পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

qbーや চিত্র নং ৭ শিল্পীদলের মধ্যে আবদ্ধ। কিন্তু এই আলপনা জনসাধারণের সম্পতি, এটি লৌকিক শিল্প। এ কোন দল বিশেষের মধ্যে সীমাবদ্ধ নয়, বা কোন রাজা বা কোন ধনীর আদেশে দৃষ্ট নয়। দেবপূজার সময় বা আনন্দ-উৎসবের সময়েই এই আল্পনার আবির্ভাব হয়। প্রবাসী—আশ্বিন, ১৩৩৪ راہ مہرب۔م۔م۔م۔م۔ [ ২৭শ ভাগ, ১ম খণ্ড


۔ وی۔- اہ۔یا۔ م۔م۔م۔م۔ -------- ہ...

চিত্র নং ৮ এই প্রবন্ধে যে আলপনার নমুনাগুলি দেওয়া হইল, সেগুলি “প্রবন্ধ চিত্রকাব্য’ নামে একখানি উড়িয়া বই হইতে দেওয়া হইয়াছে। যদিও এখানি একটি উড়িয় কাব্য, তবু এতে অনেক ছবি দেওয়া আছে। সেইসব ছবি আলপনার মত দেওয়ালে আঁকা হয় । আমার কাছে যে “প্রবন্ধ চিত্রকাব্য’ আছে, সেটি হাতে লেখা ও ছবিগুলিতে রং দেওয়া আছে। এখানি ময়ূরভঞ্জের আমার এক বন্ধু আমাকে ধার দিয়েছেন। food fossići (Hindu Students) এই ছবিখানি ১৮৪৫ খৃষ্টাব্দের কাছাকাছি বিলাতের তৎসাময়িক প্রসিদ্ধ চিত্রকর আর, এ, স্কান্‌লন ( R. A. Scanlon, R. A.) zorg F wisse z, 1 Eft 5 c. চারজন ছাত্রের প্রতিকৃতি আছে তাহারা সকলেই বাংলাদেশের কৃতী সন্তান । ইহঁারাই প্রথম বিদ্যার্জনের জন্ত এদেশ থেকে বিলাত যাত্রার স্বচনা করেন । গভর্ণর জেনরল লর্ড উইলিয়াম বেণ্টিঙ্কের নাম নানা কারণে এদেশে চিরস্মরণীয় হইয়া থাকিবে । র্তাহার অনেক কীৰ্ত্তির মধ্যে, এই ছবিখানি সম্পর্কে দুইটির বিষয় বলা যায়। প্রথম, ১৮৩৫ খৃষ্টাব্দের ২৮শে জানুয়ারিতে কলিকাতা মেডিক্যাল কলেজের স্থাপনা; দ্বিতীয়, ঐ বৎসরের ৭ই মার্চ