পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যা ] দান করিয়াছেন, তাহার আহমানিক মূল্য উনত্রিশ লক্ষ টাকা । তাহা হইতে বাধিক প্রায় সওয়া লক্ষ টাকা आग्न ट्छ । प्लेcटेग्न अथेौप्न निम्नलिथिऊ मांडग्नि थडिéांन আছে । তাহাদের প্রত্যেকটির স্বতন্ত্র কার্য্যনিৰ্ব্বাহক সমিতি আছে । ১ । বিধবাবিবাহসহায়ক সভা, লাহোর। সালে ইহার প্রতিষ্ঠার পর সাক্ষাৎ বা পরোক্ষভাবে ইহার Σ δΣ 8 প্রভাবে ১১৮১৫টি বিধবার বিবাহ হইয়াছে । ভারতবর্ষে ইহার ৬৯১টি শাখা আছে । হরিদ্বার, লাহোর, মথুরা ও জয়পুরে বিধব-আশ্ৰম আছে। এইসকল আশ্রমে এপর্য্যস্ত ১৪৫জন বিধবা স্থান পাইয়া বিবাহিত হইয়াছেন। ইহা লালা গঙ্গারামের প্রিয়তম প্রতিষ্ঠান ছিল । তিনি মনে করিতেন, বিধবাদের সাহায্য করাই তাহার ঐশ্বৰ্য্যের কারণ। এই প্রতিষ্ঠানটির ১৯২৭ সালের ব্যয়ের জন্য ২৬• • • টাকা বরাদ্ধ হইয়াছে। ২ । বিনামূল্যে চিকিৎসার হাসপাতাল । ১৯২১ সালে ১,৩১,৫• • টাকা ব্যয়ে ইহার জন্য বাড়ী তৈরী হয়। ১৯২৬এর ৩১শে ডিসেম্বর পর্য্যন্ত ইহাতে ৫,৭৪,৮৯৫ জন বাহিরের রোগী চিকিৎপিত হইয়াছে এবং ২,৭৭৪ জন হাসপাড়ালে থাকিয়া চিকিৎসিত হইয়াছে। রোগীদের অধিকাংশ মুসলমান। বর্তমান বৎসরে ইহার বরাদ্দ ৩৩,৫• • • টাকা । ৩। হিন্দু ছাত্রদের বৃত্তিশিক্ষা সমিতি। ইহা হইতে হিন্দু ছাত্রদিগকে ওকালতী ছাড়া ভারতবর্ষে অন্য বৃত্তিশিক্ষার জন্য বৃত্তি দেওয়া হয়। উপার্জনক্ষম হইয়া বৃত্তির টাকা ফেরত দিবার ব্যবস্থাও আছে। এঞ্জিনীয়ারিং, চিকিৎসা, পশুচিকিৎসা, কৃষি, আরণ্যবিদ্যা, বাণিজ্য, খনিজ-উত্তোলন বিদ্যা প্রভৃতির জন্য বৃত্তি দেওয়া হয়। ১৯২৬এর ৩১শে ডিসেম্বর পর্যন্ত ২৪,৬১৬/৩ বৃত্তি দেওয়া হইয়াছে। তাহার মধ্যে বৃত্তিপ্রাপ্ত রোজগারী লোকেরা এপর্য্যন্ত ৩৩৮৪৩ ফেরত দিয়াছেন। এবংসর এপর্য্যস্ত বৃত্তিপ্রাপ্ত পাচজন ছাত্র সিভিল এঞ্জিনীয়ারিং, ওজন জলসেচন, একজন রেলওয়ে ও একজন পূৰ্ত্ত-বিভাগে কাজ পাইয়াছেন, এবং একজন এম্-বি পাস করিয়া চিকিৎসা করিতেছেন। ১৯২৭সালের ঘরদি ১১,২• • । . ate == > ۹ বিবিধ প্রসঙ্গ-লালা স্যার গঙ্গারামের দানশীলতা ዓ¢ዓ ৪ । ব্যবসাবাণিজ্যশিল্পাদি বিষয়ক আফিস ও লাইব্রেরী। ইহার সাহায্যে অমুসন্ধিৎস্ব লোকেরা নানাবিধ ব্যবসা প্রভৃতি বিষয়ে সংবাদ ও জ্ঞান লাভ করিয়া স্বাবলম্বী হইতে পারেন। ইহাতে এখন নানাবিধ পণ্যশিল্প, কারিগরী, ব্যবসা-বাণিজ্য প্রভৃতি বিষয়ক ২৫•• বহি আছে, ঐসকল বিবয়ের ৭•খানি সাময়িক পত্র নিয়মিতরূপে রাখা হয়, ভারতবর্ষ, বিলাত, আমেরিকা প্রভৃতি দেশের শিল্পাদিশিক্ষার প্রতিষ্ঠানের অনুষ্ঠানপত্র রাখা হয়, এবং সরকারী প্রতিযোগিতামূলক পরীক্ষা ও চাকরীর সংবাদ পাওয়া যায়। এপর্য্যস্ত ৪৭ জন ভদ্রলোক এই অফিসের সহিত পরামর্শ করিয়া বা ইহার পুস্তকাদির সাহায্য লইয়া রোজগারী হইতে সমর্থ হইয়াছেন । প্রত্যহ ৩•৪৯ জন লোক এই আফিলে আসেন । ১৯২৭ সালের বরাদ্ধ ৭,•••২ টাকা । অপহজ আশ্রম । ইহার জন্য দেড় লক্ষ টাকা ব্যয়ে একটি বাড়ী নিৰ্ম্মিত হইয়াছে। যে সব শিশু, বালকবালিকা, স্ত্রীলোক , ও পুরুষ অঙ্গবৈকল্য দূরারোগ্য পীড়া বা অতিবাদ্ধক্যাদি কারণে নিজেদের ভরণপোষণে অসমর্থ এবং নিরাশ্রয়, তাহাদিগকে আশ্রয় দিয়া পালন করিবার জন্য এই আশ্রম প্রতিষ্ঠিত হইয়াছে। ১৪৪ জন লোকের জঙ্ক ইহাতে স্থান আছে। ইহার সব বন্দোবস্ত আধুনিক উৎকৃষ্ট রকমের । ইহাতে এখন ২•জন পুরুষ, ৪জন স্ত্রীলোক, এবং ১টি শিশু আছে। ইহাদের মধ্যে ৭জন অঙ্ক, ১টি বালক খঞ্জ, ১জন মুকবধির । রাস্তার ভিখারীদিগকে এখানে রাখা হয় না। প্রত্যেক আশ্রমীকে পরিচ্ছদ, বিছানা ও আসবাব দেওয়া হয়। সাধারণ খাদ্য ছাড়া প্রত্যহ দুগ্ধ এবং মধ্যে মধ্যে মিষ্টান্ন এবং ভিন্ন ভিন্ন ঋতুর ফল দেওয়া হয় । এই বৎসরের বরাদ ৯,• • • টাকা । ৬। শ্রমশিল্পজাত দ্রব্যের দোকান। ইহা ১৯২৬ সালের মে মাসে খোলা হয় । লাল গঙ্গারাম জানিতেন, যে, অনেক বিধবা ও গরীব মহিলা বাড়ীতে অনেক জিনিব প্রস্তুভ করেন, কিন্তু তৎসমুদয় লাভ রাখিয়া বিক্রীর বন্মোবস্ত না থাকায় তাহারা নিজে উপার্জনক্ষম হইতে পারেন না। uहेछछ डिनि भ*शजांब्र छैॉकं नीम कब्रिग्नां ५३ cनांकांम & I