পাতা:প্রবাসী (সপ্তম ভাগ, প্রথমাংশ).djvu/২৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ সংখ্যা । ] মধ্যে তিসি, সরিষা, তিল, তুলার বীজ, পোস্তদান, এরও বীজ প্রভৃতি যথেষ্ট রপ্তানি হইয়াছে। বিদেশে তুলার বীজ হইতে তৈল বাহির করিয়ালয় ও তাহার খোল পশুখাদ্য হয় ; ভারতের তুলার বীজ, তিসি সরিষা তিল অপেক্ষা সস্তা বলিয়া বিদেশে ইহার খুব কাটতি। কিন্তু আমাদের ঘরের গরু ছাগল খাদ্যাভাবে কঙ্কালসার ; ঘরের ছেলে দুধ না পাইয়া শীর্ণ রুগ্ন, দেশ পরপদানত। যতদিন ভারতে খাদ্ধের সংস্থান না হইবে, ততদিন স্বরাজের অাশা ব্যর্থ হইবে । বীরভোগ্য বসুন্ধর ; যার লাঠি তার মাটি—এসব প্রবাদের গৃঢ়সত্য হৃদয়ে উপলব্ধি করিতে হইবে। কাচামালের শতকরা ৩২৯২ অংশ পাট রপ্তানি হয়। এ বৎসর পাট যথেষ্ট রপ্তানি হইয়াছে। মহাশয় () আঁদ্র ফ্রেঞ্জার আনন্দে মৃত্য করিতেছেন বোধ হয় । এবার ১৫ কোটি টাকা পাটের ব্যবসায়ে লভ্য হইয়াছে, কিন্তু চাষ রূপার চাকতি চিবাইয়া খাইবে কি ? তা ছাড়া, এই ১৫ কোটির কতটুকু অংশ সে পাইয়াছে ? শস্তক্ষেত্র পাটে গ্রাস করিতেছে, তাহার উপায় কি ? লোহা লক্কড়, কৰ্ত্তর প্রভৃতি ভারতীয় সমগ্র আমদানির শতকরা ১১৭৪ অংশ। এবৎসর উহার মূল্য ৩৯৪৮ লক্ষ টাকা বৃদ্ধি হইয়াছে। এই বিভাগের জিনিষের মধ্যে ছুরী, কঁচি, ক্ষুর প্রভূতি, চাষের যন্ত্রাদি, কল কঞ্জ ও অন্তান্ত যন্ত্র হাতিয়ার, সেলাইয়ের কল, কলাইকরা লোহার বাসন প্রধান । কলাইকরা লোহার বাসনের আমদানি গত বৎসর অপেক্ষ ৯৩৬২৭ টাকার অধিক হইয়াছে। চুরী কঁচির আমদানি বাড়ে নাই বলিলেও হয়। চাষের যন্ত্রাদি অনেক আসিয়াছে, এবং এই সকল এখন অধিক আমদানি হওয়া শুভজনক । • ল্যাম্প আলো ৬৭ লক্ষ টাকার অধিক আসিয়াছে ; এই একটা ব্যবসায় আমাদের দেশে সম্পূর্ণ উপেক্ষিত হইতেছে ; এই বিংশ শতাব্দীর সভ্যতার খর আলোকের দিনে আমাদের সনাতন মৃৎপ্রদীপ আর কেহ জালাইবে ইছ মনে করাই হাস্তোদীপক ; কিন্তু উন্নত প্রণালীর ল্যাম্প.প্রদীপ উৎপন্ন করিবার চেষ্টা আমাদের দেশে একেবারেই হইতেছে না। এ বৎসর মদের আমদানি অনেক কমিয়াছে। কেন ? কৃষি, শিল্প, বাণিজ্য। ২২৩ লোকে মদের অপকারিতা বুঝিয়া মদ ছাড়িতেছে ? বরিশাল ও সাহারানপুরে "ভাল” মদ তৈয়ারিও হইতেছে । রাসায়নিক দ্রব্য আমদানি গত বৎসর ছিল ৬৮৯ লক্ষ টাকার, এ বৎসর হইয়াছে ৬৮৭ লক্ষ টাকার। প্রায় সমানই আছে । ভারতের সমগ্র রপ্তানি মালের শতকরা ৬-৩ অংশ চামড়া রপ্তানি হয়। এই চামড়া বিদেশে গিয়া কষ হইয়! আবার ভারতে ফিরিয়া আসে। আমাদের ঘরের চামড়া বহুমূল্যে আমরা বিদেশীর কাছে ক্রয় করিয়া ফিরাইয়া লই । চামড়া কষ করার ব্যবসায় অতি লাভজনক ; কৃতবিদ্য যুবকগণ কেরাণীগিরি ও জাতির মমতা ত্যাগ করিয়া এ দিকে মনোযোগী হইলে দেশের অর্থরক্ষা ও তাহদের অর্থাগম উভয়ই হয়। বড়লোক হইবার সহজ পন্থা এখনও খোলা আছে কষকরা চামড়ার ব্যবসায়ে । কঁাচ চামড়ার রপ্তানি প্রতি বৎসর বাড়িয়া যাইতেছে । - কল যন্ত্র এ বৎসর ৮৭৩২ লক্ষ টাকার অধিক আসিয়াছে। খাদ্য পেয় ১১২৮৭ লক্ষ টাকার অধিক আসিয়াছে । ইহার মধ্যে শতকরা ৮৫ টাকার চিনি আসিয়াছে । রেশম আমদানি অনেক কমিয়াছে। রপ্তানি খুব दांक्लिग्नां८छ् । • সমগ্র ভারতের আমদানি বিবরণ মোটামুটি জানা গেল । এক্ষণে ১৯১৫–১৯১৬ খৃষ্টাব্দের তুলনায়, ১৯০৬–১৯০৭ খৃষ্টাব্দে বঙ্গদেশে বিলাতী আমদানীর বিবরণ হইতে কয়েকটি প্রধান পণ্যের তালিকা নিয়ে উদ্ধৃত হইতেছে। এই তালিকা সংগ্রহে বসুমতী’ হইতে সাহায্য গ্রন্থ कद्भिग्नांछुि । ১৯০৫–১৯০ওঁ సిat-3 ఫిe টাকা । টাকা । বস্ত্র శి),88,4ఆరీat b,ఆశి,$న,88" চিনি 8,০ ৪,২০,৯২৭ ৪,৭১,১১,৫৭৩ ছুরি র্কাচি 14, 9 సె, 9లి) ૧,૭૭,૧૭૦ লবণ &ల్మిరిa,8ఆt (t२,w२,88० • ¢ 8,७¢,०७१ ৫e,৩৯,৭৩৬ পশমের জিনিস *8,いbre8> ৪৪,৭১,২৯৭ তৈয়ারী পোষাক &>,२२,¢२१ 82,98, ovo क्षiछ्, झञ्झ . లిన,st, లిy 82, ov,www.