসাহিত করিতেছেন । সংবাদপত্রের মারফতে তিনি প্রচার করিয়াছেন ধে, ব্ৰেজিলের স্বাস্থ্য খুব ভাল ও সেখানকার উর্বর জমীতে কোকো, চিনি, তামাক প্রভৃতি চাষের বিশেষ সুবিধা রহিয়াছে। কিন্তু-সেদেশের আয়তন অনুসারে লোক-সংখ্যা অল্প । কাজেই সেখানে এখন বিদেশীদের যথেষ্ট স্থান রছিয়াছে। ব্রেঞ্জিল দেশের বোম্বাই রাজদূত সম্প্রতি ইণ্ডিয়াম ডেলী মেলের প্রতিনিধির নিকট বলিয়াছেন ধে, ব্রেঞ্জিল-সরকার সে-দেশে উত্তরভারতের কৰ্ম্মঠ ভারতবাসীদের জন্ত বিশেষ কুবিধা করিয়া দিতে প্রস্তুত। তিনি বলিরাছেন ব্রেঞ্জিলে ভারতীয় বিদ্বেষ একেবারেই নাই । সেখানকার রাজসরকার ভারতীয়দিগকে সমস্ত নাগরিক ও রাষ্ট্রীয় অধিকার দিতে প্রস্তুত। যাহার সেদেশে নুতন যাইবে রাজসরকার হইতে তাহাদিগকে কিছুদিন জtহার ও বাসস্থান দিবার যাবস্থা কয়৷ DBBBB S BBBB BBB BBzDS YB BBDDD BBBS BBBB মধ্যে কয়েকজন জুতার যাবসায়ে বিশেষ প্রতিষ্ঠা লাভ করিয়াছে। ফিজি— লাউটোক (ফিজি) হইতে খ্ৰীযুক্ত ভিঃ দেও আমাদিগকে একখানি পত্র দিয়াছেন তাঁহার সারমর্শ্ব এই :- - ফিজি-প্রবাসী ভারতীয়দের দুরবস্থায় কখা সকলেই অবগত আছেন। সেখানকার ভারতীয়দিগকে একতাবদ্ধ করিতে হইলে কুশিক্ষিত সমাজ প্রবাসী-ভাদ্র, ১৩৩৪ [ ২৭শ ভাগ, ১ম খণ্ড সেবক ও রাষ্ট্রীয় কৰ্ম্মীর আবখ্যক। তিনি লিখিয়াছেন যে, কয়েকজন ফিজি-প্রবাসী ভারতীর যুবককে যদি উপযুক্তরূপে শিক্ষা দিয়া কৰ্ম্ম করির তোলা ঘায় তবে প্রবাসী ভারতীয়দের অবস্থার অনেক উন্নতি হইবে। স্বতরাং এবিষয়ে ভারতবর্ষের সাহাধ্য একান্ত প্রয়োজন । যুক্তরাষ্ট্র— শ্ৰীযুক্ত শৈলেন্দ্রনাথ ঘোষ আজ ১১ বৎসর বাবত আমেরিকার যুক্তরাষ্ট্রে একরূপ নিৰ্ব্বাসিত হইয়া আছেন। সম্প্রতি ভারতীয় সংবাদ*ाजमभूरु ठिनि ऊँशब्र निरीऊिन-कांश्मैिौब्र किष्ट्र किछू वर्णन করিয়াছেন। যুক্তরাষ্ট্র-প্রধানী সকল ভারতবাসীর অদৃষ্টেই সেইরূপ লাঞ্ছনা লাভ ঘটিতেছে। বিন ৰিচাবে কারাবাস, গুপ্তচরের অত্যাচার প্রভৃতি হইতে আরম্ভ করিয়া আরও অশেষ প্রকার লাঞ্ছন নির্ধ্যাতন তাহাকে এই দীর্ঘকাল ধরিয়া সহ্য করিতে হইতেছে। কিন্তু তিনি ইহাতেও দমিবার পাত্র নহেন। কতিপয় আমেরিকান বন্ধুর, সাহায্যে তিনি “ভারত-স্বাধীনতা-বান্ধব-সমিডি’ নাম দিয়া একটি সমিতি স্থাপন করিয়া ভারতীয়দের দুর্দশা-মোচন-চেষ্টায় ব্ৰতী হন। অনেক প্রকার প্রতিকূলতা সত্ত্বেও তিনি এই কাধ্যে কিছু কিছু সাফল্য লাভ করেন । কিন্তু তাহার পরেই ১৯২৩ সালের কুপ্রিম কোর্টের রায়ের ফলে যুক্তরাষ্ট্র-প্রবাসী ভারতীয়দিগকে পৌর অধিকার হইতে বঞ্চিত করা হয় । সম্প্রডি তাহীর ঐকান্তিক চেষ্টায় কোপল্যাগু ব্যবস্থাপক সভায় “হিন্দু পেীয়-অধিকার-বিল” নামক আইনের খসূড়া পেশ করা হইতেছে। এই আইন পাশ হইলে যুক্তরাষ্ট্র-প্রবাসী ভারতীয়দের অবস্থার কিছু উন্নতি হইবে বলিয়া আশা করা যায়। যৌষ মহাশয় এই প্রচেষ্টায় ভারতীয়দের সহানুভূতি ও সাহায্য ভিক্ষা করিতেছেন। ভারতীয় রাষ্ট্রসমিতি ও ভারতবাসীরা এই ব্যাপারে তাহাকে সাহায্য कब्रिtङ कूछेउ श्वन न बशिव्र यांभालद्र मृध्न विशाम । ইংলণ্ড— ডাঃ ফাৰ্ণাণ্ডেজ বিলাতের একটি মিউনিসিপ্যালীটীর সহকারী যক্ষ্মচিকিৎসকের পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি কাল আদমী, কাজেই তাহাকে উক্ত পদ হইতে অপসারিত করিবার চেষ্ট হুইতেছিল । অবশেষে ব্যাপারটি স্বাস্থ্য-মন্ত্রীর নিকট পেশ করা হয়। বিগত ৯ই জুলাই তারিখের একটি সংবাদে প্রকাশ যে স্বস্থিা-মন্ত্রী ডাঃ ফাৰ্ণাণ্ডেজকে পদচ্যুত করিবার অনুকূলে মত দিয়াছেন। এই আদেশ পাইরা সিটি কাউন্সিল তাহীকে পদত্যাগ পত্র দাখিল করিতে বলিয়াছেন । নেটাল-- নেটালের সরকারী বিবরণে প্রকাশ যে, এপ্রিল হইতে জুন মাসের মধ্যে ৩১২ জন পুরুষ, ১২ জন স্ত্রীলোক ও ১৯৩ জন শিশু ( ভারতবাসী ) সেখীন হইতে উঠিয়া গিয়াছে । সরকারী দপ্তরে এখনও ৪ • • বসত উঠাইবার দরখাস্ত পড়িয়া আছে। ভারতবর্ষ বদ্যা গুজরাট প্রদেশে ভীষণ বস্থা হইয়। দেশবাসীর প্রভূত ক্ষতি হইয়াছে। ভারতের দৈন্তেয় দৈত্ত নাই, তাহার উপর ভগবানের DBBB B BBB S BBBBBDD DD DBB BBB BBBBDD