পাতা:প্রবাসী (সপ্তম ভাগ, দ্বিতীয়াংশ).djvu/৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१ष ज१५फ़् ।। ] AMSMSAASAASAASAASAASAASAAAS ar۰۰عبهه هاه আপাততঃ, আমি বাড়ী সাজালে পর, তুমি পথে ঘাটে আমার খুব নিনো করে বেড়াওণ” “সে কায শক্ত নয়,—ত পারব।” “আর, খুব সাবধান, তোমার আমার মধ্যে যে এই ষড়যন্ত্রটি চলচে-বাইরের লোক কেউ যেন ঘৃণাক্ষরে জানতে না পারে।” “তার জন্তে ভয় নেই।” “তা হলেই হল। টাকাটা আজই কিন্তু চাই।” “আচ্ছা—আমি বাড়ী গিয়ে মুহুরীর হাতে পাঠিয়ে দিচ্চি।” বলিয়া জগৎপ্রসন্ন গাত্রোথান করিলেন। সুবোধও তাহার সঙ্গে সঙ্গে বাহিরে আসিলেন। যাইiার সময় জগৎ বলিলেন “দেখ, ষড়যন্ত্র জিনিষটের ভিতর একটু মাদকতা আছে। এপনি যেন নেশাটা আমায় চেপে রেছে। এ খেলা মন্দনয়। তবে হার হবে কি জিৎ হবে— সইটিই সংশয় ।” সুবোধ বলিলেন—“ঈশ্বরেচ্ছায় আসাম গভর্ণমেণ্টের এই উন্মাদ ব্যাধির্টুকু কিছুদিন টিকে যাক—আমাদের ষড়যন্ত্রটি ফল হবে। এখন আমার অদৃষ্ট।” “আর আমার হাতযশ ।” বলিয়া সহস্তে জগৎ স্থবোধয় করমর্দন করিবার জন্ত হস্ত প্রসারণ করিলেন । তৃতীয় পরিচ্ছেদ । অদ্য সোমবার। কল্য প্রভাতে লাট সাহেব আসিবেন। থচ নগরবাসী কেহ কোনও উৎসবের আয়োজন করিতেছে 1। বঙ্গভঙ্গজনিত শোক ও অপমান সকলেরই মনে গিরুক রহিয়াছে। নূতন লাট সাহেবকে সকলেই বিদ্বেষের ক্ষ দর্শন করিতেছে। মিউনিসিপালিটির বে-সরকারী ভাগণ অভিনন্দন করিবার বিরুদ্ধে রেজুলিউসন করিয়ানৈ। ডিষ্ট্রক্ট বোর্ডের সভাতেও ম্যাজিষ্ট্রেট সাহেব বিশেষ ই করিয়াও কৃতকাৰ্য হইতে পারেন নাই, সেখানেও ভিনন্দন দিবার প্রস্তাব উত্থাপিত করিয়া গবর্ণমেন্ট পক্ষ গটে পরাজিত হইয়া গিয়াছেন। স্থানীয় যে সকল বড় মদার সমস্ত সাধারণ কার্য্যে অগ্রসর ছিলেন—তাহদের । ধিকাংশ লোকেই হঠাৎ গড়াগ্রস্ত হইয়া বায়ুপরিবর্তনের নান্য স্থানে প্রস্থান করিয়াছেন। কেবল সম্প্রতি নক মুসলমান ডেপুট ম্যাজিষ্ট্রেট ও সাব রেজিষ্ট্রার উকীলে বুদ্ধি।

      • مخه ۶ ماهه ۷۰ میی

و به ه» دعه **» - 833’ AeSeSAASAASAASAASAASAAAS সাহেবের বিশেষ চেষ্টায়, জন কুড়ি মুসলমান লইয়া একটি “আধুমান ইয়ামিয়া” সভা গঠিত হইয়াছে—সেই সভার পক্ষ হইতে দরবারে লাট সাহেবকে এক অভিনন্দন পত্র দেওয়া হইবে। দুঃখেৰ বিষয়, আঞ্জুমানের বে-সরকারী সভাৰ্গণের মধ্যে কেহই ইংরাজি ভাষা ভালরূপ অবগত ছিলেন না। দরবারে অভিনন্দন পত্র পাঠ করে কে ? এই বিষম সমস্তার বিষয় তারযোগে অবগত হইয়া, ঢাকার নবাব বাহাদুর একজন ইংরাজি জানা পারিষদকে দিনাজসাহীতে পাঠাইয়া দিয়াছেন। সোমবার প্রভাতে উঠিয়া, নগরবাসিগণ এক আশ্চৰ্য্য ঘটনা অবলোকন করিল। সুবোধ বাৰু উকীলের বাটী সজ্জিত করিবার জন্ত দশ লারো জন লোক লাগিয়া গিয়াছে । রাশি রাশি ঝাউ ও দেবদারু পত্র আসিয়াছে। কয়েকটা সদ্যছিন্ন কদলীবৃক্ষ দেখা গেল। দেখিতে দেখিতে স্থবোধ বাবুর ফটকের উপর বাখারীর আর্চ তৈয়ারি হইয়া উঠিল। দেখিতে দেখিতে সে আর্চ দেবদারুপত্রে মণ্ডিত হইয়া উঠিল। দুই পাশ্বে দুইটি কদলী বৃক্ষ রোপিত হইল। প্রত্যেক বৃক্ষের নিয়ে একটি করিয়া হরিতালচিত্রিত পূর্ণ ঘট । গৃহের জানালাগুলির চারি পাশ্বে গেদাফুলের মালা সাজাইয়া দেওয়া হইল। বাহিরের দেওয়ালে স্থানে স্থানে ঝাউপাতার বৃত্ত রচনা করিয়া, তাহার কেন্দ্রদেশে বিবিধবর্ণের ফুলের গুচ্ছ সংস্থাপিত হইল । পত্র ও পুষ্পকে সজীব রাখিবার জন্য এক ব্যক্তি ক্রমাগত সেগুলিতে জলসেচন করিতে লাগিল । এই সমস্ত করিতে বেলা একটা বাজিয়া গেল। তাহার পর আহারাদি করিয়া, একখানি দরখাস্ত লিখিয়া সুবোধ বাবু পুলিস অফিসে ছুটিলেন। দরখাস্তে প্রার্থনা ছিল যেন তাহাকে শ্ৰীল প্রযুক্ত ছোটলাট সাহেব বাহাদুরের শুভাগমন উপলক্ষে, আগামী কল্য সন্ধ্যার সময় নিজগৃহের কম্পাউণ্ডে কিছু বাজি পোড়াইবার জন্য অনুমতি দেওয়া হয়। বলা বাহুল্য, দরখাস্ত পেশ হইবামাত্র পুলিস সাহেব, তাহা মঞ্জুর করিয়া দিলেন। সুবোধচন্দ্র বাটী ফিরিয়া আসিয়া, বেশ পরিবর্তন করিয়া, আবার গৃহদ্বার সজ্জিত করিতে মন দিলেন। একখানা, লম্বা তক্তা আনাইর, তাহ শাদা কাগজে মুড়িয় তাহার