পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উড়িষ্যার আলপন ঐ ফণীন্দ্রনাথ বসু উড়িষার শিল্পের দিকে শিল্পরসিকদের দৃষ্টি পড়েছে হয়নি। কিছু কাল আগে ডাক্তার এনানডেল ( Dr. অনেকদিন থেকে। বাঙালী সমঝদারদের মধ্যে ডাক্তার Anandale ) চিত্ত্বা হ্রদের নিকটে যে-আল্পনা সংগ্ৰহ রাজেন্দ্রলাল মিত্র প্রথম এসম্বন্ধে আলোচনার সুরু করেন। করেন, সেগুলি তিনি এসিয়াটিক সোসাইটর Memoirsএ প্রকাশ করেন । উড়িষ্যার যে-সব শিল্পীদের পূর্বপুরুষরা পুরী, ভুবনেশ্বর . } प्लेिज़ नई २ চিত্র নং ১ তার পরে যে-সব পণ্ডিত এদিকে দৃষ্টি দিয়েছেন, তাদের মধ্যে মনোমোহন গাঙ্গুলীর নাম উল্লেখযোগ্য। এখনও যে একদল উৎসাহী কৰ্ম্মী এবিষয়ে আলোচনা করছেন তার প্রমাণ আমরা পেয়েছি শ্ৰীযুক্ত নিৰ্ম্মলকুমার বস্তুর নতুন বই কণারকে । যে-সব শিল্পীরা উড়িষ্যার শিল্পের উৎকর্ষ সাধন করেছিল, তাদেরই বংশধর এখনও পুরী, ভুবনেশ্বর ও যাজপুরে আছে। কলিকাতার প্রাচ্য-শিল্পকলার সমিতিতে তাদেরই দুএকজন শিল্পীকে এনে, সেই লুপ্ত শিল্পবিদ্যার পুনরুদ্ধারের চেষ্টা হয়েছিল। কিন্তু উড়িষ্যার গ্রামে গ্রামে যে আল্পনা দেওয়ার প্রথা রয়েছে, সেই আলপন সংগ্রহ করবার চেষ্টা তেমন চিত্র লং ৩