পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবাসী—ভাদ্র, ১৩৩৪ ২৭শ ভাগ ১ম, খণ্ড ময়মনসিংহ যুবক-সম্মিলনীর সভাপতি ও কশ্বিবৃন্দ [ ঐযুক্ত প্ৰেমরঞ্জন দাশগুপ্ত কর্তৃক গৃহীত ফটে হইতে এই জেলাটি শুধু বাংলাদেশের নয়, ভারতবর্ষের মধ্যে সকলের চেয়ে বড় জেলা ; লোকসংখ্যা ৪৮,৩৭,৭৩০ । তার নীচেই ঢাকা ; লোকসংখ্যা ৩১,২৫,৯৬৭ । ভারতবর্ষের অন্যান্য প্রদেশের মধ্যে বৃহত্তম জেলা গোরখপুর ; লোকসংখ্যা ৩২,৬৬,৮৩৩ । ময়মনসিংহ লোকসংখ্যায় সকল জেলা অপেক্ষ বড় হইলেও হাজারকরা লিখনপঠনক্ষমের সংখ্যা এই জেলায় কেবল মালদহ ভিন্ন বঙ্গের অন্য সব জেলার চেয়ে কম। হাবড়ায় এই সংখ্যা ১৬৮, চব্বিশপরগণায় ১s •, ময়মনসিংহে ৬•, মালদহে ৫৫ । এই সংখ্যাগুলি পুরুষ ও নারীর সম্মিলিত সংখ্যা । ময়মনসিংহের এরূপ নিরক্ষরতার কারণ, ইহার শতকরা ৭৪-৯১ জন অধিবাসী মুসলমান এবং তাহাদের মধ্যে লেখাপড়ার চর্চা অত্যন্ত কম । ইহার হিন্দু পুরুষ ও স্ত্রীলোকদের মধ্যে হাজারে যথাক্রমে ২৩১ ও ৩৮ জন লিখনপঠনক্ষম, মুসলমান পুরুষ ও স্ত্রীলোকদের মধ্যে যথাক্রমে ৫৯ ও ৩ জন লিখনপঠনক্ষম । তুলনার জন্ত বলা যাইতে পারে, যে, ঢাকায় হিন্দু পুরুষ ও স্ত্রীলোকদের মধ্যে হাজারে ৩২৭ ও ৭১ জন এবং মুসলমান পুরুষ ও স্ত্রীলোকদের মধ্যে ৮৩ ও ৫ জন লিখনপঠনক্ষম। ময়মনসিংহ জেলায় শিক্ষাবিস্তারের খুব অবিশ্বক আছে। এবিষয়ে হিন্দুমুসলমান উভয়েরই বিশেষ মনোযোগ একাস্ত আবহ্যক । ময়মনসিংহ সহরের লোকসংখ্যা যেরূপ, সে হিসাবে বাংলা দেশের ঐরূপ বড় অন্যান্য সহরের তুলনায় শিক্ষালয়ের ংখ্যা কম নয়, যদিও শিক্ষায় অগ্রসর পাশ্চাত্য দেশসকলের তুলনায় অত্যন্ত কম । ময়মনসিংহের আনন্দমোহন কলেজ বেশ প্রশস্ত জায়গায় নিৰ্ম্মিত। ঘরবাড়ী ভাল, ছাত্রাবাস ভাল। ইহার বৈজ্ঞানিক পরীক্ষাগারগুলি কাজ চালাইবার উপযোগী এবং লাইব্রেরীও তদুপযোগী ।