পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যোগীন্দ্রনাথ বসু স্বৰ্গীয় যোগীন্দ্রনাথ বস্ব মহাশয় মাইকেল মধুসূদন দত্তের জীবনচরিত লেখক বলিয়াই বাংল। দেশে সমধিক পরিচিত, যদিও তিনি আরও অনেক বহি লিখিয়াছেন। এই ভাবে পরিচিত হইবার কারণ এই, যে, তাহার লেখা এই জীবনচরিতটিই পাশ্চাত্য অনেক জীবনচরিতের সহিত তুলনীয় প্রথম উৎকৃষ্ট বাংলা জীবনচরিত বলিয়া বিবেচিত श्ध्नां ९ों८क । আমার সহিত যোগীন্দ্রবাবুর পরিচয় হয় এই পুস্তক লিখিত হইবার পূৰ্ব্বে । তিনি তখন বৈদ্যনাথ-দেওঘর বিদ্যালয়ের হেডমাষ্টার ছিলেন। হনোলুলুতে ফাদার {পাদরী) ডামিয়েন কুষ্ঠরোগীদের সেবা করিতে গিয়া নিজে রোগে আক্রান্ত হন, এবং তাহাতে র্তাহার মৃত্যু হয় । এই মহাত্মার আত্মোৎসর্গে মুগ্ধ হইয়া যোগীন্দ্রবাবু তাহার সমনাম বন্ধু ( রাজনারায়ণ বস্থ মহাশয়ের পুত্র ) যোগীন্দ্রনাথ বসুর সহিত মিলিত হইয়া “আমরকীৰ্ত্তি” নামক পুস্তক রচনা করেন। ইহা ফাদার ডামিয়েনের জীবনচরিত। পরে আমি যখন দেওঘরে তাহার বাড়ীতে একবার অতিথি হই, তখন তাহার নিকট ডামিয়েনের সমাধিপাশ্বস্থ গাছের কয়েকটি পাতা তাহার নিকট দেখিযাছিলাম। তিনি তাহ হনোলুলু হইতে আনাইয়াছিলেন । বৈদ্যমাথে তখন বিস্তর কুষ্ঠরোগী যাইত, এখনও গিয়া থাকে। উহা তীর্থস্থান এবং তথায় শিবের মন্দির আছে । মহাদেবের কুপায় রোগমুক্ত হইবার আশা তাহাদের সেখানে ঘাইবার কারণ । আমি ষে সময়ের কথা বলিতেছি, তখন বৈদ্যনাথে তাহাদের কোন আশ্রয়স্থান ছিল না, যত্ন করিবার লোক ছিল না ; পরিত্যক্ত ভগ্ন মন্দিরে তাহারা থাকিত, রোগযন্ত্রণায় অস্থির হইত, অনেক সময় যথেষ্ট ভিক্ষণ না পাওয়ায় উপবাসী থাকিত, g এবং কখন কখন মৃত্যুর পূৰ্ব্বেই শৃগালকুকুর কর্তৃক আক্রাস্ত হইত। ইহাদের এইরূপ নানা দুৰ্দ্দশা দেখিয়া যোগীন্দ্রবাবুর দয়ালু হৃদয় সাতিশয় ব্যথিত হয়। তিনি স্বয়ং কুষ্ঠরোগীদের সাহায্য করিতেন, কখন কখন তাহদের ক্ষত ধুইয়া ঔষধ লাগাইয়াও দিতেন, কিন্তু ভtহাতে সকলের যথেষ্ট সাহায্য বা কষ্টের লাঘব হইত না । এই জন্য তিনি, রাজনারায়ণ বস্থ মহাশয় ও বৈদ্যনাথের অন্ততম পাগু। শিক্ষিত, সদাশয় ও সাধুচরিত্র গিরিজানন্দদত্ত ওঝা যোগীন্দ্রনাথ বন্ধ মহাশয়ের সহযোগে, বৈদ্যনাথে একটি কুষ্ঠাশ্রম স্থাপনে উদ্যোগী হন । ইহার জন্ত টাকা সংগ্ৰহ করিবার নিমিত্ত খবরের কাগজে সৰ্ব্বসাধারণের নিকট আবেদন প্রকাশ করিয়া ভিক্ষা চাওয়া হয়। সেই উপলক্ষে আমি যোগীন্দ্রবাবুকে চিঠি লিখি ও তখন হইতে র্তাহার সহিত পরিচিত হই। প্রধানতঃ স্বৰ্গীয় ডাক্তার মহেন্দ্রলাল সরকার মহাশয়ের অর্থসাহায্যে কুষ্ঠাশ্রমটি প্রতিষ্ঠিত হয়