পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

qb-bー SSASAS AAAMMMSSSMSSSMSSSAAAASAASAA AAAS s"、ヘ******xぶ"・エ\ ・・・。ー সেপ্টেম্বর চার পুত্র ও তিন কন্য। রাখিয় তিনি পরলোক যাত্রা করেন । তিনি অধ্যাপনায় অতিশয় যত্নবান ছিলেন ও ছাত্র এবং সহকৰ্ম্মী বিদেশী শিক্ষক সকলেরই শ্রদ্ধা ও সম্মান পাইতেন । এনিউরিজম্ রোগে পটাসিয়াম্ আইওডাইড প্রয়োগ র্তাহারই আবিষ্কার । ( ২ ) ভোলানাথ বসু। ইনি মধ্যবিত্ত পরিবারের সন্তান। ব্রামলি ও গুডিভের চেষ্টায় ১৮৪০ খৃঃ ইহার মেডিক্যাল কলেজে প্রবেশ ঘটে। ১৮৪৫ খৃঃ বিলাতে যাইয়া ১৮৪৮ খৃঃ লণ্ডন বিশ্ববিদ্যালয়ের এম্-ডি, উপাধি লাভ করেন ( ইনিই ভারতবাসীদিগের মধ্যে প্রথম এই উপাধি প্রাপ্ত হয়েন )। দেশে ফিরিয়া তিনি ফরিদপুরে গভর্ণমেণ্টনিযুক্ত ডাক্তারের পদ লাভ করেন । সিপাষ্ঠী বিদ্রোহের সময় তিনি সামরিক চিকিৎসা-বিভাগে কাৰ্য্য করেন। চিলিয়ানওয়ালা যুদ্ধক্ষেত্রে তিনি উপস্থিত ছিলেন ও তজ্জন্ত পদক লাভ করেন। যুদ্ধশান্তির পর তিনি নিজ পদে ফিরিয়া যাইয়া তথায় ১৮৭৭ খুঃ পৰ্য্যন্ত থাকেন। তাহার পর দুই বৎসরের ছুটিতে বিলাতে থাকিয়া, ফিরিয়া আসিয়া কলিকাতার নিকট নারিকেলডাঙ্গায় তিনি জীবনের শেষাংশ যাপন করেন। ১৮৮৩ খৃঃ ১লা অক্টোবর তিনি স্বর্গারোহণ করেন। তিনি অতিশয় সহৃদয় দক্ষ ও পরোপকারী চিকিৎসক ছিলেন। এদেশীয় ঔষধাবলী সম্বন্ধে তিনি অনেক গবেষণা ও পরীক্ষা করিয়া ছিলেন। র্তাহার নামে একটি পদক, কলিকাতা মেডিক্যাল কলেজের ক্লিনিকাল মেডিসিনের শ্রেষ্ঠ ছাত্রকে প্রতিবৎসর দেওয়া হয়। (৩) গোপালচন্দ্র শীল । ইনি ১৮৪৭ খৃঃ লওনের এম্-বি, পরীক্ষা প্রথমবিভাগে পাশ করেন । তখন এম্-ডি, পরীক্ষায় লাটিন লজিক ও ফ্রেঞ্চ এই তিন বিষয়ে পাশ করিতে হইত। ইনি হাসপাতালে শিক্ষালাভে ব্যস্ত থাকায় ঐসকল বিষয় অধ্যয়ন করিতে পারেন নাই ; সুতরাং প্রবাসী—আশ্বিন, ১৩৩৪ [ ২৭শ ভাগ, ১ম খণ্ড র্তাহার এম্-ডি, পরীক্ষা দেওয়া সম্ভব হয় নাই ; কিন্তু *Joif.so fêfossilesio (Practical medicine) দুরূহ পরীক্ষায় তিনি সম্মানের সহিত উৰ্ত্তীর্ণ হয়েন । এদেশে ফিরিয়া আসিবার পর তাহাকে কলিকাতা মেডিক্যাল কলেজের স্ত্রীচিকিৎসা বিভাগে রেসিডেণ্ট সার্জন পদ দেওয়া হয়। দুঃখের বিষয় অল্পদিনের মধ্যেই তিনি মৃত্যুমুখে পতিত হয়েন । ( 8 ) দ্বারকানাথ বসু। ইনি এদেশে থাকিতেই খৃষ্টধৰ্ম্ম গ্রহণ করেন ও জেনারেল এসেল্লীতে শিক্ষালাভ করেন। বিলাতে অধ্যয়ন সম্পূর্ণ করিবার পূর্বেই তিনি ফিরিয়া আসেন । কিন্তু ইতিমধ্যেই তিনি রয়েল কলেজ অব সার্জনসের ডিপ্লোম। লাভ করেন। ফিরিবার পর (১৮৪৭ খৃঃ) তিনি প্রথমে মেডিক্যাল কলেজের স্ত্রীচিকিৎসা বিভাগের রেসিডেন্ট সার্জনের পদে ও পরে ইংরাজী ক্লাশে এসিষ্টাণ্ট ডিমনষ্ট্রেটর পদে প্রতিষ্ঠিত হয়েন। উভয় পদেই তিনি যথেষ্ট কৃতিত্ব দেখান। তাহার ডাক্তার হিসাবেও কলিকাতায় যথেষ্ট পসার ছিল । দ্বারকানাথ অল্পদিন পরেই ফিরিয়া আসেন, কিন্তু তাহার সতীর্থর প্রত্যেকেই নানারূপ প্রশংসাপত্র, পদক ও সুনাম অর্জন করিয়! ফিরেন। তৎকালীন শিক্ষা-বিভাগ (Council of Education) এবিষয়ে মন্তব্যের মধ্যে নিম্নলিখিত মত (of or “... The highest honor on Dr. Goodeve, as well as on the successful graduates themselves and the institution in which they received the ground work of their professional education.” অর্থাৎ “এই ব্যাপারে, ডাক্তার গুডিভ, পরীক্ষোৰ্ত্তীর্ণ ছাত্রবৃন্দ ও যে প্রতিষ্ঠানে তাহাদের শিক্ষার ভিত্তি স্থাপিত হয়, সকলেরই যশ ও সন্মান লাভ হইয়াছে।” ক