পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ԵԳՆ ( অতি অল্প পরিমাণ ) গলিয়া কাঠের উপর লেপভাবে সংলগ্ন হয়। এইরূপে গালা সংযোগের পর তাল বা খেজুর ডালের খণ্ডের দ্বারা গালার লেপ ঘষিয়া তাহাকে পুনৰ্ব্বার পালিশ করা হয় । তাঙ্গার পর তৈলের প্রলেপ দিয়া ঘর্ষণের দ্বারা সমস্তটি মন্থণ করা হয়। ইহার পর এই উপায়ে ভিন্ন বর্ণের গালার দ্বারা প্রথম লেপের উপর অন্ত একটি লেপ দেওয়া হয়। এইরূপে ক্রমে ক্রমে চার পাচটি বা ততোধিক লেপ দ্বার কাঠের দ্রব্যটি আচ্ছাদিত করা হয় । জাপানী লেপ-চিত্রাঙ্কণ। ফুজিওয়ারা যুগ (খৃঃ ৯ম হইতে ১১শ শতাব্দী) পরে এই লেপ আচ্ছাদনের উপর বুলি (graver, engraving tool) EfffĒT NIIP-5 si försze za হয়। বুলি দ্বারা উপরের আচ্ছাদন কাটিয়া যে যে বর্ণ প্রয়োজন - সেই বর্ণের লেপ অনাবৃত করা হয়। মনে করুন, প্রথম লেপ সবুজ, দ্বিতীয় লোহিত, তৃতীয় হরিদ্র, চতুর্থ নীল ও সৰ্ব্বোপরি গাঢ় কৃষ্ণবর্ণ লেপ দেওয়া হইয়াছে। প্রবাসী—আশ্বিন SSAS SSAS SSAS SSAS SSAS SSASAS SS SAAAAASA SSASAS SS SS ృురిరి8 ২৭শ ভাগ, ১ম খণ্ড আলেখ্যের যে-অংশ সবুজ সে-অংশে কৃষ্ণ, নীল, হরিদ্র ও লোহিত বর্ণের লেপ কাটিলেই সবুজ বর্ণ দেখা দিবে, যেঅংশ লোহিত তাহার জন্ত কৃষ্ণ, নীল ও হরিদ্র বর্ণের লেপ কাটিলেই হইবে। আলেখ্যের “জমী” কৃষ্ণ বর্ণই থাকিবে । কখন কখন “জমী” লেপে রঙীন রাংতা (tinfoil) ব। অভ্রের পণ্ড বাণিশের সাহায্যে যুক্ত করা হয়। মস্বণ কারুকার্য্য শেষ হইলে পরে সৰ্ব্বোপরি স্বচ্ছ বাণিশের মস্থণ প্রলেপ দিয়া লেপ-চিত্রাঙ্কণ শেষ করা হয়। কোন কোনও প্রদেশে সুরাসার বা অন্য তরল পদার্থে দ্রবীভূত বর্ণযুক্ত গালার দ্বারা এই লেপ দেওয়া হয়। এই ভারতীয় লেপ-চিত্রাঙ্কণ । সিন্ধু প্রদেশ । প্রথানুসারে লেপ-চিত্রাঙ্কণ সিন্ধুদেশ, রাজপুতানা, পঞ্জাব, কাশ্মীর (কাশ্মীরে কাগজের মণ্ড—papier mach6–হইতে প্রস্তুত দ্রব্যের উপরই উৎকৃষ্ট লেপ-চিত্রাঙ্কণ হয় ), যুক্তপ্রদেশে বেরেলী, বেনারস, মান্দ্রাজে কামুল, মান্দ্রাজ, মহীশূর ও সাওয়াণ্টবাডি, এই সকলস্থানে হইয়া থাকে। ব্ৰহ্মদেশে এইরূপ লেপচিত্রাঙ্কিত কাষ্ঠভ্রব্যের ব্যবহার অত্যন্ত প্রচলিত। সাধারণ গৃহস্থালীর ব্যবহারের তৈজসপত্রাদিতেও এই শিল্পের নিদর্শন সৰ্ব্বদাই পাওয়া যায়। কাঠ, বঁাশ বা বেতের চাচরি দ্বারা বোন ( woven) দ্রব্যাদির উপর গালা এবং ( তৈল ও বৃক্ষ-নিৰ্য্যাস হইতে উৎপন্ন ) বার্ণিস দ্বারা লেপ-কারুকার্য্য করা