পাতা:প্রবাসী (সপ্তম ভাগ, দ্বিতীয়াংশ).djvu/২৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১০ম সংখ্যা । ] কর্মচারিগণ রাজ বাড়ীতে মূল্যবান উপঢৌকন প্রেরণ করিয়া থাকেন নানা প্রদেশ হষ্টতে সন্ত্রাস্ত অভিজাতগণ পেকিন, মাঞ্চুরিয়া ও মংগোলিয়া হইতে রাজকুমারগণ আসিয়া উপস্থিত হইয়া থাকেন। দলে দলে রাজকুমারীগণ পুর মধ্যে প্রত্যহ আসিয়া জমা ইষ্টতে থাকেন। রাজপুরীর নাট্যমঞ্চ প্রায় ১১ ফুট উচ্চ এবং রাজকীয় নাট্যদর্শনমন্দিরট ঐ নাট্যমঞ্চের প্রায় সমোচ্চভাবে নিয়িত । নাট্যমঞ্চের ষ্টেজ ঘরটীর তিনদিক মুক্ত । অভিনেতাগণ কক্ষের বামদিক দিয়া প্রবেশ করিয়া অভিনয় সম্পন্ন হইলে দক্ষিণদিক দিয়া প্রস্থান করিয়া থাকে। এদেশে নাট্যশালায় অভিনেত্রী নাই। রমণীগণের নাট্যাংশ রমণীবেশধারী পুরুষগণ কর্তৃক সম্পন্ন হঠয়া থাকে। জন্মোৎসবের দিনে রাজবাটী লাল, নীল, সবুজ ও পীতবর্ণের শিলিকায় পূর্ণ শুষ্টয়া যায়, কারণ র্যাঙ্গর যেমন পদমর্য্যাদা তিনি সেই বর্ণের শিরিকায় আরোহণ করিতে পারেন উচ্চশ্রেণীর পোজাগণ জোড়া নাগের আকৃতি ও জড়ির কার্য্য যুক্ত, সার্টিনের পোষাক পরিপান করিয়া যথাস্তানে অপেক্ষা করিতে থাকে । নিম্নশ্রেণী খোজাগণের পোষাক অপেক্ষাকৃত নিরুষ্ট ধরণের ੀ থাকে । জন্মদিনে সমাট সৰ্ব্বপ্রথমে ভূমিষ্ঠ হইয়া রাজমাতাকে প্রণাম করার পর, নবীন সমাজ্ঞীগণ ও অন্তান্ত মহিলাগণ স্থ ক্রমে সম্রাটকে প্রণাম করিয়া থাকেন। অতঃপর সম্রাট রাজমাতার সঙ্গে দরবারগুছে গমন করিয়া থাকেন। সম্রাট সচরাচর সামান্ত ধরণের পরিচ্ছদ পরিধান করিলেও জন্মদিন উপলক্ষে তিনি জঁাকাল পোষাক পরিয়া থাকেন। স্বর্ণখচিত পীতবর্ণের পটবস্ত্রের জোববী পরিধান করিয়া মূল্যবান জেডপ্রস্তরখচিত কোমরবন্ধ দ্বারা তাহার সরু কোমরট র্যাধিয়া রাখেন। এই দিনে রাজকীয় সৰ্ব্বশ্লেষ্ট মণি তাহার মুকুটে শোভা পাইয়া থাকে এই মুকুটের চূড়া ( Button ) দ্বারা মাণ্ডারিণগণের পদমর্য্যাদা নির্ণীত হইয়া থাকে । সমাটের জন্মোৎসব উপলক্ষে রাজমাতা অন্তান্ত দিনে যেমন গঁকাল পোষাক পরিধান করিয়া থাকেন, সে দিন তাদৃশ নহে । অদ্য তিনি অতি সাদা সিদে ধরণের পরিচ্ছদ পরিয়া থাকেন। ইহার কারণ বুঝা যায় না। তবে কেহ কেহ অনুমান করেন যে এই দিনে সমাট ও নবীন সম্রাজ্ঞীর প্রতি চীনসম্রাটের জন্মদিনের উৎসব। দরবারগৃহ পরিত্যাগ করেন । dag লোকের অধিক দৃষ্টি আকর্ষণ করাষ্ট নাকি তাহার প্রধান উল্পেশু । রাজপরীতে বিবাহিত মহিলাগণের পরিচ্ছদ গাঢ় বর্ণের সাটিন দ্বারা প্রস্থত বিধবাগণের পরিচ্ছদ নীল বর্ণের এবং কুমারীগণের পরিচ্ছদ উজ্জল লালবর্ণের পটবঙ্গ নিৰ্ম্মিত । সমাটের পাটরাণীর পীতবর্ণের এবং দ্বিতীয়া রাণীর কমলা লেবুর ( orange colour ) বর্ণের পরিচ্ছদ পরিধান করিবার রীতি । ইহঁাদের সকলের পরিচ্ছদই স্বর্ণখচিত জড়ির কার্য ও জোড়া নাগমুক্টিবিশিষ্ট । নবীন সমাজ্ঞীর পরিচ্ছদ নানা রত্নমণ্ডিত । তাহার শিরভূষণ বহু মূল্যবান মণি মুক্ত খচিত । তাহার শিরভূষণ হইতে মুক্তার ঝালর সকল স্কন্ধদেশ ও কপোলদেশ ছাইয়া পড়ে । ইহা ব্যতীত নানা কত্রিম ও স্বাভাবিক পুষ্প তাঙ্গতে শোভা পাইয়া থাকে। তিনি গলায় এক ছড়া মূল্যবান মুক্তার মালা পরিয়া থাকেন। রাজপুরীতে নানা প্রকার বাদ্য বাজিতে আরম্ভ* হইলে সমাট ও রাজমাতা দরবারগুহে প্রবেশ করেন। তখন ক্রমে ক্রমে দরবার গৃহে রাজকুমারগণ, উচ্চ রাজপুরুষগণ, ও মঙ্গমান্য অভিজাতবর্গ একে একে অবনতমস্তক পূৰ্ব্বক অভিবাদন করিয়া সমাটের জন্মদিনের শুভকামনা জ্ঞাপন করিয়া থাকেন । অপেক্ষাকৃত নিয়শ্রেণীর রাজকৰ্ম্মচারিগণ- র্যাঙ্গদের দরবারগৃহে পুবেশের অধিকার নাই—, দূরস্থ আঙ্গিনা হইতে “স্বর্গের সস্তান”কে (Son of Heaven) অভিবাদন করিয়া শুভকামনা করিয়া থাকেন । অন্যান্ত দিবস রাজকাৰ্য্য সম্পন্ন করিবার সময় সমাট রাজমতির পাশ্বে অপেক্ষাকত নিমাসনে উপবিষ্ট হইয় থাকেন, কিন্তু আজ তিনি পূৰ্ব্বপুরুষগণের প্রাচীন সিংহাসনে উপবেশন করিয়া থাকেন । এই সকল আগন্তুক অভিজাতবর্গ সম্রাটকে যথেষ্ট মূল্যবান উপহার প্রদান করিয়া থাকেন। জেডপ্রস্তরনিৰ্ম্মিত একপ্রকার উপহার প্রদত্ত হইয়া থাকে, তাহাকে “রাষ্টয়ে” কহে । এক একজন ভদ্রলোক অবনত হইয় প্রণাম করিয়া সম্রাটের হস্তে এক একটা উপহার দিয়া থাকেন । সমাট তাহ খোজার হাতে দেন এবং খোজা তাহা শ্রেণীবদ্ধ ভাবে মেজের উপর সজ্জিত করিয়া রাখে। সমস্ত অভিজাতবর্গের অভিবাদনকাৰ্য্য সম্পন্ন হইলে তাহারা এবং শেষে রাজপুরীর