পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গৌরীশঙ্কর বা এভারেষ্ট এতকাল মনুষ্য-পদচিহ্নে কলঙ্কিত হয় নাই। কিছুদিন পূৰ্ব্বে পাশ্চাত্য দেশের কয়েকটি মানবদেহধারীর হাতে তাহার মাহাস্থ্যও নষ্ট হইয়াছে । কিন্তু হিমালয়ও প্রতিশোধ লইতে ছাড়ে নাই । যাহারা তপস্থার সন্ত্রণ নষ্ট করিয়াছিল তাহারা জয়ী হইয়াওঁ ভীবন লইয়া ফিরিতে .ারে নাই ! তাহাদের সহযাত্রী ক্যাপ্টেন জে, বি, এল, নোয়েল তাহাদের সেই বিজয়-অভিযান ও গৌরবময় মুতু্যর ইতিহাস চলচ্চিত্রে লিপিবদ্ধ করিয়া পৃথিবীর সর্বত্র প্রদর্শন করিয়া ফিরিতেছেন। তীয় এভারেষ্ট, অভিযানে মালোরী, আর্ডিন, নর্টন, ক্রস, সোমারভেল, প্রভূতি বীরগণ কিভাবে জীবন বিপন্ন করিয়া দুৰ্গম তুষার-সমাচ্ছন্ন গিরিশিখরে আরোহণ করিয়াছিলেন এবং ম্যালোরা ও আর্ভিন কিভাবে এভারেন্থের অত্যুঙ্গশিখরে আরোহণ করিবার পর চিরকালের গুস্ত অন্তৰ্হিত হইয়া যান, এইসকল বিবরণ এভারেঞ্জের মহাকাব্য' নামক পুস্তিকায় বাহির হইয়াছে। আমরা আগামী সংখ্যায় এই অভিধানের বিস্তুত বিবরণ দিব, এখন কেবল মাত্র চারিটি চিত্র দিতেছি । মাদক দ্রব্যের আমদানি– আইন-সঙ্গত উপায়েই অপর্যাপ্ত পরিমাণ মাদক দ্রব। ভারতবর্ষের সৰ্ব্বত্র বিস্তুরিত হইতেছে ; ভারতবর্যের একতৃতীয়াংশ লোক কোন-নাকোন বড় মাদক দ্রব্যের দাস । আইন-সঙ্গত সরকারাগুমোদিত উপায় ছাড়াও আরো কত ভাবে যে মাদক দ্রব্য তামৃদষ্ট ও রপ্তানী মাদক দ্রব্য প্রচারে ধৰ্ম্মগ্রন্থের ব্যবহার হইতেছে তাহার ইয়ত্ত নাই । এইসকল লোকের বুদ্ধি দেখিলে অবাক হইতে হয়। এই বৃদ্ধি সৎকার্যে নিয়োজিত হইলে দেশের অনেক উন্নতি হইত। বিদেশ হইতে ধৰ্ম্মগ্রন্থ বাইবেলের মধ্যে কেমন করিয়া মাদক দ্রব্যের চালান আদিতেছে এখানে তাহার একটি নমুনা দেখান হইল । ব্যোমযান-ভীতি— এরোপ্লেন, জেপেলিন ইত্যাদির সংখ্যা প্রতিদিন বৃদ্ধি পাইয়া আকাশপথ রোধ করিতেছে ইহা দেখিয়া একজন ব্যঙ্গ-চিত্রকর ঈগল পত্রিকায় এই ব্যঙ্গ-চিত্রটি প্রকাশ করিয়াছেন। ভবিষ্যতে গ্রহ উপ প্রবাসী—আশ্বিন, ১৩৩৪ [ ২৭শ ভাগ, ১ম খণ্ড AAAAAA AAAA SAAAAAMAAASAASAAAS JSAAMSJJJAiAJiAAA AAASS ভবিষ্যতের স্বর্যগ্রহণ—কোন সালে ; ১৯— ? গ্রহের ছায়া-আলোক-পাতে আর গ্রহণ হুইবে না। সুবৃহৎ স্ত্রগুলিই সূর্যাকে অন্তরাল করিলে, চিত্রকর ইহারই আভাস দিতেছেন । পুথিবীর এই বৃহত্তম সুড়ঙ্গ – পূৰ্ব্বে মার্শেঙ্গ বন্দর হইতে বেরে নগরে জলপথে মাষ্টধার উপায় ছিল না । এই ১৫ মাইল পথের মধ্যে প্রায় পাচ মাইলব্যাপী একটি গাড়া পাহাড় বর্তমান ছিল । প্রায় ১৫ বৎসর পরিশ্রম করিয়া ফরাসী পাচ মাইলব্যাপী ‘কুড়ঙ্গ" ইঞ্জিনিয়ারগণ এই পৰ্ব্বত ভেদ করিয়া একটি স্বভৃঙ্গ জলপথ (টানেল) নিৰ্মাণ করিয়াছেন। এই স্নড়ঙ্গ ৭২ ফুট চওড়া। ইহা প্রস্তুত করিতে প্রায় ২৫ কোট টাকা খরচ পড়িয়াছে। এই সুড়ঙ্গ-পথে যে-নৌকাটি প্রথম প্রবিষ্ট হয় ইহা তাহারই ফোটে ।