পাতা:প্রবাসী (সপ্তম ভাগ, দ্বিতীয়াংশ).djvu/৩০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বপ্রসন্ন মুখে তুমি মোরে দেও হে বিদায় । মাধবী। (নতু মুখে) সঙ্গে করে’ নেবে মোরে –আমি বড় একা । অরবিন্দ। ফিরে’ আসি, পুনঃ হ’বে দেখা । গৃহে মোর মূৰ্ত্তীমতী দেবী দিদি তো আছেন ; সদা সেবি’ র্তা’র পদ, দিও গো কাটা’য়ে জীবন তোমার। পড়ি’পায়ে,-— ফেলিয়া যেওনা মোরে। প্রভু, আমি ( অঞ্চলাগে চক্ষু আবৃত করিলেন। ) অরবিন্দ। (স্বগত) এত অবহেলা, তবু— তবুও কি চাহে মোরে ! হেন অযাচিত ব্যাকুলতা ! —কেন ? ( প্রকাশ্বে ) মাধবী, যাইব বহুদূর দেশাস্তরে মোরা। অন্তঃপুরনিবাসিনী তুমি, সেই শ্রম সহিবে না তব । মনোরম তোমার এ উদ্যান-মাঝারে স্বরোপিত তক—বারিধারে করিও নিষিক্ত নিত্য ভোরে, বিহগের কল-গীতে । মাধবী। (পদ-মূলে পড়িয়া মোরে

  • ভালো নাহি লাগে বুঝি নাথ ?

বল—বল—কোন অপরাধ মাধবী । করিয়াছে দাসী ! অরবিন্দ। (বক্ষে হাত দিয়া)—ভগবান ! মাধবী। ক্ষমা কর । অরবিন্ধু। আমি যে পাষাণ ! কি বুঝিব-আমি রে কল্যাণি, ও হৃদয় তব ! নাহি জানি— মহত্ত্বের শীর্ষ দেশে কোথা বসে আছ তুমি ! পঙ্কিলতাপূর্ণ, ঘৃণ্য আমি,--নাহি পারি চিনিতে তোমারে। ওরে নারি, ওরে প্রেমময়ি, আজি মোর তব তরে কই – এ অন্তর এখনো তো বিদীর্ণ হ’ল না ! হে সুন্দরি, দিব কি সাম্বন আমি আর আত্ম-বিস্মরিয়ে আর তুমি ফেলিও না প্রিয়ে, মাধবী। অরবিন্দ । মাধবী । হেন ভাবে প্রণয়শ্রেীরাশি অবিরাম । পদাশ্রিতা দাসী ;– ঠেলিও না তা’রে প্রভু ! আমি নিতান্ত অযোগ্য তল । (বাম্পাকুল কণ্ঠে) —স্বামি ! অরবিন্দ । (স্বগত) একি—একি—কেনরে এমন মাধবী। অরবিন্দ । উঠিছেরে ভরিয়া নয়ন ! এত প্রেমে এ জগতে আছে ! এই স্বার্থভরা বিশ্বমাঝে এ দৃশ্যও লুকায়ে ছিলরে – এ তো ভাবি নাই কৰ্ভু ! ওরে নারি, এই জগতী-ভিতরে কি সুন্দর—ওরে কি সুন্দর ਢੂੰਢੇ ! কিন্তু, একি ছৰ্বলতা হৃদয়ে আমার! আজি কোথা— কোথা সেই সঙ্কল্প কঠোর ! কষ্ট ?—আর কেবা আছে মোর প্রণয়িনী ?—অমিয়া, অমিয়া, ত’ব তরে দহিয়া দহিয়া মরিতেছি পলে পলে । হায়-- কতকাল আর এ ধরায় বাচিতে হইবে নাহি জানি ! (প্রকাশ্যে) হে মাধবী, অনুরোধ-বাণী— শোন মোর—এ হৃদয়জালা . ভূলিবারে যে’তে চাহি, বালা, দূর-দেশে কিছুকাল তরে। বিদায় কল্যাণি । পুনঃ ফিরে” আসিব তো তব এ কুটীরে হে সরলে । (কম্পিত স্বরে) তব এ দাসীরে রেখে মনে। প্রণমি হে নাথ, রাজীব চরণে। (পদ-প্রান্তে প্রণত হইলেন ।) আশীৰ্ব্বাদ করি, হও সুখী, হও দেবী-সম,— পুণ্যে প্রেমে চির-মনোরম। [ ক্রমশঃ ·