পাতা:প্রবাসী (সপ্তম ভাগ, প্রথমাংশ).djvu/১৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

همه ماه ৩য় সংখ্যা । ] ما چه مهم هه موی - هم همی-- یه صعده ی هه ۰ع - مع*** প্রকারের বিদ্যালয়ে ল্যাটীন পড়ান হয়—দ্বিতীয় প্রকারের পাঠাগার সকল উচ্চ শিল্পবিদ্যালয় প্রবেশোপযোগী শিক্ষা cनबं। জৰ্ম্মনীতে বালকদিগের জন্য ১,১০০ ও বালিকাদিগের জন্য ৩০০ মাধ্যমিক পাঠশালা আছে। ঐ সকল পাঠশালায় ২০,০ • ০ শিক্ষকের নিকট ৩,৭৫,০০ • ছাত্র শিক্ষালাভ করিতেছে । বার্ষিক ব্যয় ৪০ লক্ষ পৌও— উহার অধিকাংশ সরকারের দান ও ছাত্র বেতন হইতে প্রাপ্ত। এই সকল বিদ্যালয়ের প্রায় সমস্তই সরকারী —দক্ষতার নিদর্শন পত্র না পাইলে কেহ উহাতে পড়াইতে পারে না । বালকগণ দশ এগার বৎসর বয়সে মাধ্যমিক বিদ্যালয়ে প্রবেশ্ন করিয়া ছয় বৎসর তথায় অধ্যয়ন করে । মাধ্যমিক শিক্ষার দ্যায় উচ্চ শিক্ষাও দুই ভাগে বিভক্ত – এইখানেই জৰ্ম্মনীর বিশেষত্ব। বিষয়বাণিজ্যনিরপেক্ষ উন্নত শিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় এবং বিজ্ঞানসম্মত শিল্প footă go of east (technical Highschool) প্রধান প্রধান নগরমাত্রেই উন্মুক্ত রহিয়াছে । এষ্ট উভয়ের মধ্যে আবার অতি ঘনিষ্ঠ যোগ । কলাভবনে যে সাধারণ শিক্ষা প্রদত্ত হয় তাহা প্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার छाँग्नड़े উন্নত, পক্ষান্তরে বিশ্ববিদ্যালয়গুলিও বিজ্ঞানশিক্ষার জন্ত অকাতরে অর্থব্যয় করিতেছে। বার্লিননগরের ঠিক মধ্যস্থলে কতকগুলি প্রকাগু অট্টালিকা আছে। প্রথম দৃষ্টিতে মনে হয় ও গুলি কারখানা (Factories), কিন্তু তাই নয়— উহ! বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগণের বিজ্ঞানাগার (laboraবালিন বিশ্ববিদ্যালয়ে সৰ্ব্বসমেত ২২ জন রসায়নাধ্যাপক আছেন--র্তাহারা আপন আপন পরীক্ষিতব্য বিষয় বিভাগ করিয়া লইয়া নানা প্রকার তথ্যানুসন্ধানে ব্যাপৃত রহিয়াছেন। এইরূপেই জন্মনীতে কৃত্রিমনীল আবিষ্কৃত হয়—সম্প্রতি উছার ব্যবসায়ে প্রায় তিন কোটি টাকার মূলধন থাটিতেছে—ফলে ভারতে নীলের ব্যবসায় মাটী হইতেছে। আলকাতর হইতে নানা প্রকার রং আবিষ্কৃত হইয়াছে। উহার ব্যবসায়ে প্রায় চারি কোটি টাকার মূলধন থাটিতেছে। উহাতে পাচ শত রসায়নবিৎ, ৩৫০ এঞ্জিনিয়ার ও বিশেষজ্ঞ এবং ১৮০০ শ্রমজীবী নিযুক্ত রহিয়াছে। ইংলণ্ডে ঐ ব্যবসায়ে ৩০৷৪০ জনের অধিক রাসায়নিক কৰ্ম্ম করে না । tories) | জৰ্ম্মন শিক্ষানীতি । >8° কেবল বিশ্ববিদ্যালয়েই ব্যবসায়োপযোগী রসায়ন শিক্ষা দেওয়া হয়, তাহা নহে। বালিনে একটী বিখ্যাত বিজ্ঞান offs EfL5, TSfsfT TfN Technische Hochschule (Technical High School) of architecture, civil engineering, marine cngineering, mechanical engineering, chemistry of general technical science, ao EH Etto fãs... I star foto হইতে ইঙ্গার সমস্ত ব্যয় নিৰ্ব্বাহ হয়। ইহাতে ঐ সকল বিষয় শিক্ষার এমন উৎকৃষ্ট ব্যবস্থা রহিয়াছে যাহার তুলনা ইংলণ্ডেও মিলে না। এই বিজ্ঞানশালায় তিনচারি ছাজার ছাত্র হাতে কলমে শিক্ষালাভ করিতেছে—বহুসংখ্যক অধ্যাপক অধ্যাপনাকার্য্যে ব্যাপৃত রহিয়াছেন । ১৮৮৪ সনে ইহার জন্ত যে প্রকাগু অট্টালিকা নিৰ্ম্মিত হইয়াছিল, এখন আর তাহাতে সস্কুলন হয় না । জৰ্ম্মণীতে ২২ট বিশ্ববিদ্যালয়ত আছেই তাহা ছাড়া এই শ্রেণীর ১০টী বিজ্ঞান-শালা আছে, নুতন আর একটী স্থাপিত হইতেছে । সরকার বাহাদুর তাহদিগের সর্ব প্রকার ব্যয়ের শতকরা সত্তরটাক প্রদান করেন । এই সকল বিজ্ঞানালয়ে বিনা বেতনে শিক্ষা দেওয়া হয় না বটে, কিন্তু বেতন এত কম যে ছাত্রগণ উহা দিতে ক্লেশ বোধ করে না । জৰ্ম্মনীর বিশ্ববিদ্যালয় ও বিজ্ঞানশালাগুলি দেশবিদেশের বিষ্ঠার্থীদ্বারা পরিপূর্ণ। তাহার কারণ এই ষে এখানে শিক্ষালাভ করিলে অন্নসংস্থানের জন্ত ভাবিতে হয় ন!—শিক্ষা সমাপ্ত হইলেই অক্লেশে জীবিকা উপার্জন করা यश्न ! পূৰ্ব্বেষ্ট উক্ত হইয়াছে, জৰ্ম্মনীর বিশেষত্ব, একদিকে উচ্চতম জ্ঞানচর্চ অপরদিকে বিষয়বাণিজ্যে উন্নততম বিজ্ঞান-প্রয়োগ । বার্লিনে এই দ্বিবিধ উদ্দেশু প্রকৃষ্টরূপে সাধিত হইতেছে এবং তজ্জন্ত প্রভূত কর স্থাপিত হইয়াছে। লাইপজিগে (Leipzig) একটী বিখ্যাত বিশ্ববিদ্যালয় থাকা সত্ত্বেও তৎপাশ্বে একটী বাণিজ্যবিষয়ক (commercial) বিশ্ববিদ্যালয় স্থাপিত হইয়াছে। শিক্ষাসচিব (Minister of Education) সৰ্ব্বদা অনুসন্ধান করিতেছেন, কোথায় উচ্চশ্রেণীর বিদ্যালয় স্থাপন করা আবশ্বক, বা কোন বিদ্যালয়ের কিরূপ পরিবর্দ্ধন প্রয়োজনীয় । ইহার জন্ত যত অর্থের আবশুক হউক না কেন, অবাধে অর্থসচিবের