পাতা:প্রবাসী (সপ্তম ভাগ, দ্বিতীয়াংশ).djvu/৩৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

“ সত্যম শিবম সুন্দরম।” “ নায়মাত্মা বলহীনেন লভ্যঃ । ” ৭ম ভাগ। } ভূত নামানে । পাঠক মহাশয়, আপনি কখনও ভূত নামাইয়াছেন ? সে অতি.আশ্চৰ্য্য ব্যাপার। আমি কিরূপে প্রথমে ভূত নামাইয়াছিলাম সে ইতিহাস বলি শুকুন। সে আজ সতেরো বৎসরের কথা । কলেজে পড়িতাম, পরীক্ষার পর গ্রীষ্মাবকাশে বাড়ী গিয়াছিলাম। আমরা পশ্চিমেই থাকিতাম, সুতরাং গ্রামে অপেক্ষাকৃত অপরিচিত। গ্রামের নিষ্কৰ্ম্ম যুবকগণের সeিত শীঘ্রই আলাপ পরিচয় হইল। তাহদের নিকট শুনিলাম, সম্প্রতি তাহারা ভূত নামাইতে মুরু করিয়াছে। জিজ্ঞাসা করিলাম—“কি রকম ?” তাহারা বলিল-—“একটা ত্রিপাদ টেবিলে, হাতে হাত মিলাইয়া সকলে বসিতে হয়, কিছুক্ষণ পরে তাহাতে প্রেতাত্মার আবির্ভাব হয়। প্রশ্ন করিলে, টেবিলের পায়৷ ঠক ঠক করিয়া উত্তর দেয়।” টেবিলে হাত রাখিয়া ভূত নামাইবার কথা পূৰ্ব্বে শুনিয়াছিলাম, যদিও স্বচক্ষে কখনও দেখি নাই। একটু কৌতুহল হইল। ,বলিলাম--“দেখাইতে পার ?” “নিশ্চয়।” - 變 চৈত্র. ১৩১৪ । ` | ১২শ সংখ্যা - একদিন দ্বিপ্রহরে আহারাদির পর ভূত নামাইতে যাওয়া গেল। গ্রামে একটি মাইনর ইস্কুল ছিল,—গ্রীষ্মের ছুটিতে তখন বন্ধ । সেই ইস্কুল ঘরেই বন্দোবস্ত হইল। একটি ক্ষুদ্র টেবিল আনা হইল তাহার উপরি ভাগটি গোল, ( চতুষ্কোণ হইলে ও ক্ষতি নাই ) চৌড়ায় এক হাতের অধিক হইবে না । টেবিল থানির মধ্যদেশ হইতে একটিমাত্র মোট পায় নামিয়াছে। সেই পায়াটি ভূমিতে পৌছিবার আধহাত পূৰ্ব্বে, তিনটি শাখায় বিভক্ত হইয়া নামিয়াছে। সাধারণ গৃহস্থের বাড়ী ল্যাম্প অথবা ক্ষুদ্র দ্রব্যাদি রাখিবার জন্ত যে তে-পায় টেবিল দেখা যায়, তাহাই। টেবিল আসিলে, ঘরের দুয়ার জানাল বন্ধ করিয়া, আমরা তিন চারিজন টেবিল খানিকে ঘিরিয়া চেয়ারে বা টুলে বসিলাম। বামহস্তের বৃদ্ধাঙ্গুলির উপর দক্ষিণ হস্তের বৃদ্ধাঙ্গুলিটি আড়ভাবে (crosswise) স্থাপন করিয়া, সকলে টেবিলে হাত রাখিলাম। যিনি আমার বামে তাহার দক্ষিণ হস্তটি আমার বামহস্তের উপর ; যিনি আমার দক্ষিণে, . আমার দক্ষিণ হস্ত র্তাহার বাম হস্তের উপর --এইরূপ ভাবে সকলেরই হস্ত স্থাপিত। কেবল করতল মাত্র টেবিলে সংলগ্ন, কঞ্জী হইতে হস্তের উৰ্দ্ধভাগ উঠানে রহিল। বসা হইলে, আমরা চক্ষু মুদিত করিয়া, স্বচ্ছানুসারে