পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సి)b ব্যাঙ্গমা-ব্যাঙ্গমৗর গল্পের মত। রায় গএনেশের পুত্র কীৰ্ত্তিসিংহ তুপালের ইতিহাস কাব্যের বিষয় । ইহাতে তখনকার দিনের দরবারের কথা, লৌকিক আচার আচরণ, হিন্দু-মুসলমানের সম্বন্ধ, তুরস্কদের কথা ইত্যাদির চমৎকার বর্ণনা পাওয়া দায়। পুথির সকল স্থানের যথাযথ পাঠ উদ্ধার হয় নাই বলিয়া অর্থ সৰ্ব্বত্র স্পষ্ট ন হইলেও শাস্ত্রী মহাশয় বহু পরিশ্রমে বাঙলায় কীৰ্ত্তিলতা পুস্তকের বক্তবা লিপিবদ্ধ করিয়া বাঙালী পাঠকের সুবিধা করিয়া দিয়াছেন । প্রথম অধ্যায়ে কীৰ্ত্তিলতা পুস্তকের চুম্বক বাঙলায় দেওয়া হউয়াছে। দ্বিতীয় অধ্যায়ে কবি বিদ্যাপতি সম্বন্ধে একটি তথ্যপূর্ণ প্রবন্ধ । ইহাতে ঠাহীর &ীবনী কবিত্বশক্তি ভাষা ইত্যাদি সম্বন্ধে বিশদ ও প্রামাণিক আলোচনা আছে। ইতিপূৰ্ব্বে বিদ্যাপতি সম্বঙ্গে এরূপ তথ্যপূর্ণ উপাদেয় প্রবন্ধ আমরা পাঠ করি নাই । তারপর বিদ্যাপতির আমলে প্রচলিত মৈথিল ভাধায় কীৰ্বিলতা গ্রন্থ। বাঙলা অক্ষরে ছাপা হওয়াতে ইহা পড়িতেও আমাদের কষ্ট হয় না। অবশ্ব স্থানে স্থানে অর্থ করা অতান্ত দুরূহ, কিন্তু শাস্ত্রী মহাশয় যথাসাধ্য টীকা করিয়া দিয়াছেন। এই পুস্তকখানি প্রত্যেক সাহিতাসেবীর অবশ্য পাঠা হওয়া উচিত । এমন সুসম্পাদিত গ্ৰন্থ আমরা এদেশে কম দেখিয়া পাকি। আমরা প্রকাশক ও সম্পাদককে আন্তরিক ধন্যবাদ না জানাইয়া পুণরিতেড়ি না । ছাপাই সুন্দর । শ্ৰীকৃষ্ণ-মঙ্গল—শ্ৰীকৃষ্ণদাস বিরচিত। ভট্টাচার্যা সম্পাদিত। ২৪৩/১ আপার সাকুলার রোড, বঙ্গীয় সাহিতাপরিমা মন্দির হইতে খ্রীরামকমল সিংহ কর্তৃক প্রকাশিত। সাহিতাপরিষদ গ্রন্থাবলী সং ৭৩। মূল্য সদস্য পক্ষে ১\, সাধারণপক্ষে ১॥• । স্ত্রীকৃষ্ণের জীবনবৃত্তান্ত লইয়া অনেক কাবা প্রাচীন বাংলা সাহিতো লিখিত হইয়াছে। তন্মধ্যে কয়েকটি প্রসিদ্ধি-লাভ ও করিয়াচে । ভাগবতাচার্যের কুষ্ণপ্রেমতরঙ্গিণী, মালাধর বসু ও মাধব আচার্যোর কুমুমঙ্গল ; কাশীরামদাস গ্রজ কৃষ্ণদাসের কুঞ্চবিলাস প্রভৃতি কুপরিচিত গ্রন্থ । আলোচা গ্রন্থটি খুব স্বপ্রচারিত না হইলেও কৃষ্ণের জীবনী সম্বন্ধে ইহা একটি উপাদেয় চমৎকার কাবা। এই বহুমূল্য গ্রন্থটি সম্পূর্ণ পাওয়া গিয়াছে । ইহা চৈতন্যদেবের সমসাময়িক মাধব অচির্যোর সহিত ঘনিষ্ঠ সম্বন্ধযুক্ত সুকবি কৃষ্ণদাস বিরচিত । এষ্ট কাব্যগ্রন্থে বহু স্থলে অপুৰ্ব্ব কবিত্ব-শক্তির পরিচয় পাওয়া যায় । র্যাহারা প্রাচীন কালা-সাহিত্য লইয়া আলোচনা করেন এই কাবাটি উপহাদের অবন্তপীঠ । বইখানির সম্পাদনকাৰ্য্যও সুন্দর হইয়াছে । টীকার সাহায্যে পড়িতে কষ্ট হইবে না । ছাপাও সুন্দর হইয়াছে। চৈতন্য-পরবর্তী সহজিয়া তত্ত্বায়ুশীলনের &staffol (An Introduction to the Study of the Post Caitanya Sahajiya Cult)– onto বস্ত এম-এ প্রণীত, খ্ৰীযুক্ত বসস্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ লিখিত ভূমিকা সম্বলিত । কলিকাতা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে প্রাপ্তব্য । বহিখানি ইংরেজী ভাষায় লিখিত হইলেও বাঙ্গল সাহিত্য-সেবার পক্ষে এখানি বাদ দিয়া চলিবার উপায় নাই । বাঙলার সহজিয়া-বাদ সম্বন্ধে আমরা সত্যমিথ্যা অনেক কপাই শুনিয়া থাকি। সহজিয়া তত্ত্ব আসলে কি বস্তু, ইহার প্রসার কতদূর, এই মতবাদী লোকের সংখ্যা কত, আচার আচরণ কিরূপ, ইহাদের গ্রন্থ সংখ্যা কত, গ্ৰন্থগুলির মুল প্রতিপাদ্য বিষয় কি ইত্যাদি সম্বন্ধে কাহারো সঠিক ধারণা নাই। চলিত কথার উপর নির্ভর করিয়া সহজিয়াদিগকে নেড়ানেড়ী শ্রীতারা প্রসন্ন প্রবাসী—আশ্বিন, ১৩৩৪ [ ২৭শ ভাগ, ১ম খণ্ড বলিয়া গালি দেওয়ার একটা হুজুক আজকাল দেখিতে পাই। কিন্তু ইহাদের সম্বন্ধে তেমন আলোচনা করিবার প্রবৃত্তি কণহারো দেখি না । অবশ্ব অধিকাংশ ক্ষেত্রেই ইস্থাদের প্রচারিত গ্রন্থ ইতাণিও এমন গোপনে প্রচারিত হয় যে ইহাদের সম্বন্ধে ঠিকমত তথ্যলাভ করা সহজ নহে। ইহাদর পুস্তকাদিও গুহ্য ভাষায় লিখিত বলিয়া সাধারণে বুঝিতে পারে না। মণীন্দ্রবাবু এই পুস্তকথানিতে ইহাদের সম্বন্ধে যাওদর দস্তব সত্য সংবাদ দিতে চেষ্টা করিয়াছেন । ইহাদের মতবাদকে পরিস্ফুট করিয়া উনি সাধারণের উপকার করিয়াছেন। পরিশিষ্টে প্রকাশিত গ্রন্থ তালিকাটিও বহুমূল্য। সহজতত্ত্ববাদীরা যাই হটক বাঞ্চল সাহিতাকে যে ইস্থার বহুদিক দিয়া সমৃদ্ধ করিয়াছে তাঙ্কা অস্বীকার করিবার উপায় নাই । সুতরাং ইহাদের সম্বন্ধে সতী আলোচনা করার প্রয়োজন হইয়াছে। মণীন্দ্রবাবু, দেহতত্ত্ব, স্ত্রী-সাধন, পরকীয়া তত্ত্ব, সহজ-তত্ত্ব, তন্ত্রবাদ ইত্যাদি সম্বন্ধে বিস্তৃত আলোচনা করিয়াড়েন । তামুক্তরসাধলী নামক গ্রন্থের বিস্তুত আলোচনা করিয়া সহজ-ধৰ্ম্ম-পুস্তকের একখানি আদর্শ দেখাইয়াছেন। পরিশিষ্টে ‘রস কদম্ব বহিখানির আলোচনা ও বর্ণন পাঠ করিয়া আমরা উপকুত ক: য়াছি । গ্রন্থকার আমাদের ধন্যবাদার্ত । রসকদম্ব—কৰিবল্লভ বিরচিত । তারকেশ্বর ভট্টাচাৰ্য। এম এ ও শ্ৰীআশুতোষ বন্দোপাধ্যায় এম-এ কর্তৃক সম্পাদিত । আপার সাকুলার রোড, বঙ্গীয় সাহিত্য-প্পরিষৎ মন্দির হস্ততে শ্রীরামকমল সিংহ কর্তৃক প্রকাশিত। মূল্য সাধারণ পক্ষে ১। ..., সদস্তপক্ষে ১\ । প্রাচীন বাঙলা কাব্যসাহিত্যের রত্নাগার হটতে মে কয়েকটি বহুমূল পুণীরত্ব গত কয়েক বৎসরের মধ্যে আবিঃত তষ্ঠং ৮ে, তন্মধ্যে চণ্ডীদাসের শ্ৰীকৃষ্ণকীর্তন ও কবিকল্পভের এই “রসকদম্ব’ গ্ৰন্থখানি বিশেষ ভাধে উল্লেথযোগ্য । বোধহয় শ্ৰীকৃষ্ণ কাণ্ডনের পরেই ইহার স্থান। ইহা সহজ-তত্ত্ব-বিষয়ক বহি হইলেও কাব্য হিসালে খুব 2 831১ উচ্চশ্রেণীর গ্রন্থ । সকলকেই এই পুস্তকটি পাঠ করি। দেপিতে অনুরোধ করি । এই বইখানি সম্বন্ধে বিস্তুত আলোচন হওয়; শবষ্ঠক । শ্লযুক্ত মণীন্দ্রমোহন বস্থর An Introduction to the studv of the Post Caitanya Sahajiya (Jult পুন্তকের পরিশিষ্টে এই পুস্তক সম্বন্ধে বিস্তৃত আলোচনা আছে। বাঙলার সাহিত সম্বন্ধে যাহার এতটুকু শ্রদ্ধা ও সহানুভূতি আছে তিনি মেন এই বইখানি পাঠ করিয়া দেখেন। সচিত্র কাশীধাম— পুণাষ্ঠীর্ষ বারাণসীর সচিত্র ইতিবৃত্ত। মন্মথনাথ চক্ৰবৰ্ত্তী প্রণীত ( ২য় সংস্করণ ) ২৫৭ এ বউবাজার ষ্ট্রট কলিকাতা হইতে খামলাল চক্রবর্তী কর্তৃক প্রকাশিত। মুল্য ১% । এই চমৎকার বইখানিকে কাশীর একটি স্ববৃহৎ ইতিহাস বলিলেও হয়। কাশী দর্শনাভিলাষীদিগের সঙ্গী হইবার উপযুক্ত। পুর্ণাধাম কাশীর মন্দির, ঘাট, মসজিদূ এক কথায় সমস্ত দ্রষ্টব্য স্থানের বিস্তুত বিবরণ ও চিত্র এই পুস্তকে আছে । সামাজিক ও ধৰ্ম্মসংস্কারের ইতিহাসও লিখিত । স গো-জাতি--- অতিরঞ্জন মুখোপাধ্যায়। শ্ৰীকৃষ্ণ প্রিণ্টিং ওয়ার্কস, ২৫৯ আপার চিৎপুর রোড, কলিকাতা। আট আনা। গোজাতি সম্বন্ধে অবশ্য জ্ঞাতব তথ্যপূর্ণ সুন্দর পুস্তক। ইহাতে গো-পালন, গোময়, গো-মূত্র, গো-অস্থি ইত্যাদির কার্যাকারিতা, গোবাধি ও তাহার চিকিৎসা, দুগ্ধবৃদ্ধির উপায়, দুগ্ধ অবিকৃত রাখার