পাতা:প্রবাসী (সপ্তম ভাগ, দ্বিতীয়াংশ).djvu/২২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১০ম সংখ্যা । ] এমন সময় মহিম ছাতে আসিয়া ছাপাষ্টতে লাগিলেন-- লিন —“মানুষের যখন ডান নেই তখন এষ্ট তেতলা বাড়ি তৈরি করা কেন ? ডাঙার মান্য হয়ে আকাশে বাস করবার চেষ্টা করলে দেবতার সয় না। বিনয়ের কাছে গিয়েছিলে ?” 彝 গোরা তাহার স্পষ্ট উত্তর না করিয়া কহিল - “লিনয়ের সঙ্গে শশিমর্থীর বিয়ে হতে পারবে না।” মহিম। কেন বিনয়ের মত নেক্ট না কি ? গেীর । আমার মত নেষ্ট । মহিম হাত উলটাঠয়া কহিলেন---“বেশ ! এ আবার একটা নতুন ফ্যাসাদ দেখ চি ! তোমার মত নেই । কারণটা কি শুনি ?” গোরা । পরে রাখা শক্ত হলে । বিবাহ চলবে না । মহিম । ঢের ঢের ঠিয়োনি দেখেছি কিন্তু এমনটি তার কোথাও দেখ লম না। কাশী ভাটপাড়া ছাড়িয়ে গেলে ! তুলি যে দেখি ভবিষ্যৎ দেগে বিধান দাও। কোন দিন বলবে স্বপ্নে দেখ লম খৃষ্টান হয়েছ, গোবর পেয়ে জাতে উঠতে হবে। অনেক বকালকির পর মন্তিম কহিলেন-—“মেয়েকে ত মুর্গর তাতে দিতে পারিনে ! যে ছেলে লেখাপড়া শিপেছে যার বুদ্ধিশুদ্ধি আছে সে ছেলে মাঝে মাঝে শান্স ডিঙিয়ে চলবেষ্ট ! সে জন্যে তাঁর সঙ্গে তর্ক কর তাকে গাল দাও— কিন্তু তার বিয়ে বন্ধ করে মাঝে থেকে আমার মেয়েটাকে শাস্তি দাও কেন ! তোমাদের সমস্তই উল্টে বিচার !" মহিম নীচে আসিয়া আনন্দময়ীকে কঠিলেন– “ম, তোমার গোরাকে তুমি ঠেকাও !” আনন্দময়ী উদ্বিগ্ন হইয়া জিজ্ঞাসা হয়েছে ?” 源 মহিম । শশিমৃগীর সঙ্গে বিনয়ের বিলাত আমি একরকম পাকা করেই এনেছিলুম। গোরাকেও কাল রাজি কলেছিলুম, ইতিমধ্যে একরাত্রেই গোরা স্পষ্ট বুঝতে পেরেচে বে বিনয় যথেষ্ট পরিমাণে হিন্ত নয়- মনু পরাশরের সঙ্গে তার মতের একটু আধটু অনৈক্য হয়ে থাকে। তাই গোর পেকে দাড়িয়েছে- গৈার বাকুলে কেমন বাকে সে ত জুনেই। আমি বেশ বুঝেচি বিনয়কে আমাদের সমাজে এর সঙ্গে আমাদের ঘরের মেয়ের করিলেন—“কি গোর । سد - ** ه-تی-۰"" می عی هد. هه ۹ مه های -- రిన কলিযুগের জনক যদি পণ করতেন যে সাক/গারকে সোজ৷ করলে তবে সীতা দেব তবে শীরামচন্দ্র হার মেনে যেতেন এ আমি বাজি রেখে বলতে পারি। মন্ত পরাশরের নীচেষ্ট পৃথিবীর মধ্যে সে একমাত্র তোমাকেই মানে। এখন তুমি যদি গতি করে দাও ত মেয়েটা তরে ধরণ খঙ্গমন পাত্র গজলে পাওয়া যাবে না। এই বলিয়া, গোরার সঙ্গে আজ ছাতে যা কথাবার্তা হইয়াছে মহিম তাত সমস্ত বিরত করিয়া কছিলেন । লিনদেন । সঙ্গে গোরার একটা বিরোধ যে ঘনাইয়া উঠিতেছে ইহা বুঝিতে পারিয়া আনন্দময়ীর মন অত্যন্ত উদ্বিগ্ন হষ্টয়া উঠিল। আনন্দময়ী উপরে আসিয়া দেগিলেন গোর ছাতে বেড়ানো বন্ধ করিয়া ঘরে একটা চৌকির উপর বসিয়া আর একটা চেকিতে পা তুলিয়া দিয়া বই পড়িতেছে । আনন্দময়ী তাঙ্গার কাছে একটা চৌকি টানিয়া লইয়া বসিলেন । গোর সামনের চৌকি তইতে পা নামাইয়া খাড়া হইয়া বসিয়া আনন্দময়ীর মুগের দিকে চাহিল । আনন্দময়ী কষ্টিলেন --“বাবা গোরা, আমার একটি কথা রাগিস বিনয়ের সঙ্গে ঝগড়া করিসনে। আমার কাছে তোরা জেনে দুটি ভাই তোদের মধ্যে বিচ্ছেদ ঘটলে আমি সক্টতে পারব না।” গোধা কঠিল “মা, কুমি,মনে কোরো না, বন্ধুব সঙ্গে বিচ্ছেদ ঘটাবার জঙ্গে আমি ব্যস্ত হয়ে আছি । কিন্তু বন্ধু যদি বন্ধন কাটতে চায় তবে তার পিছনে ছুটোছুটি করে আমি সময় নষ্ট করতে পারব না । আমার যে অনেক কাজ আছে ।” আনন্দময়ী কঠিলেন-—“বাপা, আমি জানিলে তোমাদের মধ্যে কি হয়েচে কিন্তু বিনয় তোমার বন্ধন কাটাতে চাচ্চে একথা যদি বিশ্বাস কর তবে তোমার বন্ধুত্বের জোর কোথায় ?” গোরা । মা, আমি সোজা চলতে ভালবাসি, যাব। হৃদিক রাতে চায় আমার সঙ্গে তাদের বলবে না । নৌকায় প দেওয়া সার স্বভাব আমার নৌকো থেকে তাকে প৷ সরান্তে ভবে- এতে আমারই কষ্ট হোক আর তারই কষ্ট হোক । &یو আনন্দময়ী। তাই যদি তোমার পণ হয় অত ব্যস্ত হও