পাতা:প্রবাসী (সপ্তম ভাগ, দ্বিতীয়াংশ).djvu/৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

t প্রবাসী । # به 8 ی.sه*”ه..»*۳۶ه...خ۴*ه،...ه**ه ر,,ي*** ميايي هه -۰ কেমন করিয়া ফেলিঙ্ক দিয়াছে, শিশি ভাঙ্গিয়া তেলটুকু নষ্ট হইয়া গিয়াছে । 叠 কিন্তু দিন কাল কি ভয়ানকই পড়িল। যে এত বুদ্ধি ধরে, সেও চারি বৎসর ধরিয়া দিনাজসাহীর বার লাইব্রেরীতে যাতায়াত করিয়া মস্কেল জুটাটতে পারিল না! o সুবোধচন্দ্রের বাসাটি সদর রাস্তার ধারেক্ট। ক্ষুদ্র দ্বিতল গৃহখানি–রাস্তার উপর একটি ফটক আছে—তাহার পর সামান্ত একটু কম্পাউণ্ড-তাহার পর গৃহের বারান্দা । বাড়ীটির ভাড়া মাসে ২০ করিয়া—কিন্তু তিন চারি মাস ভাড়া বাকী পড়িয়া গিয়াছে ! যে মুদীর দোকান হইতে চাউল প্রভৃতি আসে—তাহারও শ' খানেক টাকা ধার। বাড়ীওয়ালা ও মুদী সুবোধ বাবুকে বিষম বিরক্ত করিতে আরম্ভ করিয়াছে। দিনাজসাহীতে আসিয়া তাহার ধনরত্ন উপার্জন না হউক, তিনি দুইটি কন্সারত্ন উপাৰ্জ্জন করিতে সক্ষম হইয়াছেন। আর উপার্জন করিয়াছেন একটি বন্ধুরত্ন-জগৎপ্রসন্ন বাবু। জগৎ বাবুর সঙ্গে তাহার বিশেষ বন্ধুতা । জগৎ বাবুও একজন নব্য উকীল, তবে তাহার অবস্থা সুবোধচন্দ্রের মত শোচনীয় নহে। তাহার পিত স্থানীয় উকীল ছিলেন । পিতার মৃত্যুর পর, পুরাতন মক্কেলের মধ্যে কেহ কেহ তাহার পুত্রকে পরিত্যাগ করে নাই। দ্বিতীয় পরিচ্ছেদ । শীতের প্রভাত । আফিসে বসিয়া, চিনি অভাবে গুড় দিয়া সুবোধ বাবু চা পান করিতেছিলেন। স্বদেশীর কল্যাণে এখন আর তাহাতে র্তাহার লজ্জা নাই। গর্বের সহিত লোককে বলিয়া থাকেন—“দোকানদার বেটাদের বিশ্বাস নেই মশায় । দেশী চিনি বলে যা দেয় তা জাভার চিনি । লোকে মনে করে হলদে চিনি হলেই দেশ হয়, শাদ দানাদার চিনিই কেবল বিদেশী । কিন্তু তা মহা ভুল। জাভা, মরিশন্স প্রভৃতি দেশ থেকে রাশি রাশি হলদে চিনি আমদানি হচ্চে। তার চেয়ে মশায় আমি গুড়ই নিরাপদ মনে করি।” স্থবোধ বাবুর চা পান শেষ হইয়া গেল। পেয়াল লইয়া যাইবার জন্ত বিকে ডাকাডাকি করিলেন কিন্তু সাড়া পাইলেন না । তখন অগত্যা নিজেই পেয়ালা বাড়ীর মধ্যে লইয়া গেলেন। স্ত্রীর নিকট শুনিলেন-আজ কি বাকী বেতনের জন্য মহা গণ্ডগোল করিয়া, রাগ করিয়া চলিয়া [१म छात्र। AASAASAASAASAASAASAAAS গিয়াছে। বলিয়াছে নালিস করিয়া টাকা আদায় করিয়া লইবে । 總 একটি দীর্ঘনিশ্বাস পরিত্যাগ করিয়া, নিজ হন্তে এক ছিলিম তামাক সাজিয়া, সুবোধচন্দ্র বাহির হইয়া আসিলেন। কলেজে পাঠকালে, জন্তান্ত ইয়ং বেঙ্গলের ছায়, তিনিও ধূমপান করিতেন না। বারে আসিয়া দেপিলেন, বিজ্ঞ উকীলগণ সকলেই ধূমপান করিয়া থাকেন ; অল্প বিস্তর ‘ইত্যাদিও পান করেন। কেবল নব্য উকীলগণই সৰ্ব্বপ্রকার পানবিমুখ। দেখিয়া, অবিলম্বে স্থবোধ বাৰু দুই টাকা মূল্যের এক গড়গড় কিনিয়া ফেলিলেন। আট আনার একসের তামাকে তাহার পনেরো দিন চলিতে লাগিল। খবর লইয়া জানিলেন, ইত্যাদি’র দাম অনেক— তিন টাকার কম এক বোতল পাওয়া যায় না। সুতরাং ইত্যাদি করিতে ক্ষাস্ত রহিলেন। মাসে এক টাকার তামাক পোড়াইয়াও যখন পশার হইল না, তখন স্থবোধ বাবু একদিন রাগ করিয়া তামাক পরিত্যাগ করিয়াছিলেন । কিন্তু দুই দিন যাইতে না যাইতেই আবার ধরিতে হইল—“কম্‌লি” তাহাকে ছাড়িল না । তবে এখন তিনি যে তামাক ব্যবহার করেন তাহ আট আনা সের নহে—চারি আনা সের মাত্র। শীতের প্রভাত উত্তীর্ণ প্রায় । আজ রবিবার-কাছারি যাইতে হইবে না। নিশ্চিন্ত মনে সুবোধচন্দ্র ধূমপান করিতে লাগিলেন—আর আপনার অদৃষ্ট চিন্তা করিতে লাগিলেন। তাহার সামান্ত যাহা পৈত্রিক পুজি ছিল তাহ ব্যয় হইয়া গিয়াছে। তাহার পর স্ত্রীর অলঙ্কারগুলিও একে একে যাইতে আরম্ভ করিয়াছে। এমন করিয়া কতদিন আর চলিবে ? কি উপায় হইবে ? ইদানীং বিজ্ঞাপন দেখিয়া অনেক স্থানে কৰ্ম্মের জন্য আবেদন করিয়াছেন, কিন্তু কোনও ফল হয় নাই। দিন দিন খরচ বৃদ্ধিই হইতেছে—আয়ের অঙ্ক শূন্ত বলিলেই হয়। মাঝে মাঝে কমিশন করিয়া কিছু পান–কিন্তু তাহাতে কোনমতেই সস্কুলান হয় না। ভাবিতে লাগিলেন—আর ধূমপান করিতে লাগিলেন। বাহিরে মোহনভোগওয়াল, “ঘি—গাওয়া-ঘি”ওয়াল রাস্ত দিয়া হাকিয়া যাইতেছে। মক্কেলহীন নির্জন গৃহে বসিয়া, চারি আন সেরের একছিলিম তামাক স্থবোধ বাৰু নিঃশেষে ভষ্ম করিয়া ফেলিলেন।