পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

وناس বলিলাম, ভারতবর্ষ হইতে রওনা হইবার আগেই আমি স্থির করিয়াছিলাম, যে, নিজেই নিজের ব্যয় নির্বাহ করিব । তাছার পর বলিলাম, লীগ, যদি নিজের নানাবিধ কার্বসম্বন্ধীয় আমার দরকারী পুস্তকরিপোর্টাদি আমাকে দেন, তাহাই যথেষ্ট সৌজন্য মনে করিব। তিনি আমাকে কলিকাতায় আমার দরকারী পুস্তকাদি পাঠাই দিতে রাজী হওয়ায় আমি লীগের পুস্তকাদির মূল্যতালিকায় দরকারী জিনিষগুলি দাগ দিয়া হোটেল হইতে লীগ, অফিসে পাঠাষ্টয়া দিয়া আসি । তন্মধ্যে কিছু আমি পাইয়াছি ; পরে আরও কিছু কিছু পাইতে পারি। কিন্তু কতকগুলি যে পাইব না, তাহ নিশ্চিত। কারণ, কামিস লিথিয়াছেন, “মাগুেটুস্ সম্বন্ধীয় মস্ত গ্যাদিগুলির পুরা সেট পাইলাম ন! ”, ইত্যা দ। ইহার ঠিক মানে বুঝি:ত পারি নাই। মানে তিন রকম হইতে পারে। (১) ঐ জিনিষগুলির পূ ৷ সেট আমাকে দিবার জন্য কামিস লীগের কৰ্ত্তাদের নিকট হইতে পান নাই। তাহা হইলে ওগুলি আমাকে দেওয়া অবাঞ্ছনীয় বিবেচিত হইয়াছে । (২) মস্ত ব্যাদির সবগুলিই ফুরাইয়া গিয়াছে ; আর ছাপা নাই। ইহা সম্ভব বোধ হইতেছে না। আমি লীগ আফিস হইতেই প্রাপ্ত তালিকায় ঐ জিনিষগুলির উল্লেখ দেখিয়া দাগ দিয়াfছলাম। (৩) মন্তব্যগুলির কোন কোনটি ফুরাইয়া যাওয়ায় ও ছাপা না থাকায় এখন পুরাসেট পাওয়া যায় না । কিন্তু জিনিষগুলি এমন নয়, যে, কতকগুলির অভাবে অন্যগুলি অকেজো ষা অবোধ্য হইবে । সুতরাং পুরা সেট পাওয়৷ না গেলেও, যাহা পাওয়া যায়, তাহা কেন আমাকে দেওয়া হইল না ? ম্যাণ্ডেট কথাটার ঠিক বাংলা প্রতিশব্দ কি হইবে জানি না। জিনিষটা এই । গত মহাযুদ্ধের পর জামেনী তুরস্ক প্রভৃতির অধিকৃত নানা ভূখণ্ড জয়ী জাতির নিজেদের মধ্যে ভাগ করিয়! লন । আগে আগে এই রকম দেশগুলাকে বিজিত ও তৎপর অধিকৃত বলা হইত। এখন সভভয় ভাষায় বলা হইতেছে, যে, এইগুলি স্থশাসন করিবার অল্পজ্ঞা অমুক অমুক জাতি পাইলেন, ও তজন্য জবাবদিহি রহিলেন ; ইত্যাদি । ইহারই নাম ম্যাণ্ডেট । এই সমুদয় বম্বোবস্ত একট। মস্ত ভণ্ডামি বলিয়া পৃথশব প্রবাসী—বৈশাখ, ১৩৩৪ [ ২৭শ ভাগ, ১ম খণ্ড বিস্তর নিরপেক্ষ বুদ্ধিমান লোকের ধারণ। স্ব ভরাং ত"দ্বষয়ক কাগজপত্র আমাকে দিতে যদি লীগের অনিচ্ছা থাকে, তাহাতে বিস্মিত হইতে পারি না। তবে, আমাকে তাহা না দিবার উহাই কারণ কিনা, বলিতে পারি না। যাঙ্গ হউক, আমার এই ধারণ জন্ম ছে, যে, লীগ নিমন্ত্রণ পত্রে আমাকে সব সুবিধা দিবার যে অঙ্গীকার করিয়াছিলেন, তাঙ্গ রক্ষা করিতে পারেন নাই। লীগের বড় বড় বৰ্ম্মচারীদের সঙ্গে দেখাসাক্ষাৎ সম্বন্ধে কামিস আমাকে ২২ শে নবেম্বর তারিখের চিঠিতে লেখেন, *য়্যাসেম্রীর পরে বড় বড় কৰ্ম্মচারীরা যখন অপেক্ষাকৃত একটু বেশী ফুরসৎ পাইয়াছিলেন, আপনি সেই সময়েই জেনীভা ছাড়িয়া যাওয়ায় দুঃখিত হইলাম ; কারণ আপনার সহিত তাহদের মুলাকাৎ ঘটাইতে আমি উৎসুক ছিলাম ।’ আমি তাহার ঔৎসুক্যের অন্তরিকতায় সন্দে : প্রকাশ করিতেছি না । কিন্তু আমি নিজেও ত খুব বেশী ফুরসতী লোক নই। একটা নি র্দষ্ট সময়ের বেশী জেনা ভায় থাক। আমার সাধ্যায়ত্ত ছিল না। কবে কাহার অসুগ্ৰহ হইবে ও দর্শন পাইব , সে আশায় জেনীভায় বসিয়া থাকিতে পারি নাই ; ইউরোপ অল্প স্বল্প দেখি বার ইচ্ছা ছিল । যদি কেবল বড় কৰ্ত্তাদের সঙ্গে দেখা করিবার জন্য য়্যাম্ব্লোর অধিবেশনের পর ষষ্টিতাম, তাহা হইলে লীগ সম্বন্ধ সাক্ষাংজ্ঞান কিছুষ্ট হইত না। অথচ সেইটাই বেশী দরকারী মনে করিয়াছিলাম। আর য়্যাসেমরীর বৈঠক ত ২৫শে সেপ্টেম্বর শেষ হইয়া গিয়াছিল ; কিন্তু ২৮শেও দুজন কৰ্ত্ত পূৰ্ব্ব প্রতিশ্রুতি সত্ত্বে ৪ দশন দেন নাই । যাগ হউক, অ :পর যদি লীগ ভারতীয় কোন দেশী সম্পাদককে নিজ কাৰ্য্যাবলী পর্যবেক্ষণ ও তৎসম্বন্ধে জ্ঞানলাভ করিতে আহবান করা আবশুক মনে করেন, তাহী হইলে যেন ভারত গবন্মেন্টের সহিত পরামর্শ করিয়া লোক মনোনীত করেন ( যাহা আমাকে নিমন্ত্ৰণ করিবার সময় করা হয় নষ্ট ), এবং এমন কাহাকেও মনোনীত করেন যিনি লীগের বিট হষ্টতে টাকা লইবেন ( একাধিক বার জিজ্ঞাসা সত্বেও যাহা আমি লই নাই)। জেনীভায় জামা অপেক্ষ এরূপ ব্যক্তির ভাগ্যবান হইবার সম্ভাবনা বেশী ।