পাতা:প্রবাসী (সপ্তম ভাগ, প্রথমাংশ).djvu/২৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উদারতা । (২) একটি নোটেবল জর্থাৎ অভিজাতদের পরামর্শদাতৃ সভা হইবে। অর্থাৎ সরক্ষারের ধামাধর কতকগুলি আহাক্ষক বা দেশের শত্রুর মুখ দিয়া গৰমেন্ট শিক্ষিত লোকদের মতের বিরুদ্ধ ও নিজের সুবিধাজনক মত কিছু বলাইয়া লইয়া নিজের কাৰ্য্যোদ্ধার করিবেন। ইংরাজ নিজের দেশে লর্ড বা অভিজাতদিগের মুগুপাতের ব্যবস্থা করিতেছেন ; কিন্তু আমাদের দেশে এই শ্রেণীর costofoto “natural leaders of the people” অর্থাৎ জনসাধারণের স্বাভাবিক নেতা বলিতেছেন। তা, আমরা যেরূপ গাধা জাতি, তাহাতে আমাদের দেশের মধ্যে যাহ্লারা” “গাধাতম" তাহাদিগকেই ত আমাদের স্বাভাবিক নেতা বলা উচিত। (৩) একজন বা দুজন ভারতবাসীকে বিলাতী ইণ্ডিয়া কৌন্সিলের সভ্য করা হইবে। এই ভারতবাসী এক বা দুই জন্ত সভ্য যখন কৰ্ত্তা স্বয়ং নিযুক্ত করিবেন, তখন আমাদের হিতকারী লোক যে নিযুক্ত হইবেন, সে বিষয়ে স্থিরতা নাই। হইলেও তিনি বা তাহারা হংসমধ্যে বকে যথা হইবেন। (৪) ভারতগবমেণ্ট হইতে প্রাদেশিক গবমেণ্টগুলিকে কতকটা স্বাধীন করা হইবে, অর্থাৎ তাহাদিগকে আরও যথেচ্ছাচারী হইবার সুযোগ দেওয়া হুইবে । (৫) সৈনিকবিভাগের কিছু খরচ ভারতের স্কন্ধ হইতে ইংলণ্ডের স্বন্ধে চাপান যায় কিন, তাহার বিচার করা যাইবে। অর্থাৎ ১\ টাকা রেহাই দিয়া ১০ টাকা অন্ত উপায়ে লইবার ব্যবস্থা হইবে। যেমন ওয়েলী কমিশন ভারতকে ৩৭॥• লক্ষ টাক। রেহাই দিয়াছিলেন। এদিকে ১৮৮৪-৮৫ সালে ভারতের সৈনিক ব্যয় ছিল, ১৭৯ কোটি, ১৯০৬-০৭ সালে হইয়াছে ৩২৮ কোটি। অর্থাৎ রেহাই দেওয়া হইল ৩৭॥• णम, क्रूि जछ प्तिऋक सांप्लांन श्हेल •०* cकांछेि ! "কর্তার কি দয়া ।” মলী বলিয়াছেন তিনি যতদূর ভবিষ্যৎ কল্পনা করিতে পারেন, গুক্ষি পর্যন্ত ভারতে একপ্রভূখ-মূলক শাসন फणिप्र, eब्राङ्ग वांद्रषनागन नाहेरर्ष ना ? हेरब्रटिजग्न छांब्रङ বিৰিষ প্রসঙ্গ । AMAMMeMAMSAMSMMSMMSMMSMMAMAMAeeeeMAMAAASAAASAAA AAAAMMSAASAASAASAA ২৩৩ .......................................................................... " "مه "۰۰۰۰ مه ۰۰۰»، همه «همه ماهه سی سیس» ,.. به tax sa আছে, তাহা হাজারটা মলী একত্র হইলেও বলিতে পারে না । তাছার মতে আমরা নিজের দেশ শাসন কুরিতে পারি না ; এ বিষয়ে অল্প অধিকার পাইবারও অনুপযুক্ত। , ভারতে স্বায়ত্তশাসন চলিতে পারে কিনা, তাহার বিচার স্বতন্ত্র প্রবন্ধে পরে করা যাইবে । - মলী বলেন, ইংরাজ ভারতবাসীর উপকারার্থ ভারতশাসন করিতেছেন। ইংরাজ চলিয়া গেলে ভয়ানক রক্তরক্তি হইবে ; অর্থাৎ এই রক্তারক্তি নিবারণের জষ্ঠ ইংরাজ এ দেশে আছেন। আমরা বলি, ইংরাজ নিজের স্বার্থসিদ্ধির জন্তই ভারত শাসন করিতেছেন; তবে আনুষঙ্গিক ভাবে কিম্বা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য যদি ভারতের কিছু উপকার হইয়া যায় তাহাতে ইংরাজের আপত্ত্বি নাই । যেমন মেষপালকের মেষের উপকার করা, অথবা গ্রাম্য কথায়, “তোমার যে ভাগবাসা, যেমন মুসলমানের মুরগী পোষা”। আর এই যে চোকরাঙ্গানি, যে, আমরা চলিয়া গেলে তোমরা কাটাকাটি করিবে ; তা’ মহাশয়ের নিজ মহানুভবতাগুণে ভালয় ভালয় স্ব-ইচ্ছায় ভারতবর্ষ ত্যাগ করিবেন, এরূপ ত আমরা কখনও মনে করি - নাই । সুতরাং রক্তারক্তির ভয়ট মনেই হয় নাই । যদি কখন ভারতবাসীর • ঐক্যপ্রভাবে ইংরাজকে ভারত ছাড়িতে হয়, ত, সেই ঐক্যই রক্তলরক্তি হইতে দিবে না। আর, রক্তারক্তি ব্যতীত প্লেগেও ত মানুষ মবে। তা ছাড়া, আপনাদের আশ্রিত লোক গুও লাগাইয়া পূৰ্ব্ববঙ্গে অরাজকতা উপস্থিত করিয়াছে, এই অভিযোগ প্রকাশু । সংবাদপত্রে পড়িয়াছি, কিন্তু আপনাদের উত্তর এখনও পড়ি নাই। আর যদি এতই দয়ার শরীর যে রক্তারক্তি নিবারণের জন্ত এখানে আপনার সাতসমুদ্র তেরনদী পার হইয়া আসিয়াছেন, তাহা হইলে, গ্রন্থগণ, একবার রুশিয়ায় রক্তারক্তির প্রতি একটু কৃপাদৃষ্টি করিলে হয় না? সেটাও ইংলঙের খুব কাছে। . . . . . t ইংলণ্ডের শক্তি ও ঐশ্বৰ্য্য আছে। সাহসও কতকটা আছে। কিন্তু সত্য কথাবলিবার সাহস নাই । .

  • ॉनन कक •¥छेिक ४.देशङ्गज **छांझङ*ॉमम यब्रिह्मेदन-} ·भिt ! बर्नु °को निवौँ श्रेष्ण मन रश्ड नं। उछिन्छ कि

‘ੋ दर्शन মাৰ করিবেন। আমাদের সাৰিক হিন্দুণের जरनाक७ जाजकाण "डेवषाव" चूहकैब आक्ब्र कब्रिव्यश्न। ”