পাতা:প্রবাসী (সপ্তম ভাগ, প্রথমাংশ).djvu/১৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

“সত্যম শিবম সুন্দরম ৷ ” “ নায়মাত্মা বলহীনেন লভ্যঃ । ” ৭ম ভাগ | | আষাঢ়, ১৩১৪ । | ৩য় সংখ্যা । মাস্টার মশায় । ঠিক গাড়ি দিন পার্কষ্ট্রীটের সম্মুখে ময় - ভূমিকা । রাত্রি তখন প্রায় ফুট । কলিকাতার নিস্তন্ধ শব্দ-সমুদ্রে একটু খানি ঢেউ তুলিয়া একটা বড় জুড়িগড়ি ভবানীপুরের দিক হইতে আসিয়া বির্জিতলাওয়ের মোড়ের কাছে থামিল। সেখানে একটা ঠিক গাড়ি দেখিয়া, আরোহী বাবু তাহাকে ডাকিয়া আনাইলেন। তাহার পাশে একটি কোট হাটু পরা বাঙালী বিলাতফের্তা যুব সম্মুখের আসনে দুই পা তুলিয়া দিয়া একটু মদমত্ত অবস্থায় ঘাড় নামাইয়া ঘুমাইতে“ছিল। এই যুবকটি নূতন বিলাত হইতে আসিয়াছে। ইহারই অভ্যর্থনা উপলক্ষে বন্ধু মহলে একটা খান হইয়া গেছে। সেই ধান হইতে ফিরিবার পথে একজন বন্ধু তাহাকে কিছুদূর অগ্রসর করিবার জন্য নিজের গাড়িতে তুলিয়া লইয়াছেন তিনি ইহাকে দুতিনবার ঠেলা দিয়া সজাগাইয়া কহিলেন—মজুমদার, গাড়ি পাওয়া গেছে, বাড়ি बां७ ! मध्यमांश्ा ग:क्डि হইয়া একটা বিলাতী দিব্য গালিয়া । ভাড়াটে গাড়িতে উঠা পড়িল। তাহার গাড়োয়ানকে ভাল করিয়া ঠিকানা বাংলাইয়া দিয়া ক্রাম গাড়ির আরোহী নিজের গম্যপথে চলিয় গেলেন। r দ্বানের রাস্তায় মোড় লইল । মজুমদার আর একবার ইংরাজি শপথ উচ্চারণ করিয়া আপন মনে কছিল--একি ! এ ত অামার পথ নয় ।—তার পরে নিদ্রাজড় অবস্থায় ভাবিল, হবে ও বা, এইটিই হয় ত সোজা রাস্ত । ময়দানে প্রৱেশ করিতেই মজুমদারের গা কেমন করিয়া উঠিল । হঠাৎ তাছার মনে হইল—কোনো লোক নাই তবু তাছার পাশের জায়গাটা যেন ভৰ্ত্তি হইয়া উঠিতেছে ; যেন তাহার আসনের শৃষ্ঠ অংশের আকাশটা নিরেট হইয়া তাহাকে ঠাসিয়া ধরিতেছে। মজুমদার ভাবিল—একি ব্যাপার! গাড়িটা আমার সঙ্গে একি রকম ব্যবহার সুরু করিল! এই, গাড়োয়ান, গাড়োয়ান –গাড়োয়ান কোনো জবাব দিল না। পিছনের খড়খড়ি খুলিয়া ফেলিয়া সহিসটার হাত চাপিয়া ধরিল—কহিল, তুম্‌ ভিতর আকে বৈঠে ! সহিস ভীতকণ্ঠে কহিল, নেহি সাৰ, ভিতর নেহি জায়েগা ! —শুনিয়া মজুমদারের গায়ে কাটা দিয়া উঠিল-সে জোয় করিয়া সহিসের হাত চাপিয়া কহিল, জলদি ভিতর আও! সহিস সবলে হাত ছিনাইয়া লইয়া নামিয়া দৌড় দিল । তখন মজুমদার পাশের দিকে ভয়ে ভয়ে তাকাইয়া দেখিতে লাগিল—কিছুই দেখিতে পাইল না তবু মনে হইল পাশে একটা অটল পদার্থ একেবারে চাপিয়া বসিয়া