পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sob〜 চীনের বিরুদ্ধে ভারতীয় সৈনাদল আমাদের দেশের সংবাদপত্রাদিতে অনেক বাদানুবাদ হইয়া গিয়াছে । ভারতের জনমত চীনের বিরুদ্ধে নহে। বিশ্বকবি রবীন্দ্রনাথ পর্যান্ত ঠস্থার বিরুদ্ধে অনেক কিছু বলিয়াছেন। আমরা এখানে চীনে ভারতীয় সেনাদলের একটি চিত্র দিলাম। ভারতে যে বাদ-বিতণ্ডাক্ট হটক ঠহার বেশ আনন্দেষ্ট আছে মনে হইতেছে । তৈলচালিত রেলগাড়ী— জাৰ্ম্মানিতে সম্প্রতি একটি রেলগাড়ী নিৰ্ম্মিত হইয়াছে । ইহা কয়লার বদলে তৈল দ্বারা চালিত হয় । রাসিয়ান ইঞ্জিনিয়ার অধ্যাপক লোমোনোসফ ১২ ০০ হস" পাওয়ারের একটি এঞ্জিন নিৰ্ম্মাণ করাষ্টয়া দিয়াছেন। ইঞ্জিনে একটি উীঞ্জেল মোটরযুক্ত আছে— তৈলচালিত রেলগাড়ী : এই মোটর তৈল সাহায্যে কাজ করে। অব্যবহার্য্য কয়লা হইতে হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করিয়া তাহারই সাহায্যে এই এপ্লিনের তৈল প্রস্তুত হয়। এই ফোটোট বার্লিনের নিকটে গৃহীত হইয়াছিল। ভিতরের মোটরটি ঠাণ্ড রাখিবার জন্য বাহিরের প্রকাণ্ড রেডিয়েটরটি দ্রষ্টব্য । গাড়ীতে ১০০০ মাইল পথের উপযুক্ত তৈল লইবার ব্যবস্থা আছে । গাড়ী চলিবার সময় ধে {য়া উড়িয়া রেলমাত্রীদের চেপে গুড়া পড়িয়া কোন অসুবিধ ঘটায় না । শ্রবণ-শক্তিবদ্ধক যন্ত্র— বক্তৃতা-সভা, থিয়েটার ইত্যাদির পিছনের দিকে বসিয়া অনেক সময় বক্তৃতাদি শুনিতে পাওয়া যায় না। এই অসুবিধা দূরীকরণার্থে আমেরিকার একজন বৈজ্ঞানিক একটি সহজবহ অল্প