পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্যা ] ঐতিহাসিকের মৃত্যু— গত মাসে প্রসিদ্ধ ঐতিহাসিক অধ্যাপক অধরচন্দ্র মুখোপাধ্যায়ের মৃত্যু হইয়াছে । তিনি বহুকাল স্কটিশ চার্চ কলেজে ইতিহাসের অধ্যাপকের পদে নিযুক্ত ছিলেন। -শক্তি বঁকুড়া অভয়-আশ্ৰম—- অভয় আশ্রম পুস্তকাগারের উদ্বোধন উপলক্ষে যুক্ত রামানন্দ চট্টোপাধাtয় মহাশয় গত মাসে বঁাকড় আগমন করিয়াছিলেন। উহাকে শোভাযাত্রার সহিত আশ্রমে লইয়া যাওয়া হয়। কলেজ ছাত্রাবাসের এবং মেডিকেল ছাত্রাবাসের ছাত্রগণের পক্ষ হইতে তাহাকে অভিনন্দন দান করা হয় । তিনি গঙ্গাজলঘাটী অমরকানন আশম পরিদর্শন করেন। —মগদীপ বঙ্গীয় শিল্প-বিভাগ বঙ্গীয় শিল্প-বিভাগের ইণ্ডাষ্টীয়াল ইঞ্জিনিয়ার যুক্ত এস. দি, মিত্র আমাদিগকে জানাইতেছেন :– এই বিভাগ কষ্টতে ইণ্ডাষ্ট্ৰীয়াল ইঞ্জিনিয়ার কত্ত্বক একটি হাতে চালান ধানভাঙ্গ কল প্রস্তুত হইয়াছে : ইহার কার্য্যকারিত গ্রামা প্রচলিত টেকির কার্যোর তুলতায় প্রায় দেড়গুণ । এই কলে নানাপ্রকার পরীক্ষা করিয়া মোটামুটি এইরূপ ফল পাওয়া গিয়াছে-- ১ । পনের মিনিটে ইহাতে প্রায় দেড় সের ধান ভাঙ্গ এবং তাহ হইতে এক সের অন্দিাজ চাউল পাওয়া মায় । ২ । এক পোয়। চাউল হইতে ১৩৩টি চাউল ভাঙ্গ টা অবস্থায় পাওয়া গিয়াছে । তাহার মধ্যে ৭৮টি দানার দুষ্ট মুখ মাত্র ঈষৎ ভাঙ্গ এবং বাকী ৫৫টি দানার দু আধখান হইয়া ভাঙ্গা । ইহাতে পুদের পরিমাণ নাই বলিলেই চলে । অপরতঃ পরীক্ষা দ্বারা দেখা গিয়াছে মে ৩০ সের ঢ়ে কি ভাঙ্গা চাটলে এক সের হইতে তিন সের পর্যান্ত চাউল ভাঙ্গটা অবস্থায় পাওয়া যায় । ৩ । এই কলে কেবল মাত্র একটি লোকের দ্বারা এক ঘণ্টায় ছয় সের পর্যন্ত চাউল পাওয়া যাইতে পারে । মধ্যে মধ্যে বিশ্রামের সময় ধরিলেও এই কল হইতে ঘণ্টায় গড়পড়তা চার সের হিসাবে চাউল পাওয়া যায়। কিন্তু টেকিতে ধান ভাঙ্গিতে হইলে অস্তুতঃ তিনজন লোকের আবিষ্ঠক এবং মাত্র ৩০ সের চাউল তাহারা চার ঘণ্ট নাবৎ একত্র পরিশ্রম করিলে প্রস্তুত করিতে পারে । বঙ্গীয় সরকারে শিল্প-বিভাগের রসায়নবিৎ খ্ৰীযুক্ত ডাঃ রসিকলাল দত্তের তত্ত্বাবধানে একটি রাসায়নিক গবেষণাগার স্থাপিত হইয়াছে। দেশীয় শিল্পীরা এষ্ট বিভাগের নিকট যে কোনরূপ সাহায্য পাইতে পারে তাহার বাবস্থা করা হইয়াছে । (वत्रौग्न भिन्नबिडाभ्रे, ४०॥२ ७, ब्जि ठूल झैऐ, कलिकडी) “ইয়োরোপীয় মহাযুদ্ধে বাঙ্গালী”— শ্ৰীচন্দ্রকান্ত দত্ত, শিক্ষক, ভিক্টোরিয়া হাই স্কুল, পোঃ বরাহনগর, জি: ২৪ পরগণা আমাদিগকে লিখিতেছেন – "বেঙ্গল আয়ুলেঙ্গ কোর” “ডবল কোম্পানী”, “৪৯ সংখ্যক বঙ্গবাহিনী”, “ভারতরক্ষী সৈন্যদল", ইউনিভারসিটা কোর", ইত্যাদি যাবতীয় সমর-সংক্রান্ত বিভাগে যোগদানকারী বাঙ্গালীদিগের কাৰ্য্যকারিতার যাবতীয় বিবরণ যিনি যতটুকু জানেন আমাকে লিথিয়া জানাইলে বিশেষ উপকৃত হইব । বিধব| বিবাহ – গতমাসে কুমিল্লা-বিধবা-বিবাহ সভার উদ্যোগে ৬টি বিধবা-বিবাহ সম্পাদিত হইয়াছে। বাংলার নানাস্থান হুইতে আমরা আরও অনেকগুলি বিধবা-বিবাহের সংবাদ পাইয়াছি । দেশবিদেশের কথা—বাংলা JSAAAAAAS SAAAAAA AAAAMSJAJJJSJASAMAJ JJAJJSJAAA AAAA SAAAAA AAAAA * - - - - .- - - సి'(t x..rv- - - تہہ بی-م.Aحمد ہبہ দান— (১) ত্রিপুরা জিলার অস্তগত বুড়িচঙ্গ উচ্চ ইংরেজি বিদ্যালয়ে স্থানীয় তালুকদার খ্ৰীযুত বাবু মণীন্দ্রচন্দ্র ভট্টাচাৰ্য মহাশয় নগদ ৪০০৭ হাজার টাকা দান করিয়াছেন । স্কুলটি যেরূপ দুৰ্দ্দশাগ্রাপ্ত হইয়াছিল তাহাতে উপহার এই আশাতীত দানে স্কুলটি সৰ্ব্বাঙ্গীন উন্নতি লাভ করিয়াছে । স্কুল কমিটী কৃতজ্ঞতার চিহ্ন স্বরূপ মণীন্দ্রবাবুর পিতার নামানুসারে বিদ্যালয়ের নাম “বুড়িচঙ্গ আনন্দ উচ্চ ইংরেজী বিদ্যালয়' রাথিতে স্থির করিয়াছেন । (২) বাকুড়া জেলার অবসরপ্রাপ্ত ম্যাজিষ্ট্রে রামসাগর নিবাসী যুক্ত বাবু ব্ৰজদুল্লভ হাজরা মহোদয়ের সুযোগ্য পুত্র কলিকাতা হাইকোর্টের উকিল যুক্ত বাবু মহিমা মুকুল হাঙ্গর মহাশয় রামসাগর উচ্চ ইংরেজী বিদ্যালয়ের উন্নতিকল্পে দুই হাজার টাকার কোম্পানীর কাগজ দান করিয়া স্কুলের কতৃপক্ষ শিক্ষক ও ছাত্রবৃন্দকে চিরকৃতজ্ঞতা পাশে আবদ্ধ করিয়াছেন। পল্লীলামী দরিদ্র ছাত্রণিগের শিক্ষাবিধানেদেখে এই মহৎ দান । হিন্দু রমণীর সাহস– মৈমনসিংহ জেলার জামালপুর মহকুমার অন্তর্গত ইসলামপুরের নিকটবৰ্ত্তা খড়ম গ্রামের যোগেশচন্দ্র বিশ্বাস নামক এক ব্যক্তি তাহার বাড়ীর সংলগ্ন বাড়ীর বাবুরাম শীলের স্ত্রীর সৌন্দর্ঘ্যে মুগ্ধ হইয়। তাহাকে অসৎ উদ্দেশ্বে প্রলুব্ধ করিবার জনা অনেক চেষ্টা করে, কিন্তু সফলকাম হইতে পারে নাই ! গত ২৯শে শ্রাবণ বেলা ১০টার সময় বাবুরামের অনুপস্থিতির সুযোগে উক্ত বিশ্বাস তাহার বাড়ীতে ঢুকিয়া কাষ্টকৰ্ত্তন নিরতা উক্ত শীলের স্ত্রীকে ধরিতে যায়। স্ত্রীলোকটি সতীত্ব রক্ষার অনা উপায় না দেখিয়া হস্তস্থিত দা দ্বারা বিশ্বাসের গলায়, হাতে ও অন্যান স্থানে কোপ বসাইয়া দেয় । বিশ্বাসের তথনই মৃত্যু হইয়াছে। বিষয়টি আদালতের বিচারাধীন। —শাস্তিবাৰ্ত্তা মেদিনীপুর জেলার চন্দ্রকোণার অবিনাশ তেলী নামক এক ব্যক্তির বাড়ীতে একদল ডাকাত হানা দেয়। ডাকাতের বাড়ীতে প্রবেশ করিলে অবিনাশের স্ত্রী উপায়ান্তর না দেখিয়৷ একথানি খঙ্গ লইয় রণরঙ্গিনী বেশে ডাকাতদের সন্মুখে দাড়াইলে ডাকাতের প্রাণভয়ে পলায়ন করে । —জনশক্তি পটুয়াখালী সত্যগ্রহের বার্ষিক উৎসব— বিগত জন্মাষ্টমীর তারিখে পটুয়াখালী সত্যাগ্রহের বাৰ্ষিক উৎসব মহাসমারোহে সম্পাদিত হইয়াছে। প্রাতঃকালে ও সন্ধাকালে বিগ্ৰহমুৰ্ত্ত ও বাদ্যভাণ্ডসহ জনতাপূর্ণ শোভাযাত্র পরিচালনা এবং নিয়মিত রূপ সত্যগ্রহীর আত্মসমর্পণ স্বারা সত্যগ্রহের বিশেষত্ব রক্ষা করা হইয়াছিল। পটুয়াখালী সত্যগ্রহের পরিচালকগণ সম্বৎসরকাল যেরূপ উৎসাহ,অধ্যবসায়, আত্মতাগি ও কৰ্ত্তবানিষ্ঠ প্রদর্শন করিয়াছেন, তাহা অতীব প্রশংসনীয়। হিন্দুর ধৰ্ম্ম ও সত্য রক্ষার জন্য যে কঠোর ব্রতের অনুষ্ঠান অরন্ধ হইয়াছে, তাহার উদযাপন ও স্বসমাপ্তির পক্ষে হিন্দু মাত্রেরই সাহায্য ও সহানুভূতি থাকা প্রয়োজন। পটুয়াখালিতে ও ঢাকায় জন্মাষ্টমীতে এবার কোন গোলমাল হয় নাই । কিন্তু কুমিল্লায় হিন্দু-মুসলমানে ভীষণ সংঘর্ষ হইয়া গিয়াছে। কুমিল্লায় রমেশচন্দ্র বন্দোপাধ্যায় নামক একজন বীর যুবক উন্মত্ত মুসলমানদিগের আক্রমণ হইতে পরিবারস্থ মহিলাদিগকে রক্ষা করিতে গিয়া প্রাণ দিয়াছেন । এই দাঙ্গার ক্ষত্রে কুমিল্লা অভয়-জাপ্রমের অনেক কৰ্ম্মী গ্রেপ্তার হইয়াছে ।