পাতা:প্রবাসী (সপ্তম ভাগ, প্রথমাংশ).djvu/৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা । ] সমন্ধে জটিলতত্ত্ব মীমাংস ; রাজস্ব নিয়ম সংস্কার ; প্রজার কর লাঘব , চুঙামাশুল হ্রাস ; বড়োদায় কাপড়ের কল স্থাপন ; হায়মন্দির প্রভৃতি স্থাপন ; সাধারণ উষ্ঠান সংস্কার ; জলের ব্যবস্থা ; রাজপথ স্ট্র প্রশস্ত করিয়া পথে বৈদ্যাত। লোকের ব্যবস্থা ; রেল প্রতিষ্ঠা প্রভৃতি। সৈন্যসংস্কারে তিনি যেরূপ নিপুণতা দেখাইয়াছেন তাহা অত্যাশ্চর্যা ; সৈন্যদিগকে যথাসম্ভব আধুনিক সমরকৌশল শিক্ষা দিয়া আধুনিক অস্ত্রশস্বের ব্যবহারে দীক্ষিত করিয়াছেন। দেশীয় রাজ্যে নির্দিষ্ট সংখ্যক সৈন্যের অধিক রাপিলার ইংরাজর ভকুম নাই । মহারাজা প্রজাবৰ্গকে সমরদীক্ষিত বীর করিবার অভিপ্রায়ে একদলকে শিক্ষিত করিয়া পেন্সন দিয়া বিদায় দিতেন ও অপর দলকে শিক্ষিত করিতেন, এইরূপ নিম বারের পর ইংরাজ গভর্ণমেণ্ট জানিতে পারিয়া ঐরূপে প্রজাসাধারণের অস্ত্র ব্যলঙ্গর শিক্ষা বন্ধ করিয়া দিয়াচেন । দশায় রাজ্যের মধ্যে তাঙ্গর সৈন্যই কেবল আধুনিক সমরপৃদ্ধতি • শিক্ষিত, হানা সকল রাজ্যের সৈন্য কতকণি লকজমকের সজ্জারূপে ০ কতকটা রাজগঞ্চ সন্তুষ্ট রাপিলার মন্ত অনর্থক অপব্যয় জন্য রক্ষিত হৃষ্টতেছে । মঠ রাজা ক্রমে ক্রমে বাজ কাম্যের এমন শৃঙ্খলা নিয়ম চরিতে সক্ষম হইয়াছেন যে কায্য কলের মত নিদিবাদে লিতেছে । এপনো ব্যবস্থার বিরাম নাই । মঈশর রাজ্যের ifয়বায় তিসাধ রক্ষার বাবস্থা উন্নত জানিয়। সেই রাজ্যের অনুষ্ঠিত প্রণালী শিক্ষার জন্স একুইন অভিজ্ঞ কৰ্ম্মচারী পরিত হইয়াছেন । মহাশররাজ্য ও খুব উন্নত এবং কোম কান বিষয়ে বড়োদা হক্টতে ৪ অগ্রগামী । ১৮৮৭ সাল হইতে ১৯০০ সাল পর্য্যস্ত রাজ্যক{ল আরব্ধন্মের পরিমাজেনে বায়িত ইয়াছে বলা নায় । এই সময়ে রক্ষার জন্ত আসেরালী তালুকে জবরদস্তি শিক্ষা ব্যবস্থা iচলিত করা হয় ; বড়োদা সহরের ড়েন ব্যবস্থা ; রাজ্যের ীিজদারী দেওয়ান আইন প্রণয়ণ : মিউজিয়ম প্রতিষ্ঠা ; fভূতি হয় । সতবে সহরে মু্যনিসিপালিটির ব্যবস্থা করিয়া iজাদিগকে স্বয়ত্তশাসনে শিক্ষিত করিবার ব্যবস্থা ও এই ময়ে মহারাজ করেন । এই সময়ে ফৌজদারী দেওয়ামী বিচার বিভাগের পৃথক রণের ইচ্ছা মহারাজের হয়। কিন্তু নানাবিধ অসুবিধার ঠ তিনি ইচ্ছা কৰ্ম্মে পরিণত করিতে সক্ষম হয়েন নাই। ১০৩-৪ সালে আংশিকভাবে ও ১৯০৪- সালে সম্পূর্ণ ককরণ সম্পন্ন হইয়াছে। আমরা প্রতিবৎসর কংগ্রেসে রেজ গবর্ণমেণ্টের নিকট যাহার জন্ত ব্যর্থ আবেদন করিয়া স্ত হইয়া উঠিয়াছি, মহারাজ গায়কবাড়ের প্রজাবৃন্দ ই মুখ ভোগ করিতেছে। ইঙ্গ ঐযুক্ত রমেশ দত্তের দ্বারা মহারাজ গায়কবাড় । 8న কায্যে পরিণত হইয়াছে । তিনিই এক্ষণে নামে না হক্টলেও কৰ্ত্তব্যে প্রধান সচিব । তিনি পেন্সন লষ্টয়ী ইংরাজের কার্য্য পরিত্যাগ করলে কিছুদিন পরে গায়কবাড় ঠাতাকে রাজস্বসচিব নিযুক্ত করেন। লর্ড কার্জন স্বাধীনচেতা লোকের পরম্পর মিলন দেখিয়া আতঙ্কিত ইষ্টয়া মহারাজার কৈফিয়ৎ তলপ করিলেন যে কেন তিনি ভারত গবৰ্ণমেণ্টের মত না লষ্টয়া রমেশ দত্তকে সচিব নিযুক্ত করিয়াছেন । মহারাজ উ ওর দিলেন যে প্রধান সচিব নিযুক্ত করিতেষ্ট গভর্ণমেণ্টের মঞ্জুরী দরকার, অঙ্গ সচিবসম্বন্ধে নহে । লণ্ড কার্জন নিষ্ফল ক্ৰোধে স্ফীত হইয়া নূতন নিয়ম প্রণয়ণ করিলেন, অতঃপর কোন দেশীয় রাজ্য সিভিলিয়ান নিযুক্ত করিতে চাহিলে ভারত গভর্ণমেণ্টের অনুমতির অপেক্ষা করিবে । মহারাজের স্বাধীন চিত্তত: , ইংরাজপুজাবিমুখত দেখিয়া সামাজ্যধৰ্ম্ম লর্ড কার্জন ঠাহ কে কপন প্রীতির চক্ষে দেখেন নষ্ট এবং তাহার রাজ্যে অধিকবার পদার্পণ করিয়া মহারাজাকে অনুগৃহীত ও করেন নাই । লণ্ড কাজমের মত পূৰ্ত্ত ও মঙ্গরাজের বুদ্ধির নিকট একাধিকবার বাষ্ঠত হষ্টয়াছিলেন । রাজা সার টি মাধব রাওর সময় পুরাতন আইন সাকু লীর দ্বারা স“শোপত ৪ পরিবর্তিত ইষ্টত । ৮৮১ সালে মহারাজা শাসনভার গঠণ করিয়া ১৮৮৩ সালে এক ল কমিটি গঠল করেন । ১৮৯৯ সালে তাত ভাঙিয়া যায় । ১৮৯১ সালে মিঃ জে, আর নেগর, সি,আই,ই, বোম্বাইয়ের ভূতপূৰ্ব্ব আইন উপদেশককে নুতন আষ্টম প্রণয়ণে নিযুক্ত করেন । এষ্ট সময়ে শেযু ইজর-আপলের জন্ত ন্তায় সভার প্রতিষ্ঠা হয়। বরিষ্ঠ সভা হইতে আপীল হজুরের হায় সভায় হইতে পারে । ১৮৮১ ও ১৮৯১ সালের মধ্যে ১১৬ প্রকার কর রহিত করেন । এই সকল কর ১ষ্টতে ৭৫৮৩২ টাকা আয় হইত। তৎপর ১০ বৎসরে ১৯৫৫৭২ টাকা আয়ের ৮• প্রকার কর রহিত করিয়া দিয়াছেন । ১৮৯৭-৯৮ এক বৎসরে ৬৯টি কর রহিত করেন । এক্ষণে সৰ্ব্বত্র বিধিনিয়মিত আয়কর প্রতিষ্ঠিত হইয়াছে ; এই কর ধনীর দেয়, দরিদ্রের নহে । ১৯০০ সালের ভীষণ তুর্ভিক্ষের সময় মহারাজা স্বয়ং সমগ্র রাজ্য পরিদর্শন করিয়া সাহায্যের ব্যবস্থা করিয়াছিলেন। সেই সময় সাহায্যপ্রাপ্ত মজুরদিগের দ্বারা বড়োদারাজ্যের প্রসিদ্ধ বঁধ নিৰ্ম্মিত হয় । বড়োদা এক প্রকার মরুরাজ্য । এষ্ট বাঁধ নিৰ্ম্মাণে জলসঞ্চয়ের সুবিধা হওয়ায় প্রজাসাধারণের স্থায়ী উপকার হইয়াছে । সেই সময় মঙ্গরাজা দুর্ভিক্ষসাহায্য প্রণালীর যেরূপ ক্রমনির্দেশ করিয়াছিলেন তাহ তাহার প্রক্লষ্ট বুদ্ধির পরিচয় দেয় । তিনি বলিয়াছিলেন --"দুর্ভিক্ষের সাহায্যকাৰ্য্য ত্রিবিধ। (১) যাহা সাময়িক