পাতা:প্রবাসী (সপ্তম ভাগ, দ্বিতীয়াংশ).djvu/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৭২ কাণে ो কার-বিদ্যালয়। *** ه . .» দাতাশ্রেষ্ঠ কার্নেগীর নাম সৰ্ব্বস্থান বিদিত। তিনি আমেরিকায় কারুবিদ্যা শিক্ষার জন্ত পিটস্বৰ্গ সহরকে ছয় কোটি টাকা দান করিয়াছিলেন। সেই বিপুল দানের অমৃতফল স্বরূপ কর্ণেগী কারুবিদ্যালয়ের প্রতিষ্ঠা হইয়াছে। বর্তমান খৃষ্টীয় বর্ষের ১১ই এপ্রেল মহা সমারোন্তে বিদ্যালয়ের নূতন প্রাসাদকল্প অট্টালিকা উৎসর্গীকৃত হইয়াছে। এই বিদ্যালয়ে কারুবিদ্যার সকল বিভাগেরই শিক্ষা দেওয়া হইবে । ক্রিয়াসিদ্ধ (practical ) বৈজ্ঞানিকশিক্ষ হইতে আরম্ভ করিয়া কামার, কুমার, ছুতার, চামার, প্লম্বর (যাহারা জলের কল, গ্যাসের কল বা ড়েন ইত্যাদি মেরামত করে ), যান্ত্রিক (mechanics) প্রভৃতি সকল কারু বিভাগ প্রতিষ্ঠা হইয়াছে, এবং প্রত্যেক বিভাগে শত শত ছাত্র পরম আগ্রহে শিল্পে শ্রেষ্ঠ কষ্টক্সর চেষ্টা করিতেছে। এই বিদ্যালয়ের বহু শত শাখা বিদ্যালয়ের প্রতিষ্ঠা হইয়াছে। শাখা বিদ্যালয়গুলি প্রধান বিদ্যামন্দিরেরই নিকটে নিকটে অবস্থিত, এবং সকল বিদ্যালয় ৯৬ বিঘা জর্মী অধিকার করিয়া আছে । দাতা কর্ণেগী ১৯০০ সালে কুবেরকল্প দান করেন ; ৯০৫ সালে বিদ্যালয়ে ছাত্র প্রথম লওয়া হয় । এক্ষণে ড়ে ৮০০ ছাত্র কারু শিখিতেছে । লিস্তামন্দিরের সম্মুখ দৃশ্ব (frontage) লম্বায় আধtাইল বিস্তৃত ; পশ্চাৎভাগ অত বিস্তৃত নহে ; ছাত্রসংখ্যা বৃদ্ধি ও কাৰ্য্যবাহুল্যের সঙ্গে সঙ্গে বিদ্যমন্দির বাড়িয় চলিলে এমন আয়তন রাগ হইয়াছে । বিদ্যমন্দিরটি দেখিতে যেমন সুন্দর ও গম্ভীর প্রভাবী (imposing) হইয়াছে, "আলোক বাতাসের প্রাচুর্য্য ব্যবস্থায় তেমনি স্বাস্থ্যপ্রদ এবং অগ্নিরোধক (fireprooi) বলিয়৷ তেমনি নিরাপদ হষ্টয়াছে । #fffsts fasta- ( Applied Science) *fosfi সৰ্ব্বাপেক্ষ অধিক ছাত্র শিক্ষা করে। প্রায় ৫০০ ছাত্র এই বিভাগের বিভিন্ন শাখায় নিযুক্ত হইয়াছে। বিদ্যালয়ের শিক্ষাকার্যা দিবায় ও রাত্রিতে দুই সময়েই দেওয়া হয়। কৰ্ম্মনিযুক্ত লোকে দিনের বেলা অবসর পায় না, রাত্রিতে তাহাদের অবসর ; তাহারাও যাহাতে די عيمو প্রবাসী । [ १भ छणि । AASAASAASAASAASAASAASAASAASAASAASAA শিক্ষার সুবিধায় বঞ্চিত না হয় এজন্য নৈশশিক্ষারও করা হইয়াছে। কাৰ্য্যগত বিজ্ঞানবিভাগের প্রধান প্রধান শাখার নাম লিখিত হইল –ধাতববিদ্যা, ব্যবসায়িক রসায়ন, বৈদ্যুত-রসায়ন, সৌধ-নক্স, রেলপথ নিৰ্ম্মাণ, মুনিসিপাল ইঞ্জিনিয়ারিং, বিদ্যুৎ উৎপাদন ও পরিচালন, বৈদ্যুত-যন্ত্রের গঠন ও পরীক্ষা, সাধারণ যন্ত্রগঠন, লৌহ ও ইস্পাত প্রস্তুত প্রণালী, ধাতু গলাই ও শোধন, খনিজ বিষ্ঠা ইত্যাদি। এই সকল কাৰ্য্যকরী বিদ্যার সঙ্গে সঙ্গে সাধারণ শিক্ষারও বন্দোবস্ত আছে। কার্য্যসিদ্ধ পরীক্ষার সঙ্গে সঙ্গে ছাত্রদিগকে বক্তৃতা ও আবৃত্তি করিতে হয়। প্রায় সকল বিভাগেই অঙ্কশাস্ত্রের শিক্ষা দেওয়া হইয়া থাকে। কাৰ্য্যগত বিজ্ঞানের নৈশশ্রেণীর শিক্ষাকাল পাঁচ বৎসর, কারণ শ্রমজীবীগণ সমস্ত দিনের পরিশ্রমের পর রাত্রির বিশ্রামকাল হইতে অধিক সময় শিক্ষার জন্তু ত ব্যয় করিতে পারে না, কাজেই অল্প অল্প করিয়া তাঙ্গাদিগকে অধিক দিন শিক্ষা করিতে হয় । কারু শিক্ষায় শিল্পসৌন্দর্য্য ও নক্সার (art and design) জ্ঞান খুব পৃষ্ট হওয়া উচিত, এজন্য এই বিদ্যালয়ের একটি বিভাগে যেখানে ঐ বিদ্যা শিক্ষণ দেওয়া হয় তাহার To offroit Toll first" (School of Applied Design)। এই বিভাগ নূতন খোলা হইলেও সকলের আগ্রহ ও আকাঙ্ক্ষা এই দিকে ধাবিত হইয়াছে। স্থাপত্যশিল্প প্রভৃতিতে নক্সার জ্ঞান ও সৌন্দর্য্য বুদ্ধির অনুশীলন অত্যাবশ্বক বলিয়া যে সকল লোক ইঞ্জিনিয়র বা ড্রাফটস্ম্যানের কাজ করে তাহারাও রাত্রিকালে শিক্ষা পাইতে আসিয় থাকে । শিক্ষানবিশী বিভাগ সম্ভবপর বিবিধ কৰ্ম্মশালায় বিভক্ত। এই বিভাগের উদ্দেশু যুবকদিগকে যান্ত্রিকতা, আদর্শ নমুনার নক্স কর, ছাচে ঢালাই করা, কামার ও রাজমিস্ত্রীর কাজ, গুপ্তপ্রাচীর বা সাইনবোর্ড চিত্র করা, প্লম্বর ও বৈদ্যুত-তারের কাজ করা প্রভৃতি শিখাইয়৷ কোন লাভজনক কাজের উপযুক্ত করিয়া দেওয়া। কোনু দোকান শিক্ষানবিশ করিয়া যাহা শিক্ষা করা যায়, এই বিদ্যালয়ে সেই সময়ের মধ্যে তদপেক্ষা উন্নত প্রণালীতে অধিকতর শিক্ষা দেওয়া क्लग्न |