পাতা:প্রবাসী (সপ্তম ভাগ, প্রথমাংশ).djvu/২১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

من موالاً স্বামীর পরিচর্য্যা করিয়াছিলেন । এক দিনের নিমিত্তও আত্মমুখে দৃষ্টি বা কোনরূপ বিরক্তির ভাব প্রকাশ করেন नाहे । - অষ্টাদশ বর্ষ পরে ঈশ্বরামুগ্ৰহে ক্রমশঃ আয়ুব নবীর উৎকট ব্যাধির উপশম হইতে আরম্ভ হইল। প্রথমতঃ বিষকৃমির দংশন জ্বালা হ্রাস হইয়া আসিল, তৎপর ক্ষতস্থান সকল হইতে রক্ত পূজি পড়া বন্ধ হইল ও ক্রমশঃ শুস্ক হইয়া তত্ৰত্য মৃতচৰ্ম্মাদি উঠিয়া যাইতে লাগিল । যে সকল স্থানের মাংস পচিয়া খসিয়া পড়িয়াছিল, সেই সকল স্থান পুনরায় নবমাংসে পূর্ণ হইয়া উঠিল। ফলতঃ বসন্তের প্রারম্ভে নব পত্রের উদগমে বৃক্ষাবলীর যেরূপ লালিত্য বৃদ্ধি পায়, নবীবর আয়ুব দয়াময় পরমেশ্বরের কৃপায় রোগমুক্ত হইয়। সেইরূপ অপূৰ্ব্ব ঐ ধারণ করিলেন । তদনন্তর চিরসহায় পত্নীসহ তরুতল পরিহার পূর্বক পূৰ্ব্ববাসস্থানে উপস্থিত হইয়া অভিনিবিষ্ট চিত্তে ঈশ্বরোপাসনায় পরম সুখে কালযাপন করিতে লাগিলেন । সতীকুলবরণীয় প্রাতঃস্মরণীয়া রহিমা দেবী এতকাল যাহার জন্ত সৰ্ব্বত্যাগিনী, বিজনপ্রাস্তরবাসিনী ও অবশেষে পথের ভিখারিণী হইয় ছিলেন, র্যাহার জন্ত সুদীর্ঘ অষ্টাদশ বর্ষকাল অশ্রুতপূৰ্ব্ব ক্লেশপরম্পর অমানচিত্তে সহ করিয়া আসিতেছিলেন, এক্ষণে সেই জীবনসৰ্ব্বস্ব হৃদয়ারাধ্য পতিকে রোগবিমুক্ত ও নবকান্তিপূর্ণ দেখিয়া অপার আনন্দসাগরে নিমগ্ন হইলেন । সৈয়দ সিরাজী। পেকিন রাজপুরী। সম্রাটের নিজের হস্তে কর্তৃত্ব না থাকিলেও রাজ্যের সমস্ত ঘটনা ও রাজকাৰ্য্যের সমস্ত বিষয়গুলি তিনি পুঙ্খানুপুঙ্খরুপে পর্যালোচনা করিয়া থাকেন, এবং রাজ্যের মঙ্গলকামনার্থ যখন যে ঘটনা ঘটে তাহার বিস্তারিত সংবাদ গ্রহণ করিয়া থাকেন। কোন রাজকাৰ্য্যে নিজের বিশেষ ८कांन भङ ङिनि थकां* कtब्रन मां । दूक नमोस्रौ cय রাজ্যের বিশেষ মঙ্গলাকাজিণী জাহা তিনি বিশেষ অবগত আছেন, তৰে বৃদ্ধার রক্ষণশীল মত, তাই রাজ্যের সংস্কার প্রবাসী . [ १ञ छांभं । AASAASAASAASAASAASAASAASAAeeAAAA কাৰ্য্যমূঢ়-গতিতে চলিতেছিল। কিন্তু এইক্ষপ্ত তিনিও বুঝিয়াছেন ও অপরেও জানিয়াছে যে বৃদ্ধারাণী সম্প্রতি ধৰ্ম্মতঃ প্রতিজ্ঞ করিয়াছেন যে, চীনসাম্রাজ্যের উন্নতি না করিয়া डिनि रुश्रेनहे झांख् इहेदन न । uहैकम डैशंब बूरुिद्र গোড়ায় জল প্রবেশ করিয়াছে যে, সংস্কার ভিন্ন চীনসাম্রাজ্য বিদেশীগণের হস্ত হইতে রক্ষা করা অসম্ভৰ হইবে। সম্রাট চীনরাজ্যের সমস্ত দূষিত রীতি নীতি, জাইনকানুনগুলি সংস্কার করিয়া ইউরোপীয় রাজ্য সকলের সমকক্ষ করিয়া তুলিতে র্তাহার জীবনে সমর্থ হইবেন কিনা, কে বলিতে পারে ? কিন্তু এযাবত সেই জন্ত ধৈৰ্য্যাবলম্বন করিয়া আছেন । ফল ভবিষ্যৎগর্ভে নিহিত । • রাজপুরীর ভিতরে যে হ্রদ আছে সেই হ্রদের সন্মুখে র্তাহার প্রাসাদ। . ঐ প্রাসাদ সম্রাজ্ঞীর প্রাসাদ অপেক্ষ উৎকৃষ্ট ও পরিপাটী। তাহার নিজ অন্তঃপুর বৃদ্ধারাণীর পুরী হইতে স্বতন্ত্র, তাহার অন্দরমহলে স্বতন্ত্র খোজা ও পরিচারিকাদি কাৰ্য্য করিয়া থাকে। প্রতিদিন প্রত্যুষে তিনি তাহার সেই জগদ্বিখ্যাত জেঠী মা, মালি মা ও ধৰ্ম্মমাকে প্ৰণাম করিয়া, পরে দুই জনে একত্রে রাজসভায় গমন করেন। রাজকাৰ্য্য সম্পন্ন হইলে তিনি নিজের কার্য্যে মনোযোগ প্রদান করিয়া থাকেন। কোন উৎসৰোপলক্ষে নাট্যাভিনয় হইলে, রাজকীয় বৈঠকখানায় গিয়া উপৰেশন করেন, এবং বৃদ্ধারাণীর সঙ্গে অন্তান্ত মহিষীগণ সমডিব্যাহারে কখন কখন উষ্ঠানভ্রমণে গমন করিয়া থাকেন, এবং সময় সময় নৌকারোহণে হ্রদে ভ্রমণ করিয়া থাকেন। উৎসব উপলক্ষে বৃদ্ধারাণীর সঙ্গে একত্র ভোজন করিয়া থাকেন। বৃদ্ধারাণী যেমন নাট্যাভিনয় দেখিতে ভালবাসেন, সম্রাট তাদৃশ নহে। কিছুকাল অভিনয় দর্শনের পরই তিনি হয় ত উঠিয়া গিয়া পুস্তকাগারে পুস্তক পাঠ করেন। না হয় একাকী ধূমপান করেন। ইংরেজীভাষা শিক্ষার প্রতি র্তাহার অধিক মনোযোগ । নানা গ্রন্থ অধ্যয়নে তাহার অতি দৃঢ়মনোযোগ লক্ষিত হইয় থাকে। তিনি নাকি প্রত্যহ একখানি পুস্তক পড়িয়া, সমাপ্ত করিয়া । থাকেন। তাছার গ্রন্থাদি খরিদ কবির জন্ত রাজপ্রাসাদে তাহার একজন নির্দিষ্ট কর্মচারী আছে। যখন ৰে । नूख्म भूषक अंकनिऊ रह, उथन छांश डैशिंद्र अल ,श्वद्विषः,