পাতা:প্রবাসী (সপ্তম ভাগ, দ্বিতীয়াংশ).djvu/১৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯ম সংখ্যা । ] AASAASAASAASAASAASAASAASAASAASAAHHHHSAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAAASبا توجه به وعههای «همه ്. - هم \ এ নহে পুতুল-খেলা ; ল’য়ে প্রাণ-মন আপন খেয়ালেণকছ—ইচ্ছা হ’ল বলে’— অজয় । अज्ञदिन | অজয় । यश्च । পারে না সঁপিতে অষ্ঠে খেলিবার ছলে এতই সহজে। প্রাণ দিতে নাহি হয়,--- গ্রেমের উত্তবে তাহা আপনসালয় আপনিই লহে খুজি । কি বলিব আর ! হেন দশা—প্রাণে বড় ব্যথা বাজে মম। আরো বাজে এ হৃদয়ে—শত্ট, পদ্ম সম, হেরি’ ওই অসহায়া সতী-রমণীর হেন অপমান। হায়—এই কি বিধির ছিল মনে। ভাবি নাই—এই পরিণাম হ’বে শেষে ! কেন আর বৃথা অবিরাম লজ্জা দেহ মোরে ! ওগো কি করেছি পাপ— যা’র লাগি অদৃষ্টের হেন অভিশাপ সহি নিত্য ! হৃদে জলে যেই চিন্তানল— আবাল্য-সুহৃৎ তুমি,—তুমিও কেবল সে বহি আন্ততি দানে তুলিছ জালায়ে ; তুমিও দিলেন হয়—আজিও নিবায়ে সমবেদনার আশ্র বরষি’ আমার অসহ এ তীব্র জালা । হেন অবিচার কোরো না আমার প্রতি । কি জানিবে—কত অশান্তি পুষিয়া এই অস্তরে সতত যাপি আমি নিশি-দিন । তব হিত-তরে কহি যত রূঢ় বাক্য, তাহে কৰ্ভু মোরে ভাবিও না—প্রাণহীন পাষাণ-মুরতি। আমি চির-বন্ধু তব। তবে, মোর প্রতি কেন এত কর রোষ ? 婚 রুষ্ট নহি আমি । তোমারি কল্যাণ লাগি”—জানে অন্তৰ্য্যামী কছি এ জপ্রিয় কথা। দেব-দূত। অরবিন্দ । অজয় । 8 .............................".".................. কিবা ফল তাহেঁব্যথিতেরে দিয়ে ব্যথা ? রোগী নাহি চাহে— ঔষধ সেবিতে মুখে ; তবু, সেই তারে ' ঔষধ সেবিতে হয়,—নিখিল-সংসারে অরবিন্দ। অজয় । অরবিন্দ । অজয় । এই চিরন্তন প্রথা । হে আমার প্রিয়, কহি পুনরায়—হও স্থির ; না করিও— আত্মহত্যা স্বেচ্ছায়, প্রমাদে। এ সুধারে পায়ে ঠেলি বিষ-কুম্ভ ভ্ৰমে, আপনারে অনন্ত নরক-স্রোতে দিওনা ভাসায়ে । কতু চাহিনী দলিতে তা’রে পায়ে ;– এতদূর হীন নহি আমি। তারে যবে বিবাহ করেছি, মোরি গৃহে তা’র হবে বাস-ভূমি। অনিচ্ছায়—পিতার আদেশে কাল-পরিণয়-পাশে বদ্ধ হ’য়ে, শেষে— তা’র সনে অকারণে কোথা চলিলাম, নাহি জানি! শুধু, আজি শুনি অবিরাম— প্রেলয়-গৰ্জ্জন-ধ্বনি নিত্য চরাচরে— জলে, স্থলে, অন্তরীক্ষে। রাখে। যদি ঘরে, কি ভাবে র’বেল তিনি তোমার সহিত— জানিবারে কৌতুহল মম। —হিতাহিত না করি বিচার আর। করেছি বিবাহ ; গৃহে রাখি’ সমাদরে, সংসার-নিৰ্ব্বাহ করে যাব। তারপর যা’ হ’বার হবে, ভাবিতে পারি না আর | অতুল বৈভবে বৰ্দ্ধিত হ’বেন তিনি তব অন্তঃপুরে, মানিলাম তাহ ; কিন্তু, কল্যাণী বধুরে বসাবে কি হৃদাসনে ? —দেখোন স্বপন । কোথায় হৃদয় ? হের,—সেই পদ্মাসন নৈরাপ্তের পদাঘাতে বিচূর্ণ হইয়া পড়ে আছে চারি ধারে।