পাতা:প্রবাসী (সপ্তম ভাগ, দ্বিতীয়াংশ).djvu/৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭ম সংখ্যা । ] “সেকালে আমাদের দেশে মুনিদের মত এক হ’ত না, একালে বিচারাসনে অধিষ্ঠিত জজেদের মত এক হয় না। গ্রন্থকারদেরও মত বিভিন্ন প্রকারের। কুলি’ বলিতেছেন—” “আমি নজীর চাইনি, আর তোমার কুলি’ আর স্ট্রীটু’ আর 'পমেরয়’ কি বলেছে তাও জানতে চাহিনি। জানি পাঁচ গওঁ বইয়েতে যদি পঞ্চাশ রকমু না লেখে ত বইগুলা অত মোটাই বা"য় কি করে। আমি তোমার মত চাই— তুমি কি মনে কর ?” ভাবিলাম স্বামীর মহৰ স্ত্রী ব্যতীত আর কে বুঝিবে ? নে একটু অহঙ্কারও হইল। বলিলাম, “আমার মত জষ্টিস গ্রের সহিত এক,-তোমার ঐ মুখখানি কখনও হোটেলের দয়ালে পানের দোকানে টাঙ্গাবার জন্ত সৃষ্ট হয়নি। যে মুখের snapshot নেয় সে চোর। আবার ‘ফী’ পাইলাম, এটা সুক্রান । শ্ৰীসতীশচন্দ্র বন্দ্যোপাধ্যায়।

      • " همه هه * "لاهو. يهم يو

উকীলের বৃদ্ধি। 輸 প্রথম পরিচ্ছেদ । বোধচন্দ্র হালদার আজ চারি বৎসর যাবৎ ওকালতী রিতেছেন, কিন্তু এখনও তাদৃশ সুবিধা করিয়া উঠিতে রেন নাই। তিনি যখন আইন পরীক্ষায় উত্তীর্ণ হইয়ালেন তখন সকলেই একবাক্যে বলিয়াছিল—লোকটা ভারি সাক চতুর,—উহার পশার হইতে অধিক বিলম্ব হইবে না। স্তু হায়, তাহদের ভবিষ্যদ্বাণী নিষ্ফল হইয়াছে ! বাস্তবিক, ষ্ঠাবুদ্ধির অভাবে যে সুবোধ বাবুর পশার হয় নাই—এমন বলা যায় না। বিশ্ববিদ্যালয়ের উপাধিধারী যুবক,— ঠার ছাপও তাহার নামের পশ্চাতেই মুদ্রাঙ্কিত। বুদ্ধিও হার অনন্তসাধারণ ছিল। পাস করিয়া তিনি দিনাজসাহী লায় গিয়া বসিবেন স্থির করিলেন। শুনিয়াছিলেন, ধীনে কাৰ্যকৰ্ম্মও যথেষ্ট—এবং ‘বারও তেমন ইং’ নহে। করিবার পূৰ্ব্বে, ভবানীপুরে তাহার এক স্বগ্রামের েৈলর সঙ্গে সাক্ষাৎ করিতে যান। তাহার হাতে একটি বা ছিল। উকীল বাবুর সঙ্গে প্রথম শিষ্টাচারের

        • ...*****...*****...**

8०१

            • ۶ هجهه چ*************************«هینه ** *** **۔ ۰۰**********» همه مهدیه میه، یه ۰.۰۰

বলিলেন—“আপনার কাছে আস্থার একটি প্রার্থনা আছে।” 意 u উকীল বাবু বলিলেন—“ব্যাপার কি ?” - আঞ্জে, আপনার জন্তে কিঞ্চিৎ উপহারু এনেছি, আপনাকে গ্রহণ করতে হবে ।” উকীল বাবু কিছু কৌতুহলাক্রান্ত হইলেন। জিজ্ঞাসা করিলেন—“কি উপহার এনেছ হে ?” । স্ববোধ তখন ধীরে ধীরে ব্যাগটি খুলিলেন। তাহার ভিতর হইতে বাহির হইল—একটি চকচকে নূতন আলপাকার চাপকান এবং একটি ঝকঝকে নুতন শামলা। জিনিষ দুইটি বাহির করিয়া স্থবোধ বলিলেন—“এই গুলি অনুগ্রহ করে আপনাকে নিতে হবে।” উকীল বাবু সুবোধের এই অপ্রত্যাশিত প্রস্তাবে কিছু বিস্মিত হইয়া বলিলেন—“ত এ মন্দ নয়, কিন্তু মানেটা কি ?” স্থবোধ অত্যন্ত বিনয়ের সহিত বলিলেন—“মানে আছে।” “কি বল দিকিন ?” “এ দুটি আপনি নিয়ে—আপনার পুরাণে চাপকান আর শামলাটি আমায় অনুগ্রহ করে দিন।” এতক্ষণে উকীল বাবু অন্ধকারে যেন আলোক দেখিতে পাইলেন। হে হে করিয়া হাসিয়া বলিলেন—“বেশ বেশ– বুদ্ধি করেছ ভাল।” 驗 সুবোধ বলিলেন—“আজ্ঞে, যাচ্চি নতুন জায়গায় ওকালতী করতে। একে আনকোরা নতুন উকীল,—তার উপর যদি নতুন শামলা আর চাপকান দেখে, তা হলে কি মৰুেল আর কাছে ঘেঁসবে ?” উকীল বাবু বলিলেন—“দেখ হে—আমি বলে দিচ্চি— তুমি শীগগিরই পশার করে তুলতে পারবে। তুমিই বারের উপযুক্ত লোক।” - এইরূপে পুরাতন চাপকান ও শামলা সংগৃহীত হইল । নিজ নবীনত্ব ভাল করিয়া ঢাকিবার প্রয়াসে, স্থবোধচন্দ্র কবিরাজী দোকান হইতে এক শিশি পাকতৈল কিনির আনিয়াছিলেন, ইচ্ছা ছিল মাথায় মাখিয়া সম্মুখের চুলের কিয়দংশ শুভ্র করিয়া ফেলিবেন । কিন্তু একটা দুৰ্ব্বলতার মুহূর্তে স্ত্রীর নিকট কথাটা স্বাস করিয়া ফেলিয়াছিলেন। পরদিন শুনিলেন বিড়ালে শিশিট টেবিলের উপর হইতে