পাতা:প্রবাসী (সপ্তম ভাগ, প্রথমাংশ).djvu/১১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

. ২য় সংখ্যা । ] কল আছে। উহারও কলকারখানা এবং রাসায়নিক দ্রব্যাদি বিলাতী। বর্তমানে ভারতবর্ষে দেশী ও বিলাতী লোকদের দ্বারা পরিচালিত যতগুলি কাগজের কল আছে, তাহার দেশের প্রয়োজনানুরূপ কাগজ যোগাইতে অসমর্থ। অবশু কাপড় সম্বন্ধেও স্বদেশীর বিরোধীরা এই যুক্তি প্রয়োগ করেন। র্তাহারা বলেন যে দেশের কলে ও হাতের তাতে যত কাপড় হয়, তাহাতে দেশের লোকের অভাব মোচন হইতে পারে অতএব বিদেশী কাপড় বর্জন করা যাইতে পারে না । কিন্তু কাপড়ে ও কাগজে প্রভেদ আছে । ছোঁড়া পুরাতন কাপড়ও সেলাই করিয়া পরা যায়। কিন্তু ছেড়া পুরাতন কাগজে পুনৰ্ব্বার ছাপা যায় না। যিনি বৎসরে ৪ জোড় কাপড় পরেন, তিনি কষ্ট করিয়া ৩ জোড়াতেও কাজ চালাইতে পারেন । কিন্তু যাহার খবরের কাগজের ১০,০০০ বা পুস্তকের ২,০০০ কাটতি, তিনি ৭ হাজার বা দেড়হাজার ছাপিলে চলে না। অপেক্ষা করিবারও যো নাই। সপ্তাহে ১০,০০০ কাটতি হইলে ১০,০০০ষ্ট ছাপিতে হইবে । কিন্তু এ প্রভেদ সত্ত্বেও র্যাহীদের হাফটোন ছবি ছাপিতে হয় না, র্তাহারা বাজারে দেশী কাগজ যতদূর পাওয়া যায়, ব্যবহার করিতে পারেন । সরকারী অল্পসদ্ধানে জখন গিয়াছে, ভারত সাম্রাজ্যে, বিশেষতঃ ব্ৰহ্মদেশে, কাগজের কল বেশ চলিতে পারে। ইহাতে অনেক মূলধনের দরকার। কিন্তু এক যোগে কাজ করিলে মুলধনের অভাব হয় না । জ্ঞানও চাই । যদি শিক্ষিত যুবকগণ কুলির কাজ লইয়া টিটাগড় প্রভৃতি কলে কাজ শিখিতে আরম্ভ করেন, তাহা হইলে দেশে থাকিয়াই এই জ্ঞানলাভ করিতে পারেন। তবে ভদ্রলোক সাজিয়া গেলে তাহার কাজ পাইবেন না ; এবং অতিরিক্ত মান-অভিমান থাকিলেও চলিবে না। কাগজ সম্বন্ধে আর একটি কথা আছে। প্রবাসী এবং অন্তান্ত সমুদয় বাঙ্গল, হিন্দী, ইংরাজী প্রভৃতি দেশী ও বিলাতী মাসিকপত্রে বা পুস্তকে যেরূপ উৎকৃষ্ট মসৃণ কাগজে হাফটোন ছবি ছাপা হয়, তাহা ভারতবর্ষে প্রস্তুত হয় না । উহা বিলাতী বা বিদেশী। যাহারা বিদেশী কিছুই ব্যবহার করিবেন না বলিয়া প্রতিজ্ঞা করিয়াছেন, তাহাদিগকে অবষ্ঠ হাফটোন ছবি যুক্ত সমুদয় বাঙ্গলা ইংরাজী দেশী ও বিলাতী মাসিকপত্র এবং পুস্তক বর্জন করিতে হইবে।

  • ©

न् । স্বদেশীয়ত্ব ও বিদেশীবর্জনের মাত্রা ও প্রকার ভেদ । " Sፃ সঙ্গে সঙ্গে বোধ হয় বিলাতের ছাপা বহিও ত্যাগ করা উচিত ; কারণ উহার লেখক, মুদ্রাকর, কাগজ, কালী, মুদ্রাযন্ত্র, দপ্তরী, স্বত, বাধাইয়ের কাপড়, সবষ্ট বিলাতী । হাফ টোন ছবি বিলাসদ্রব্য কিম্বা উহার কোন উপকারিতা আছে, তাহ আমরা এখানে বিচার করিব না । আমাদের মত এই যে ভাল ছবির উপকারিত আছে। প্রসঙ্গতঃ হাফটোন ছবি সম্বন্ধেও ইহা বক্তব্য যে উহার সমুদয় যন্ত্র, সাজসরঞ্জাম, মালমসলা, বিলাতী বা বিদেশী ; প্রস্তুত অবশ্য শ্ৰীযুক্ত উপেন্দ্রকিশোর রায় মহাশয় বা অপর কোন কোন ভারতবাসী কর্তৃক হইতে পারে। তদ্ভিন্ন ইহাও জানা দরকার যে হাফটোন ছবি ছাপিবার কালী ভারতবর্ষে প্রস্তুত হয় না । বিলাতী কিম্বা মার্কিন কালীই ভারতবর্ষে ব্যবহৃত হয় । লিখিবার কালী থাটি দেশী বেশ পাওয়া যায়। তাহা সত্ত্বেও অনেকে বাধ্য হইয়া বা অন্ত কারণে কোননগরে ওয়াল্ডি সাহেবের প্রস্তুত কালী ব্যবহার করেন । তৎপরে মুদ্রাযন্ত্রের কথা। যত ছাপাখান আছে, সমুদয়েই বিলাতী বা বিদেশী মুদ্রাযন্ত্র বা ছাপিবার কল ব্যবহৃত হয়। এক আধ জন ভারতবাসী কাঠের বা লোহার ২১টি হস্তচালিত মুদ্রাযন্ত্র প্রস্তুত করিয়াছেন বলিয়া শুনিয়াছিলাম ; কিন্তু তাহ কোথাও ব্যবহার হইতেছে বলিয়া শুনি নাই । মুদ্রাযন্ত্র ছাড়া ছাপাখানার আরও অনেক সাজসরঞ্জাম বিলাতী। অব্যবসায়ী পাঠকবর্গ তাহা বুঝিবেন না বলিয়া বিশেষ বিবরণ দিলাম না। যাহার বিলাতীর কোনই সম্পর্ক রাখিবেন না বলিয়া প্রতিজ্ঞাবদ্ধ, তাহাদিগকে সমুদয় মুদ্রিত খবরের কাগজ, মাসিকপত্র এবং পুস্তক পাঠ ত্যাগ করিতে হইবে। আমাদের বোধ হয় আপাততঃ পুস্তকাদি পাঠ ত্যাগ না করিয়া ছাপাখানার এই সব জিনিষ দেশে প্রস্তুত করিবার চেষ্টা করা উচিত। আমরা যতদূর জানি, অধিকাংশ বড় ছাপাখানায় বিলাতী বা মার্কিন ছাপিবার কালী ব্যবহৃত হয় । দেশী কালী কেহ কেহ ব্যবহার করেন বলিয়া শুনা যায়। ভারতবর্ষে ভাল ছাপিবার কালী প্রস্তুত হয় না। যদি কেহ ভাল চাপ চান, তাহাকে বর্তমান সময়ে বিদেশী কালীর সহিত সম্পর্ক রাখিতেই হইবে। এ বিষয়ে আমাদের স্বদেশানুরাগ