পাতা:প্রবাহিণী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রবাহিণী
১১৪

ক্ষণিক আড়ালে
বারেক দাঁড়ালে,
মরি ভয়ে ভয়ে পাব কি পাব না॥

২৫

পাগল যে তুই, কণ্ঠ ভ'রে,
জানিয়ে দে তাই সাহস ক'রে॥
দেয় যদি তোর দুয়ার নাড়া
থাকিস্ কোণে, দিসনে সাড়া,
বলুক্‌ সবাই, “সৃষ্টিছাড়া,”
বলুক সবাই “কী কাজ তোরে॥”
বলিস্ “আমি কেহই না গো,
কিছুই নহি যে-হই না গো।”
শুনে বনে উঠবে হাসি,
দিকে দিকে বাজবে বাঁশি,
বলবে বাতাস, “ভালোবাসি,”
বাঁধবে আকাশ অলখ-ডোরে॥

২৬

ঐ মরণের সাগরপারে চুপে চুপে
এলে তুমি ভুবনমোহন স্বপনরূপে॥