পাতা:প্রবাসী (সপ্তম ভাগ, প্রথমাংশ).djvu/২৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२¢० চারিজন লোক এবং সওদাগরকে সাক্ষীস্বরূপ আনিল। পুলিসের শাসনে তাহারা যাহা দেখিয়াছে তাহা এবং যাহা দেখে নাই তাহাও সাক্ষী দিতে স্বীকৃত হইল। অনেক রাত্রি পর্যন্ত থানায় বসিয়া বালকত্রয়কে চিনিয়াও जईल । চতুর্থ পরিচ্ছেদ । এই মোকৰ্দমার বিচারভার পড়িল ডেপুটি নগেন্দ্র বাবুর উপর। সন্ধ্যা উত্তীর্ণ হইয়াছে। ডেপুটি বাবু কাছারি হইতে ফিরিয়া জলযোগাদি অস্তে, অন্তঃপুরের বারান্দায় বসিয়া জারাম করিতেছেন। নগেন্দ্র বাবুর গৃহিণী বিংশতিবর্ষীয়া যুবতী। তাহার নাম চারুশীলা । চারুশীলা আসিয়া পতির পাশ্বে উপবেশন করিলেন ; বলিলেন—“আজ মনটা এমন ভার ভার দেখছি কেন ?” নগেন্দ্র বাবু বলিলেন—“না,—এমন কিছু নয়।” গৃহিণী কিন্তু শুনিলেন না । পীড়াপীড়ি করিতে লাগিuলন। শেষে ডেপুট বাবু বলিলেন—"ছেলেদের মামলাটা, এত লোক থাকতে, আমার ঘাড়েই চাপিয়েছে।” চারুশীল বলিলেন—“তোমার কাছে হবে ? সে ত ভালই হল। আমার বরং ভাবনা ছিল ।” “কি ভাবনা ?” “যে কার কাছে বা মোকৰ্দমাট পড়ে, হয়ত সাহেবদের খুলী করবার জন্তে অবিচার কয়ে ছেলে তিনটিকে জেলেই পাঠাবে। তোমার কাছে হল, আমি নিশ্চিন্তু হলাম।” তাহার স্বাধীনচিত্ততায় স্ত্রীর এই সরল বিশ্বাসে ডেপুটি বাবু মনে মনে একটু হাসিলেন। বলিলেন—“যদি প্রমাণ হয়, তা হলে ত ছেলেদের সাজা দিতে হৰে । আমি ত আর অবিচার করে তাদের খালাস দিতে পারব না। চারুশীলা বলিলেন--ছি! অবিচার কেন করবে। যদি বাস্তবিক প্রমাণ হয়,—ওরা আমার আপনার ছেলে হলেও আমি খালাস দিতে বলতাম না । কিন্তু আমি যে রকম শুনলাম, ছেলেদের ত কিছু দোষ নেই।” “কোথায় শুনলে !" “এই সে দিন মুন্সেফ বাবুর বাড়ীতে ৰউভাতের নিমন্ত্রণে প্রক্ষালী । SAASAASAASAASAASAASAASAASAAeAAASAASAASAASAASAASAASAASAASAASAAAS ب-هها ** [ १भ छांश्न । গিয়াছিলাম । সেখানে বলেন যে ছেলেরা চাপরাশিকে রাজি করে, তার কাছ থেকে বিলিতি বিস্কুটের টন কিনে নিয়েছে ; নিয়ে ভেঙ্গেছে । কেড়েও নেয় নি, মারেও নি। তা ছাড়া যে তিন জন ছেলেকে পুলিস ধরেছে তার মোটে সেখানে ছিলও না, কিছুই জানে না।” ডেপুটি বাবু একটু দীর্ঘ নিশ্বাস ফেলিয়া বলিলেন—“এ সব প্রমাণ হয় তবে না।” “খুব প্রমাণ হবে। কত লোকে দেখেছে, কত লোকে জানে।”

  • প্রমাণ হয় ত ভালই।” “আর যদি প্রমাণ নাই হয়, তবে না হয় কিছু জরিমানা করে ছেড়ে দিও। আহা ছেলে মানুষ, না বুঝে যদি একটা অন্তায় কাজ করেই থাকে, তবে কি তাদের জেলে দেবে

যেমন অল্প কয়েক জায়গায় হয়েছে ?” কিন্তু ডেপুটি বাবুর মনের বিষ্ণতা দূর হইল না। এই সময় আর্দালি আসিয়া, একখানি পত্র দিল । ম্যাজিষ্ট্রেট সাহেব লিখিয়াছেন কল্য প্রাতে ৮টার সমর ডেপুটি বাবু যেন গিয়া সাহেবের সহিত সাক্ষাৎ করেন । পরদিন যথাসময়ে, পোষাক পরিয়া নগেন্দ্রবাবু সাহেব ভবনে উপস্থিত হইলেন। আরও কয়েকজন ব্যক্তি দর্শনার্থী হইয়া বাহিরে বারান্দায় একখানি বেঞ্চির উপর বসিয়া অপেক্ষা করিতেছেন। নগেন্দ্রবাবু কার্ড পাঠাইয়া দিলেন। এক মিনিট পরে চাপরাশি আসিয়া তাহাকে আফিস কক্ষে লইয়া গিয়া বসাইল ও বলিল—“সাহেব ছোট হাজরী খাইতেছেন, এখনই আসিবেন ।” সাহেব আসিয়া করমর্দন করিয়ানগেন্সবাবুকে বসাইলেন, বলিলেন,—“এখন টাউনের অবস্থা কিরূপ ?” “এখন স্বাভাবিক অবস্থাই ত দেখা যায়।” । “স্বদেশীওয়ালাদের মধ্যে বিশেষ কোনও উত্তেজনা नाहे ?” - “কই তেমন ত কিছু দেখি না।” *This Swadeshi is a damned rot;-Roy বাবু, আপনি স্বদেশী সম্বন্ধে কি মনে করেন ?”

  • আজ্ঞা—” "যথার্থ স্বদেশী—অর্থাৎ দেশের শিল্পোয়াশুর যথার্থ চেষ্ট,