পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এণ্ডে মেড নামক স্পাইরেল নেবিউল nebula) নামক একপ্রকার নীহারিকা পুথ দূরবীক্ষণের সাহায্যে আংিস্কৃত হইয়াছে । বৰ্ত্তমানে তাহার প্রায় দশ লক্ষটির সন্ধান পাওয়া গিয়াছে। ইহারা দেখিতে নীহারিক জাতীয় পদার্থ ; অবয়ব সুন্দর ; একটি স্পাইরেল বা প্যাচের মত। প্রত্যেকের দুইটি ডানা-আছে । ইহারা আকাশের সকল স্থলেই দৃষ্ট হয়। ছায়াপথের পার্থে সেই সমতলে কম, কিন্তু তাহা অপেক্ষা বহুদূরে ছায়াপথের সমতলের বাহিরে অনেক বেশী। আলোক-বিশ্লেষণ দ্বার। ইহাদের গতি নির্ণয় করিলে দেখা যায় ইহাদের বেগ অত্যন্ত বেশী, গড়ে সেকেণ্ডে প্রায় ১২৫ মাইল । সাধারণ নক্ষত্রের গতির বেগ গড়ে সেকেণ্ডে দশ বার মাইল মাত্র। ইহা হইতে মনে হয় ইহার ছায়াপথের নক্ষত্র হইতে ভিন্ন শ্রেণীর পদার্থ। ছায়াপথের সমতল হইতে অনেক দূরে অবস্থান ও তাহার পরিচায়ক। এইরূপ নানা প্রকার যুক্তির অবতারণা করিয়া অনেক জ্যোতিৰ্ব্বিদ বলেন যে, স্পাইরেল নেবিউলাগুলি ছায়াপথের বাহিরে ভিন্ন ভিন্ন নক্ষত্র জগৎ । এই isre শূন্যে অসীম বেগে ঘুরিয়া বেড়াইতেছে । আমাদের ছায়াপথও এইরূপ একটি দ্বীপ-ব্রহ্মাও বিশেষ । ইহাতে কেহ কেহ এই বলিয়া আপত্তি করিয়াছেন যে, স্পাইরেল নেবিউলাতে যেমন একটি মাথা আছে, যেখানে স্তারাপুঞ্চ অতিশয় शौजूङ इ३म्न अitछ, ছায়াপথে সেরূপ কোন স্থান নাই। কোন জ্যোতিৰ্ব্বিদ আবার সেই স্থান আবিষ্কার কারয়ছেন বলিয়া বিশ্বাস করেন। আমি এই প্রসঙ্গের আলোচনা এখানেই শেয করিলাম । এখন আপনার একবার ভাবিয়া দেখুন ব্ৰহ্মাও সত্যই কি প্রকাও ! দুইটি স্পাইয়েল নেবিউল অসীম শূন্যে লক্ষ লক্ষ নক্ষত্র-জগৎ আপন জাপন ভীমকায় দেহ বিস্তার করিয়া প্রচণ্ড বেগে চলিতেছে । কোটি-তারা-খচিত ছায়াপথ নামক আমাদের এই নক্ষত্রমণ্ডল তাহাদেরই ক্ষুদ্র একটি মাত্র। এই ছায়াপথের অতি নগণ্য বামন শ্রেণীর একটি বৃদ্ধ তারকা আমাদের স্বৰ্য্য এবং তাহারই একটি ক্ষুদ্র গ্রহে আমাদের বাস ! g