পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্যা ] কাল বদলী হইয়া আসিয়া প্রাতে প্রাথমিক পরিদর্শনের কাজে বাহির হইয়াছিলাম, এমন সময় কে চীৎকার করিয়া উঠিল, “ছেড়ে দাও গে, ছেড়ে দাও ! আমার দেশের মানুষ যাচ্ছে, ছেড়ে দাও!” মুখ ফিরাইয় দেপি একটি রমণী পাগলা গারদের মোটা লোহার শিক্‌ দুই হাতে ধরিয়া ঘবদ্বীপের পথে আজ সহসা গিরিবালার কথা মনে হইবার হে আছে -

  • థిర)

হইল না। মাটিতে জানু পাতিয়া বসিয়া আমার মুখের দিকে চাহিয়া গিরিবাল জিজ্ঞাসা করিল, “ওগো আমার দেশের মানুষ, এমন কেন হ’ল ?” আমার ডাক্তারী বিদ্যায় আর এ প্রশ্নের উত্তর জুটিল না, নীরবে ফিরিয়া গেলাম । যবদ্বীপের পথে শ্ৰী সুনীতিকুমার চট্টোপাধ্যায় ২। জাহাজে—মাদ্রাজ থেকে সিঙ্গাপুর—১৪-২০শে জুলাই vỉ t##f# (Anthois(:) gtệtsi ১৮ই জুলাই ১৯২৭ জাহাজখানা বেশ বড়ে, পনেরো হাজার টনের জাহাজ । প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণী সবে মিলে প্রায় পাঁচ শ' যাত্রী এতে যেতে পারে ; এ ছাড়া ফুটি খোলা ডেক আছে । সেই ডেক দুটি জল আর রোদুর আটকাবার জন্যে ক্যাম্বিসের শামিয়ান দিয়ে ঢেকে দেওয়া হয়, তাতে আরও শতখানেক যাত্রী যায় ; এই খোলা ড়েক হ'ল চতুর্থ শ্রেণী। কম বেশী শ’ তিনচার, আনামী আর ফরাসী সেপাই এই জাহাজে যাচ্ছে, জাহাজটা একেবারে ভরতি। হরেক রকম জাতের হরেক রকম মানুষের সমাবেশ। ফরাসী তো আছেই ; তা ছাড়া ভারতবাণী—পণ্ডিচেরীর তামিল, আর অন্ত তামিল হিন্দু, তামিল খ্ৰীষ্টান, তামিল মুসলমান ; মোপল মুসলমান ; মালাবার থেকে, মালয়ালী ভাষী দুচার জন তেলুগু ; আমরা ক’জন বাঙালী হিন্দু ; আনামী—এদের আবার দুই ভাগ—এক, উত্তরে টনকিন-এর লোক, এর সব দাত কালো রঙে রঙিয়ে থাকে ; আর দুই, দক্ষিণে, কোচিন-চীনের লোক, এরা দাত স্বাভাবিক সাদাই রাখে ; জন ষাট-সত্তর আরৰ, কেউ জাল-জয়াইর বা (Algeria) আলজিরিয়ার লোক, কেউ-ব (Aden) আদিন অঞ্চলের লোক । এরা জাহাজের কলঘরে কাজ করে, ফরাসী ফিরিঙ্গী তরবেতর, ফরসা রং, কালে রং, যাদের Creole ক্রেওল বলে, মাদাগাস্কার থেকে, মরীচ দ্বীপ থেকে, অন্ত অন্ত ফরাসী উপনিবেশ থেকে ; জনাকতক কাফী, এরা রসুইয়ে আর পরিবেষক ; আর দু পাচ জন চীনেম্যান । খাটি ইউরোপীয়দের মধ্যে বোধ হয় ফরাসী ছাড়া আর অন্ত জা’ত নেই। মাসেয়ি (Marseilles) থেকে এই জাহাজ ছেড়েছে জুন মাসের বাইশে তারিখে ; এবং গন্তব্য স্থান হচ্ছে টন্‌কিনের হাইফং বন্দর, সেখানে পৌঁছুবে সেই জুলাইয়ের উনত্রিশেত্ৰিশে নাগাদ ; মস্ত লম্ব পাড়ি। এতগুলি জাতের লোক, তাদের নিজ-নিজ ভাষা, নিজ-নিজ মনোভাব, নিজ-নিজ চিস্তা ; কিন্তু বেশ মিলে মিশে সবাই চলেছে। ভদ্রভাবে থাকবার ইচ্ছে থাকৃলে,অপরের সঙ্গে বনিয়ে চলবার স্বাভাবিক প্রবৃত্তিকে নিজের জাতের prestigeনামক গৰ্ব্ব বা ধৰ্ম্মান্ধত যদি এসে খৰ্ব্ব না ক'রে দেয়, তা হ’লে ভাষার অভাবেও মানুষের মধ্যে পরস্পরের সঙ্গে সোঁহাদ আটকায় না। এই জাহাজে তাই দেখছি। ভারতীয় যাত্রীদের রাধ বার জন্ত চার জন রাধুনী আছে, তার দু’জন হচ্ছে মোপলা মুসলমান, একজন তামিল মুসলমান, একজন তেলুগু হিন্দু; এরা সব মাহে, কারিকালের লোক। (এইসব টুকিটাকি খবর পেলুম তেলুগু হিন্দু বাবুরূচিটীর কাছ থেকে, সে হিন্দী বলতে পারে, তার নাম লচমীনারায়ণ নায়ুডু)। এখানে হিন্দু AAAAAA AAAA AAAAJASJAASAMMAMYeMMASAeS SS টানিতেছে। নিকট আদিয়া গড়াইলাম চিনিতে বিলৰ