পাতা:প্রবাসী (সপ্তম ভাগ, দ্বিতীয়াংশ).djvu/১৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 જન્મ 4. সে আদেশ মানুিল না-রুধির স্রোতে গৌড় জনপদ ভাসিয়া গেল, দেশে হাঙ্গকার উঠিল। ক্রুদ্ধ সুলতানের আদেশে তখন দ্বাদশ সহস্ৰ ( ) সৈনিকের শির ভূমিতলে লুটাইয়া পড়িল !* চতুৰ্ব্বিংশ বর্ষ রাজত্ব করিয়া আলাউদ্দীন হোসেন শাহ মৃত্যুমুখে-গতিত হইলেন। বিধাতার বড় তাহাকে এ জগতে স্পর্শ করিল না বটে কিন্তু উহা নিষ্ফল হইল না। রাজার শোণিত –দ্বাদশ সহস্র সৈনিকের শোণিত প্রতিদিন প্রতিশোধের জন্য র্কাদিতে লাগিল। হোসেনের পুত্র নসরৎ শাহ নৃপতি কষ্টয়া একদিন পিতার সমাধি-মন্দিরতলে প্ৰণাম করিতে যাইয়। একজন খোজ দাস কর্তৃক নিহত হইলেন । পুত্রের শোণিতে পিতার সমাধি-মন্দির সিক্ত হইয়া গেল ! হোসেনের দ্বিতীয় পুত্র মহম্মদ শাহ বঙ্গের সিংহাসন হইতে বিতাড়িত হইলেন–রাজধানী শক্রহস্তে নিপতিত হইল— তাহার পুত্র দুইটীও পাঠানের পড়েগ ছিন্নশর্ম হইয়া ভূমিতলে লুটাইতে লাগিল । রাজ্যচু্যত পুত্ৰকলত্রহীন হোসেন ভগ্নহৃদয়ে অল্পকাল মধ্যেই মৃত্যুমুথে পতিত হইলেন । তাহার সঙ্গে সঙ্গে বাঙ্গালার স্বাধীন নরপতির ইতিহাস চিরবিলুপ্ত হইয়া গেল ! বাদশাহ হুমায়ুন তখন বঙ্গপ্রবেশের সিংহদ্বার গুলির সন্ধান পাইয়াছেন ; বিপুল বাহিনী লইয়া তিনি গৌড়ে আসিয়া উপনীত হইলেন। গৌড়বাসিগণ মহানন্দে তাহাকে বরণ করিয়া লইল—মস্জেদে মস্জেদে তাহার জয়গান ধ্বনিত হইতে লাগিল । বীর শের শাহ তাহার পথরোধ করিবার জন্ত আয়োজন করিলেন । তখনও মোগলের দিন আসে নাই ; কনৌজে মোগল ও পাঠানে সাক্ষাৎ হইল—হুমায়ুন কোন প্রকারে পলায়ন পূর্বক জীবন রক্ষা করিলেন-পাঠানরাজধানী আরও কিছুকাল বাঙ্গালায় সুপ্রতিষ্ঠিত থাকিয়া শের শাহকে অমর করিয়া দিল । পাঠান দুইশত ছত্রিশ বৎসর ধরিয়া বাঙ্গালায় রাজত্ব করিয়াছিল। দুৰ্দ্ধৰ্ষ মোগল এই দীর্ঘকাল একেবারে নীরব

  • The privilege of plundering the city having been carried further than the Syed intended, lie ordered the soldiery, after some days, to desist; but finding his orders disobeyed, he caused twelve thousand of them to be put to death, and seized all fruits of rapine.—Stewart's History of Dengal.

প্রবাসী । [ ৭ম ভাগ । ছিল না—সময় পাইলেই পাঠানদিগকে বিদূরিত করিবারু চেষ্টা করিত। প্রাতঃস্মরণীয় বাদশাহ আকবর যখন মোগলসিংহাসনে বিজয়গৌরবে অধিষ্ঠিত, তখন পাঠানরাজ সলিমন গৌড় হইতে পাঠানরাজধানী উঠাইয়া আনিয়া তন্দায় উহ! স্থাপিত করিলেন। সমগ্র বেহার ও বঙ্গভূমি র্তাহার চরণচুম্বন করিল, তিনি উড়িষাবিজয়ে অগ্রসর হইলেন । সুলতান ইব্রাহিম অতি অল্পকালের জন্তই মোগল সিংহাসনে আরোহণ করিয়াছিলেন । নানা ভাগ্যবিপৰ্য্যয়ে সুলতানকে অবশেষে উড়িষ্যায় বাস করিতে হইয়াছিল । সলিমন উড়িষ্যায় যাইয়া একটা সভা আহবান করিলেন। সুলতান ইব্রাহিমও সেই সভায় আমন্ত্রিত হইয়াছিলেন ; স্বার্থীন্ধ সলিমন ইব্রাহিমকে আত্মকবলে পাইয়া হীন দস্থ্যর হ্যায় হত্যা করিলেন !* সলিমনের মৃত্যুর পর তাহার পুত্র দাউদ খা যখন বাঙ্গালায় নৃপতি হইলেন তখন বাদশাহ আকবরের সহিত তাহার যুদ্ধ উপস্থিত হইয়াছিল । মোগল সেনাপতি মৈনম খাঁ সসৈন্তে পাটনার নিকটে আসিয়া উপনীত হইলেন। দাউদের প্রধান সচিব লোদি খা মৈনমের সহিত কয়েকটা খও যুদ্ধ করিয়া শেষে সন্ধি সংস্থাপন করিলেন। দুদ্ধৰ্ষ মোগল স্বরাজ্যে প্রত্যাবর্তম করিলে পর কণ্টকমুক্ত দাউদ লোদি খার যথা সৰ্ব্বস্ব লুণ্ঠন করিয়া তাহাকে কারারুদ্ধ করিলেন এবং অবশেষে তাহারই শোণিতে রঞ্জিত হইয়া উপকারের প্রত্যুপকার করিলেন ! আকবরের সহিত দাউদের গোলযোগ মিটিল না। নানারূপে পর্য্যুদস্ত হইয়া দাউদ একদিন স্বীয় মুক্ত তরবারি মোগল সেনাপতির করে সমর্পণ পুৰ্ব্বক স্বেচ্ছায় তাহার বশু্যত স্বীকার করিলেন । তিনি শপথ করিলেন আমরণ মোগলের বন্ধু থাকিবেন । দাউদ খা অধিক দিন আত্মপ্রতিশ্রুতি রক্ষা করিতে পারেন নাই ; মোগল সেনাপতি মৈনম খার মৃত্যুংবাদ পাইবা মাত্র তিনি মোগলের বিরুদ্ধে অস্ত্ৰধারণ

  • ISut the conquest was stained by an act of the grossest treachery; for having invited to a conference Sultan Ibrahim, who for a short period had been Emperor of Delhy,...... he basely assasinated hinn.— Stewart's History of Bengal. 蠟