পাতা:প্রবাহিণী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৬৩
ঋতু-চক্র

সে যে চিরদিবসেরি,
নূতন তাহারে হেরি,
বাতাস সে-মুখ ঘেরি
মাতে গুঞ্জন গানে॥
পুরাতন বীণাখানি
ফিরে পেল হারা বাণী।
নীলাকাশ শ্যাম ধরা
পরশে তাহারি ভরা,
ধরা দিল অগোচরা
নব নব সুরে তানে॥

৬০

বসন্ত তার গান লিখে যায় ধূলির পরে
কী আদরে॥
তাই সে ধূলা ওঠে হেসে
বারে বারে নবীন বেশে,
বারে বারে রূপের সাজি আপনি ভরে
কী আদরে॥
তেমনি পরশ লেগেছে মোর হৃদয় তলে,
সেযে তাই ধন্য হ’ল মন্ত্রবলে।