পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| ن سراc আদর গ্রহণ কর । এই ১৭৯২ শকেও এই দেহ-পঞ্জর মধ্যে থাকিয়৷ এই ভূলোক হইতে তোমাকে যে এই পত্র লিখিতেছি —এইই আশ্চৰ্য্য ! “বর্ষগেলে বর্ষবৃদ্ধি বলে বন্ধুগণে” চৈত্র মধুমাসে তিলপানি তোমার মধুময় পত্র দ্বার। সৰ্ব্বত্র কুশল সংবাদ পাইয়া মনের উল্লাসে আছি । তোমার পিতৃশ্ৰাদ্ধ শ্ৰীক্ত বেদান্তবাগীশ মহাশয়ের সাহায্যে নিৰ্ব্বিঘ্নে নিৰ্ব্বাহ হইয়। গিয়াছে—শ্রীরাম-বাবু প্রভৃতি বন্ধুবর্গের যত্নে তোমার আবাস-বাটির কণ্টকোদ্ধার হইয়াছে—ব্রাহ্মণ সদ্বংশজাত শাস্তপ্রকৃতি ব্রাহ্মদিগের আন্তরিক অম্বুরাগে বেহাল ব্রাহ্ম সমাজ উত্তম চলিতেছে—ইহা তোমার হৃদয়ের সদ্ভবের ফল । ঈশ্বর তাহার ভক্তদিগের প্রতি এ প্রকার প্রসাদ বিতরণ করেন যে, তাহার শত্রুর ভয় পায় এবং বন্ধুর আকৃষ্ট হয় । “তৎ প্রতিঙ্গেভূপালীত প্রতিষ্ঠাবান ভবতি । তন্মতইত্যুপাসাত মহান ভবতি । তন্মন-ইতু্যপালীত মানবান ভবতি । তন্নম-ইতু্যপালীত নমস্তেস্মৈ কামাঃ । তন্তু ক্ষেত্যুপানীত ব্ৰহ্মবান্ ভবতি ।” দ্বিজেন্দ্রনাথ ও পাকড়শার পরামর্শে বৰ্দ্ধমানের ট্রাষ্টউীড প্রস্তুত করিবে এবং তাহার বায় জ্যোতির নিকট হইতে লইবে । ভবানীপুর লণ্ডন মিশনারি সংক্রান্ত খৃষ্টিয়ানদিগের কীৰ্ত্তন শুনিয়া অতীব কৌতুকাবিষ্ট হইলাম। এইক্ষণে হরি-সভার উপায় কি ? হেমেন্দ্রের রচিত নুতন গান একটি অদ্য তোমাকে উপহার দিতেছি । s অনিন্দ-ধারা প্রবাহে কিব৷ আজি, হৃদণকাশ-মাঝে শত চন্দ্রম। বিরাজে ৷ : দেখ রে অনুপম ভাব সুন্দর মধুময় ; এক দুষ্ট্রে আত্মার পানে মাত হয়ে অবনত আছেন প্রেমভাবে তাকায়ে ; শূন্ত পূর্ণ আজি । ঐদেবেন্দ্রনাথ শৰ্ম্মণঃ প্রবাসী—আশ্বিন, ১৩৩৪ [ ২৭শ ভাগ, ১ম খণ্ড ॐ ধৰ্ম্মশীল। २d ठादांप्ल, »१*२ *क প্রতিভাজনেষু, সাদর নমস্কার বহবঃ সপ্ত— বর্ষশেষের দিনে তুমি আদি সমাজে যে উপদেশ দিয়াছিলে তাহ অতি সুন্দর হইয়াছিল—তাহাতে নিম্প্রয়োজনীয় কথা একটিও নাই। তাহার জন্য তোমাকে ধন্যবাদ দিতেছি । শু্যামবাজারের ব্রাহ্ম-সমাজের জন্ত তুমি এত পরিশ্রম করিয়াও তাঁহার নেতা হইতে পারিলে না---ষ্টত অতি দুঃখের বিষয় । অগ্রসর ব্রাহ্মেরা খৃষ্টিয়ান পাদ্রীদিগের অনুকরণ করিতে ভালবাসেন এবং ব্রাহ্মণ পণ্ডিতদিগের টিকি কাটিতে চান ও সমাজকে লণ্ডভণ্ড করিয়া ফেলেন ; তুমি আলিপুরের ম্যাজিষ্ট্রেট সাহেবকে উপাসনার সময়ে খালি পায়ে উপাসকদিগের সঙ্গিত একাসনে বসাইয়া সমাজের গৌরব রক্ষা করিয়াছ—ইহা তোমারই কাজ। ঐ সাহেবকে ও ভক্তিমান ও বিচক্ষণ বলিয়া বোধ হইতেছে । তুমি আর একটি পুত্রের মুখ দর্শন করিয়াছ—ঈশ্বর তোমাকে প্রজার দ্বারা, কীৰ্ত্তির দ্বারা মহান করিতেছেন । তোমার জ্যেষ্ঠ পুত্রের কি নাম রাখিয়াছ এবং তাহার বয়স কত হইল ? তোমার পুত্রের দীর্ঘায়ু হইয়। যথাকালে ঈশ্বর-প্রেম লাভ করিয়া ভাগ্যবান হউক, এই আমার আশীৰ্ব্বাদ । নিতান্ত শুভাকাঙ্ক্ষিণঃ ঐদেবেন্দ্রনাথ শৰ্ম্মণ: や প্রতিভাজনেষু, নমস্কার বহবঃ সন্তু— ব্রাহ্মধৰ্ম্ম প্রচারের কাৰ্য্যে তুমি যে-প্রকার উৎসাহের সহিত নিপুণরূপে স্বত্রপাত করিতেছ ইহাতে আমি অতীব সন্তুষ্ট হইতেছি । ঈশ্বর তোমাকে চিরজীবী করিয়া এই দুর্ভাগ্য বঙ্গদেশের প্রী ও ধৰ্ম্মের উন্নতি করুন—এই আমার