পাতা:প্রবাসী (সপ্তম ভাগ, দ্বিতীয়াংশ).djvu/৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮ম সংখ্যা । ] কোনওনও কলঙ্ক আছে বলিয়া বোধ झश्न મ এখানে পূৰ্ব্বে বহুবিবাহ প্রথা প্রচলিত ছিল, এখন প্রায়ই তাহা কমিয়া আসিতেছে, কিন্তু একেবারে যায় নাই । ( 0 ) বৰ্ম্মারাজের সহিত প্রথম যুদ্ধের পর, ১৮২৬ খ্ৰীঃ ইংরাজেরা আরাকান ও টেনাসেরিম প্রদেশদ্বয় অধিকার করেন । সেই সময় আরাকান প্রদেশ বাঙ্গলার শাসনকর্তার অধীনে বঙ্গ প্রদেশের অংশরূপে নির্দিষ্ট হয় এবং টেনাসেরিম্ প্রদেশের জন্য গভর্ণর-জেনারেলের অধীনে একজন কমিশনর নিযুক্ত হয় । পরে ১৮৫২ খ্ৰীঃ পিগু প্রদেশ ইংরাজশাসনাধীনে আসিলে পর, মার্টাবান টেনাসেরিমের কমিশনরের অংশে নির্দিষ্ট হয় এবং অবশিষ্টাংশের জন্ত একজন স্বতন্ত্র কমিশনর নিযুক্ত হয়। এই নুতন কমিশনরের রাজধানী রেঙ্গুন সহরে স্থাপিত হয় এবং টেনাসেরিম্ প্রদেশের কমিশনরের দ্যায় ইনিও গভর্ণর জেনারেলের অধীনস্থ কৰ্ম্মচারী বলিয়া নির্দিষ্ট হন । ১৮৬২ খ্ৰীঃ ইংরাজ শাসনাধীন সমগ্ৰ বৰ্ম্ম প্রদেশের জন্ত চীফ কমিশনর নিযুক্ত হয়। বৰ্ম্মার প্রথম চীফ কমিশনর •সার আর্থার ফেয়ার। তাহার পর ক্রমান্বয়ে জেনারেল এ, ফীচে, সর এশ্লি ইডেন, সরু রিভার্স টমসন, সর চার্লস্ এচিসন, সরু চালর্স বার্ণার্ড, সর চালর্স এষ্টওয়েট, সর এলেকজাণ্ডার ম্যাকেঞ্জি ও সর ফ্রেডরিক ফ্রায়ার এই আট জন বৰ্ম্মার চীফ কমিশনর নিযুক্ত হন । শেষ চীফ কমিশনর, সর ফ্রেডারিক ফ্রায়ারের সময় ১৮৯৭ খ্ৰীঃ বৰ্ম্মাপ্রদেশের জন্ত একজন ছোটলাটের সৃষ্টি হয় এবং ইনিই প্রথম ছোটলাট নিৰ্ব্বাচিত হন । তাহার পর ১৯০৩ হইতে ১৯০৫ খ্ৰীঃ পৰ্য্যন্ত সৰ্ব্ব হিউ বার্ণ ( এক্ষণে ভারত-সভার সদস্ত ) বৰ্ম্মার ছোটলাট ছিলেন। বৰ্ম্মার বর্তমান শাসনকর্তা সর হাৰ্ব্বার্ট থাকেল হোয়াইটু। শাসনকাৰ্য্য পরিচালনের জন্য ছোটলাটুের পাঁচ জন সেক্রেটারী আছেন। সেক্রেটারীদিগকে সাহায্য করিবার জষ্ঠ ৪ জন আণ্ডার সেক্রেটারী ও দুই জন সহকারী-সেক্রেটারী আছেন। তদ্ব্যতীত রাজ্য-শাসনসংক্রান্ত প্রত্যেক বিভাগের জন্ত,এক এক জন বিভাগীয় কর্তা আছেন। সমগ্ৰ বৰ্ম্মাগ্রদেশ প্রধানতঃ দুইভাগে বিভক্ত –(১) উচ্চ (Upper)" s (*) fra (Lower) { { | প্রত্যেক বৰ্ম্ম । $రి' বিভাগ আবার চারি ভাগে বিভক্ত। এই এক একটি বিভাগের জন্য এক একজন কমিশমর নিযুক্ত আছেন । স্বতরাং সমগ্ৰ বৰ্ম্মায় ৮টা বিভাগীয় কমিশনর আছেন। এই ৮জন কমিশনরের অধীনস্থ ৮ট প্রদেশের নাম — (১) আরাকান ; ৷ (২) পিগু ; (৩) ইরাবতী ; (F) টেনাসেরিম্ ; (৫) মাগোয়ে ; (৬) মন্দালয় ; (৭) সাগাইন ; (৮) মিক্‌টিলা । কমিশনরদিগের বেতন ২,৭৫০। সিভিল সার্বিসের কৰ্ম্মচারী ( অথবা সামরিক বিভাগের কৰ্ম্মচারী যাহারা সিভিল সাৰ্ব্বিসে প্রবিষ্ট হইয়াছেন ) ব্যতীত অন্য কেহ কমিশনর হইতে পারেন না । সমগ্ৰ বৰ্ম্মাপ্রদেশ ৩৭টা জেলায় বিভক্ত। প্রতি জেলায় গড়ে ২৫০,০০০ জন লোক বাস করে । জেলার কৰ্ত্তাদিগের নাম ডেপুটী কমিশনর । জেলার কৰ্ত্তাদিগের পদগুলিও সাধারণতঃ সিভিল সাৰ্ব্বিসের অস্তভূক্ত। এই ৩৭টা জেলা, ৮২টা মহকুমায় বিভক্ত। মহকুমার শাসনকৰ্ত্তাদিগের মধ্যেও অনেকগুলির পদ সিবিল সাৰ্ব্বিসের জন্ত নির্দিষ্ট আছে। অবশিষ্টগুলি একৃষ্ঠা আসিষ্ট্যান্ট কমিশনার ( আমাদের দেশায় ডেপুটী ম্যাজিষ্ট্রেট ) অথবা মিউক (আমাদের দেশীয় সবৃডেপুট ) দ্বারা চালিত। মহকুমাগুলি আবার ১৯৪ টাউনশিপে বিভক্ত। টাউনশিপগুলি মিউক্‌ দ্বিগের হস্তেই ন্যস্ত থাকে। ডেপুটী কমিশনর ব্যতীত প্রতি জেলায় একজন করিয়া সুপারিন্টেণ্ডেণ্ট অফ পুলিস ও সিভিল সার্জনও আছে। পূৰ্ব্বোক্ত আটটা বিভাগ ব্যতীত বৰ্ম্মায়ু আর তিনটা বিভাগ আছে যথা – (১) উত্তরশান রাজ্য (২) দক্ষিণশান রাজ্য (৩) চীন পাৰ্ব্বত্যপ্রদেশ । এই তিনটী বিভাগের কর্তাদের সুপারিন্টেণ্ডেণ্ট বলিয়া থাকে। এইগুলি এখনও দেশীয় রাজ্য বলিয়া নিম্ন ( Lower) বৰ্ম্ম । উচ্চ (Upper) বৰ্ম্ম ।