পাতা:প্রবাসী (সপ্তম ভাগ, দ্বিতীয়াংশ).djvu/২২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১০ম সংখ্যা । ] অপূৰ্ব্ব মোহন সাজে সেজেছ যে দিন, প্রতপ্ত কাঞ্চন তুনু, জ্যোতির মুকুট বিভূষিত শিরোদেশ, শত ইন্দ্ৰধনুসম বাস শোভে অঙ্গে, বিমোহিত চিতে, প্রেমিক যেমতি চাহে প্রেমাম্পদ পানে, অনিমেষ আঁখি, আমি দেখেছি তোমারে । আবার যে দিন, ঘোর বরষা-নিশীথে, সুচীভেদ্য অন্ধকারে আবরিয়া তনু, বজের ঘর্ঘর নাদে করেছ হুঙ্কার, হানিয়া ভ্ৰকুট ভীম চপলার ছলে, উৎপাটিয়া তরুরাজী নিশ্বাসপবনে, দেখায়েছ রুদ্র বেশ ; সে দিন কাতরে পড়েছি লুটায়ে তব বক্ষের উপর, কহিয়াছি করযোড়ে, “ক্ষম, গুরুদেব, সম্বর এ রুদ্র মূৰ্ত্তি।" তুষার নিবার, চূৰ্ণ করি গিরিশৃঙ্গ, প্লাবি তটভূমি, ভাসায়ে পাষাণস্ত,প, ছুটেছে যে দিন, পরম্পর আঘাতনে শিলাখণ্ড যত ধাইয়াছে কড় কড়; তব লীলা ভাবি নিৰ্ভীক অস্তরে আমি এই বক্ষ মম পাতিয়াছি পুরোভাগে। দংশিয়াছে কাট, বৃশ্চিক দংষ্ট্রায় তীক্ষ ভেদিয়াছে ত্বক, সহিয়াছি অকাতরে। যা দিয়াছ তুমি, তিক্ত ফল, মুল, কটু, কষায় সলিল, ভুঞ্জিয়াছি সুধা সম । কি করিব আর ? নহ পরিতুষ্ট যদি, শিখাও আমারে সেবাধৰ্ম্ম, গুরু তুমি, শিখাও আমারে। ( পুনৰ্ব্বার কিয়ৎক্ষণ নিস্তব্ধ থাকিয় ) তবে কি পাষাণ তুমি ? এ স্থাবর দেহে নাহি আত্মা ? বৃথা মোর সেবা, আরাধনা, নিষ্ফল প্রয়াস শুধু ? না না, কতু নয় ; আত্মাময় এ ব্ৰহ্মাও, প্রতি রেণু মাঝে, প্রতি জলকণে, দেব বিশ্বাত্মা আপনি রছেছেন বিরাজিত। নহে তবে কন্তু বিধির এ.মহাস্থষ্টি সংজ্ঞা-আত্মা-হীন। তপস্বী । হিমাচল । তপস্বী। হিমাচল । তপস্বী। হিমাচল । তপস্বী। -.5° SAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAAAS হিমাচলের উপদেশ । - 6.84 সাধিব আবার তপ । দেখ, গুরুদেব, ' অবসন্ন তনু মম, অস্থি-চৰ্ম্ম-শেষ, নাহি মেদ, নাহি মাংস ; তথাপি যদ্যপি পরিতুষ্ট নহ তুমি, শেষ উপহার দিব আজি, আছে প্রাণ, হানিতেহি-খুল; লও প্রাণ ; ( বক্ষে ত্রিশূল প্রহারোস্তম) কিন্তু এ কি ! গিরিগুহ হ’তে সজল জলদ-নাদে কে বলিল আই “তিষ্ঠ, বৎস” ! ভ্রান্তি মম ? স্বপ্নমুগ্ধ আমি ? না, না, সত্য ! নহে ভ্ৰম! কে আসিছে আই? (আকাশে মধুর বাস্তধবনি, মূৰ্ত্তিমান হিমাচলের প্রবেশ । ) কি সুন্দর, স্থপ্রশাস্ত, গম্ভীর মুৱতি । তুষার-কিরীট শিরে; শুল জটাজাল পড়িয়াছে বিলম্বিত, বাহু, পৃষ্ঠ “পরে ; শাল সমুন্নত দেহ; কণ্ঠে পুষ্পদাম ; গৈরিক বসন অঙ্গে। এই বটে মম গুরুদেব হিমাচল ; করি প্রণিপাত। কে তুমি তাপস ? কেন ত্রিশূল আঘাতে চাহ আত্মবিনাশিতে ?.জান না কি তুমি পবিত্র এ দেবভূমি ? জান না কি তুমি অনন্ত নরক ভুঞ্জে আত্মঘাতী জন ? জানি, প্রভো ! কিন্তু এই সুদীর্ঘ জীবন বহিতেছি যে নরক হৃদয় মাঝারে, দণ্ডে, দণ্ডে, পলে, পলে, যে তীব্র দহন করিতেছে ভস্ম বক্ষ, নরক-অনল, গুরুদেব, তার হ’তে নহে ভয়ঙ্কর। হে মানব, কহ মোরে, মহাপাপে কোন (ও) হয়েছে কি কলঙ্কিত জীবন তোমার ? না, না, গুরুদেব, মোর পড়ে না স্মরণে জ্ঞান-কৃত মহাপাপ করিয়াছি কোন (ও)। বঞ্চিত কি প্রেমে তুমি ? নিরাশ প্রণয়ে মুখহীন, শান্তিহীন জীবন কি তব ? আছে প্রিয়া পত্নী মম; চিন্তা, ধ্যান তার