পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্যা ] জাগরণের সূচনা হয়, সম্প্রতি পৃথিবীর সর্বদেশে ইহার অনুশীলন হইতেছে। এমন-কি শিল্পকলার অন্যান্য বিভাগে যথেষ্ট খ্যাতিসম্পন্ন ব্র্যাঙ্গিন ও ডেরেনের ( Brangwyn ও Detain ) মত প্রথিতনামা শিল্পীরাও কাঠ-খোদাইকে স্তন্ম কলাশিল্পের অন্তর্গত বিবেচনা করিয়৷ ইহাতে হাত দিয়াছেন । ( , ) খোদাই-শিল্প সম্বন্ধে সাধারণ কথা ও কাঠখোদাই-শিল্পপদ্ধতি— সচরাচর পুস্তক বা সংবাদপত্রাদিতে আমরা যে ছবি দেখিয়া থাকি তাহ কাগজের উপর পেন্সিল কলম ব৷ তুলিদ্বারা হস্তাঙ্কিত ছবিরই আলোকচিত্র ও প্রসেস এনগ্রেভিংয়ের সাহায্যে নিৰ্ম্মিত ফলকের ছাপ মাত্র । এই সকল ছবিতে সামর, শিল্পীর ছবির আদর্শে বল্প-সাহায্যে প্রস্তুত প্রতিরুতিরক্ট পরিচয় পাই—আসলে এইসকল ছবিতে শিল্পীর হাতের কোনো প্রত্যক্ষ যোগ নাই । কাঠ ইয়ার সহিত শিল্পীর উপর হাতে খোদাই খোদাই ডুবি ইস্ত হইতে স্ব" স্ত্র । আড়ে । কাষ্ঠথণ্ডের করিয়া শিল্পী যে ছুঁাচ নিৰ্ম্মাণ করেন, কাঠ-খোদাই ছবি তাঙ্গরই ছাপ (Print) । অর্থাৎ কাঠখোদাই ছবি আসল ছাঁচের ছাপ মাত্র । কাঠ-খোদাই এনগ্রেভিং বা তক্ষণ শিল্পের অন্তর্গত। এই দুই ধরণের ছাপে বিস্তর প্রভেদ। সকল ছাপা ছবিকেই আমরা দুইটি বৃহৎ ভাগে ভাগ করিতে পারি ; এক, যন্ত্রনিৰ্ম্মিত ফলকের ছাপ (অর্থাৎ ‘প্রসেস্ ), দুই, হাতে খোদাই-করা ফলকের ছাপ ( অর্থাৎ এনগ্রেভিং ) । প্রথম শ্রেণীর ছাপ-চিত্র যে-ভাবে প্রস্তুত হয় তাহাতে এইগুলিকে কোনো ক্রমেই শিল্পকলার অন্তভুক্ত বল চলে না । ‘প্রসেসে ছাপা ছবি প্রস্তুতের প্রকারভেদে বিভিন্ন হইয়া থাকে, অর্থাৎ কখনো অল্প মূল্যের স্থল হাফটোন হইতে পারে, কখনো বা মূল্যবান স্বক্ষ রঙীন কোলোটাইপ ছবিও হইতে পারে। স্থল, স্বক্ষ যে-ভাবেই এগুলি প্রস্তুত হোকৃ—প্রত্যেক ক্ষেত্রেই এগুলি প্রাণচীন ক্যামেরার সাহায্যে গৃহীত ছবির যান্ত্রিক (instrumental) প্রতিকৃতি মাত্র । এইসকল প্রণালীর আসল উদ্দেশু। কোনো হস্তাঙ্কিত রঙীন কিম্ব রেখা-চিত্রের, খোদিত চিত্রের, প্রত্যক্ষ যোগ আধুনিক কাঠ-খোদাই-চিত্র { | % S { s o \লততং তোতার "সাম্রাজ্য-বিস্তীর’ জ। কেফালিনোস কর্তৃক খোদিত অলোক-চিত্রের অথব৷ যে-কোনো ছাপা বা হস্তলিখিত পৃষ্ঠার রঙ, রেপ ও ধরণধারণ সৰ্ব্বতোভাবে আসলের অনুরূপ করিয়া তোলা। মূল্যবান ‘প্রসেসে ছাপা ছবিতে, ( যেমন মেদাচি ছাপের ছবি । এমন সুকৌশলে ছাপ লওয়া হইয়। থাকে যে, র্যাহার। এইসকল ছাপ ভাল করিয়া লক্ষ্য করিয়াছেন তাহার অদ্ভুত ধন্থ-কৌশলের তারিফ না করিয়৷ পরিবেন না । কিন্তু, এই সকল ছাপের প্রশংসার এইখনেই শেষ । ছাপা ছবিতে শিল্পনৈপুণ্য বা কিছু দৃষ্ট হয়, তাহ। আসল ছবিখানির বস্তু । কিন্তু শিল্প-সমালোচনায় খোদাইকরা ছাঁটের ছাপা ছবি ( এনগ্রেভিং ) সম্পূর্ণ ভিন্ন শ্রেণীর বলিয়। বিবেচিত হয়। ইহা হাতে খোদাই-করা কাষ্ঠ বা ধাতু-ফলকের ছাপ মাত্র । এই খোদাই-কার্যে সাতটি বিভিন্ন প্রণালী অসুস্থত হয় । اي . , |