পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

W. সাম্প্রদায়িক বিরোধ সম্বন্ধে লর্ড আরুইনের বক্তত গত ২৯শে আগষ্ট, ১২ই ভাদ্র, বড়লাট লর্ড আরষ্টন সিমলায় ব্যবস্থাপক সভার সভ্যদের সম্মুখে হিন্দুমুসলমানের বিরোধ সম্বন্ধে একটি বক্তৃত করেন। তিনি প্রকাশ করেন, যে, উভয় সম্প্রদায়ের মধ্যে সদ্ভাব ও শান্তিস্থাপন তাহার উদেশ্ব। তাহার বক্তৃতাটি ভাল। তাঙ্গতে ধৰ্ম্মোপদেশ আছে । তাহার অনেক কথায় আমরা সায় দিতে পারি। কিন্তু তিনি যে বলিয়াছেন, যে, সাম্প্রদায়িক বিরোধের জন্ত ভারতবর্ষের রাজনৈতিক অধিকার লাভে ও রাজনৈতিক অগ্রগতিতে বাবা পড়িবে, সে-বিষয়ে আমাদের বক্তব্য এই, ঘে, ভারতবর্ষ আত্মশাসক না হইলে বিবাদভঞ্জন হইবে না। এবিষয়ে ইংরেজদের সঙ্গে আমাদের মতভেদ আছে ও থাকিবে । তাহারা বলেন, আগে তোমরা নিজেদের মধ্যে ঝগড় মিটাও, তবে স্বরাজ পাইবে ; আমরা বলি, ঝগড়ার প্রধান কারণ সকল দূর করিতে হইলে রাষ্ট্রীয় সব ব্যাপারে আমাদের চূড়ান্ত ক্ষমতা থাকা দরকার, কেননা ঝগড়ার মূলে রাজনৈতিক কারণ আছে। এই কারণ তৃতীয় পক্ষ প্রভূ থাকিতে দূর করা দুঃসাধ্য, হয় ত অসাধ্য | লর্ড আরইন যদি ধৰ্ম্মোপদেষ্ট হইতেন, তাহা হইলে তাহার বক্তৃতায় প্রকাশিত সাধু ইচ্ছার পুরা প্রশংসা করিতে পারিতাম। কিন্তু তিনি রাজপ্রতিনিধি ও দেশের শাসনকর্তা। সেইজন্ত র্তাহার বক্তৃতায় অকপটতা প্রকাশ পাইতেছে, ইত্যাদি মন্তব্যের বিশেষ কোন মূল্য নাই। তিনি রাজপ্রতিনিধি বলিয়া তাহার বক্তৃত করা ছাড়া অন্ত দায়িত্ব ও কর্তব্যও আছে । তিনি যে শাস্তিস্থাপন-প্রয়ালী, কাজে তাহার কি পরিচয় দিয়াছেন ? কাৰ্য্যতঃ কিছু করিবার ক্ষমতা নিশ্চয়ই বড়লাটের আছে। যদি না থাকে, あ

  1. |ಿ] - |

তাহা হইলে তাহার পদত্যাগ করা উচিত। কারণ, তাঙ্গ অপেক্ষ ভাল বক্তা ও উপদেষ্ট পাদরীদের মধ্যে অনেক আছেন যাহারা তাঙ্গ অপেক্ষা খুব কম বেতনে উপদেশ দিতে রাজী হইবেন। গৃঢ় রাষ্ট্রনীতি বা শাসননীতি সম্বন্ধে পরামর্শ করিবার প্রয়োজন তইলে প্রাদেশিক শাসনকৰ্ত্তারা বড়লাটের সহিত সাক্ষাৎ করিতে যান ;–স্বতঃপ্রবৃত্ত হইয়া যান, কিংবা আহুত হইয়া যান। যে আঠার মাসের সাম্প্রদায়িক বিরোধে হতাহতের সংখ্য বড়লাট দিয়াছেন, তাহার মধ্যে তিনি একবারও একজন প্রাদেশিক শাসনকৰ্ত্তার সহিত সাম্প্রদায়িক বিরোধের বিষয়ে পরামর্শ করিয়াছিলেন কি ? করিয়াছিলেন বলিয়া অবগত নতি । গত বৎসরের কলিকাতার খুনাথুনির সময় লাট লিটন দাৰ্জিলিঙে বসিয়াছিলেন ; পুলিস এ বৎসর শান্তিরক্ষার যেরূপ বন্দোবস্ত করিয়াছিল, গত বৎসর তাত করে নাই ; রাজরাজেশ্বরী প্রতিমা বিসর্জনের সময়, ইংলিশম্যান ষ্টেটসম্যান পর্যন্ত বলিয়াছিল, যে, মুসলমানের আগে হইতে পরামর্শ আঁটিয়া সরকারী হুকুম অগ্রাহ করিয়া হিন্দুদের ধৰ্ম্মানুষ্ঠানে বাধা দিয়াছিল ; পাবনায় অরাজকতা ঘটিয়াছিল ; ইত্যাকার নানা শোচনীয় ব্যাপারের কোন কৈফিয়ৎ গোপনেও বড়লাট লইয়াছিলেন কি ? লইয়াছিলেন বলিয়া আমরা অবগত নহি । লইয়া থাকিলে ও প্রতিকারের উপায় অবলম্বন করিয়া থকিলে, এখনও দাঙ্গা-হাঙ্গামা কেন চলিতেছে ? অন্যান্ত প্রদেশে দাঙ্গা-হাঙ্গামা নিবারণের জন্তই বা তিনি কি করিয়াছেন ? সত্য, এই কাজ প্রথমতঃ প্রাদেশিক শাসনকৰ্ত্তাদের, কিন্তু র্তাহারা যখন অকৃতকাৰ্য্য হইয়াছেন দেখা যাইতেছে, তখন বড় কর্তা কিছু করেন নাই কেন ? ভারতবর্ষের নানা প্রদেশে দেখা বাইতেছে, শাস্তিভঙ্গের