পাতা:প্রবাহিণী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২০

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
প্রবাহিনী

কোন   সুদূর হ'তে আমার মনােমাঝে
বাণীর ধারা বহে। (আমার প্রাণে প্রাণে)
কখন শুনি কখন শুনি না যে
কখন কী যে কহে॥ (আমার কানে কানে)
আমার ঘুমে, আমার কোলাহলে,
আমার আঁখি জলে,
তাহারি সুর জীবন গুহাতলে
গােপন গানে রহে॥ (আমার কানে কানে)
ঘন গহন বিজন তীরে তীরে
তাহার ভাঙা গড়া; (ছায়ার তলে তলে)
জানি না কোন দক্ষিণ সমীরে
তাহার ওঠা পড়া; (ঢেউয়ের ছলছলে)
ধরণীরে গগন-পারের ছাঁদে
তারার সাথে বাঁধে,
সুখের সাথে দুখ মিলায়ে কাঁদে
“এ নহে এই নহে।” (কাঁদে কানে কানে)।

এই ত ভালো লেগেছিল আলোর নাচন পাতায় পাতায়,
শালের বনে ক্ষ্যাপা হাওয়া এই ত আমার মনকে মাতায়॥