পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্যা ] ASA SSASASJJJAJA AJA AJYAAA AAAASAJS میہ ی. . . .>ج »۔ নে। আমার অদৃষ্ট্রে যা ছিল ঘটেছে, এখন বেীএর অদৃষ্টে যেন শাখা, সিছর, গহন, সব অক্ষয় হয়ে থাকে। তুমি আজই ওদের খবর দিও কিন্তু।” শোভাবতী বলিল, “তা ঠিক দেব। তোর গাড়ীট একটু বলে দে, আমায় দিয়ে আসুক গিয়ে। আজ আবার দুর্গার দেওর দুটোকে খেতে বলেছি, একটু রান্নাবান্নাগুলো না দেখলে চলবে না।” শোভাবতী চলিয়া যাইবার পর, সুবীরের অপেক্ষায় ভানুমতী খানিকক্ষণ বসিয়াই রহিল। কিন্তু মাসীমার সহিত দেখা হওয়ার ভয়েই হোক, কি সিনেমাতে গিয়াছিল বলিয়াই হোক, সুবীর সেদিন অনেক দেরী করিয়াই ফিরিল। তাহার পূৰ্ব্বেই ভানুমতীকে খাওয়াইয়া দাওয়াইয়া, ভবানী জোর করিয়া শুইতে পাঠাইয়া দিল । কারণ ডাক্তার তাহাদের বিশেষ করিয়া বলিয়া গিয়াছিলেন যে, রাত ন’টার বেশ যেন ভানুমতীকে কিছুতেই জাগিতে না দেওয়া হয়। সুতরাং সে রাত্রে আর মাতা-পুত্রে সাক্ষাৎ হইল না। সকাল হইবামাত্র মুবার মায়ের মুখে খবর পাহল যে, সাম্নের শনিবারেই তাহাকে ক’নে দেখিতে খাইতে হইবে। সে দিন ভাল লগ্ন আছে, দেওয়ানজিকেও আসিতে খবর দেওয়া হইয়াছে। এখন সুবীর কাহাকে কাহাকে সঙ্গে লইতে চায়, যেন ঠিক করিয়া রাখে । “আচ্ছা, আচ্ছা,” বগিয়া সে তাড়াতাড়ি কলেজ যাইবার ছুত করিয়া বাড়ী হইতে পলায়ন করিল। কলেজে গিয়া চন্দ্রনাথ এবং প্রবোধ বলিয়া আর একটি ছেলেকে সে এই বিজয়যাত্রার সঙ্গী নিৰ্ব্বাচন করিল। চন্দ্রনাথ জিজ্ঞাসা করিল, “কি রে, বড় যে সুশীল ও মুবোধ বালকের মত মায়ের নির্বাচিত কনে দেখতে চলেছিস্ ? তোর এত সব বস্তৃতা গেল কোথায় ?” সুবীর বলিল, “ক’নে দেখার বিরুদ্ধে ত আমি কোন বস্তৃতাই করিনি। বিয়ে কর্ব এমন কোনো কথা আমি দিইনি।” প্ৰবোধ বলিল, “বিয়েই যদি কয়ূবে না ত মেয়ে দেখতে গিয়ে লাভ ? এ ত সার্কাস বা বায়োস্কোপ নয় ?” সুবীর বলিল, “তারা এবং আমার মা যখন আমাকে সে মেয়ে না দেখিয়ে ছাড়বেন না, তখন আমি দেখাটা চুকিয়ে পরভূতিক Գշչ SJSJAJJSMMMJJAS MMAMJJSAMMAMAAAS দিয়ে নিশ্চিন্তু হ’তে চাই । তা না হ’লে ভদ্রলোকের মেয়েকে অকারণ সংএর মত সাম্নে এনে দাড় করাতে আমার কোনো উৎসাহ নেই।” চন্দ্রনাথ বলিল, “মেয়ে যদি খুব সুন্দরী হয়, এবং তোর পছন্দও হয়, তাহলেও তুই বিয়ে করবি না ?” সুবীর বলিল, “আমার পছন্দ হবে না, পরীর বাচ্ছ হ’লেও না । বারে-তেরো বছরের মেয়েকে বিবাহের purposeএ পছন্দ্র হওয়াটাকে আমি চরিত্রের একটা যাদের মা বাবার কোলে থাকৃবার কথা, তাদের ছেলের মা হ'তে বাধ্য করাটা আইনে দণ্ডনীয় হওয়া উচিত।” প্রবোধের বিবাহ হইয়া গিয়াছে, বে। এখন পৰ্য্যস্ত কিশোরাই। সে একটু মুগ্ধ হইয়া বলিল, “তুমি বড় strong language qyq=IS FA cz ) NTR stris সবাই, বিয়েও শেষে ছোট মেয়েকে করে সবাই । ༦་། দেশের যা । আমাদের পাচজনের ঘরে একেবারে পাকাপোক্ত বাকু মেয়ে নিয়ে এসে, নিজেদেরও অসুবিধা, তাদেরও অসুবিধা ।” অপ্ৰিয় প্রসঙ্গ বণিয় কথাটা তিন বন্ধুতে ঐ খানেই চাপ। দিল । শনিবার দেখিতে দেখিতে ত্যাসিয়া পড়িল । ক’নের বাড়ীর লোক খুব খুী হইয়াং দিনক্ষণ সব তাতেই রাজা হইয়াছে। বৃদ্ধ দেওয়ানজীও সময় মত আসিয়া উপস্থিত হইয়াছেন । মুবার ও তাহার দুই বন্ধু তাহার বসিবার ঘরে বসিয়া সময়োপযোগী গোলমাল করিতেছে। অস্তঃপুরে শোভাবতা,দুর্গ,বিজনবাল,তাহার ছোটজ। প্রভৃতি মিলিয়৷ বিধিমতে ছেলেকে যাত্র করাইয়। পাঠাইবার আয়োজনে ব্যস্ত । একমাত্র ছেলে, কোথাও যেন বিন্দুমাত্র ক্রিয়ী criminal weakness KGI of বিধবা, তাহার শুভকৰ্ম্মের কোথাও ছায়াপাত করিতে নাহ সে দুরে দাড়াইয়। দেখিতেছে। নিতান্তই ক’নে দেখিতে যাইবার ব্যাপার, তাহা লইয়৷ কত আর ঘটা করা যায় ? শাস্ত্ৰই মুবীরের ডাক পড়িল। সে বন্ধুদের বসিতে বলিয়৷ ভিতরে আসিবামাত্র, তাহার মা, y কলাপের ক্রট না হয়, এই ভানুমতীর ইচ্ছা । সেf ५ মাসী, দিদি, কাকী প্রায় সমস্বরে কথা বলিয়া উঠিলেন। , শোভাবর্তী বলিলেন, “এই এক আমাদের ভট্টচার্য, বামুন