পাতা:প্রবাহিণী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রবাহিণী
88

ডাক উঠেছে মেঘে মেঘে,
অলস পাখা উঠল জেগে,
লাগল তা’রে উদাসী ঐ নীল গগনের পরশখানি॥
আমার নীড়ের পাখী এবার উধাও হ’ল আকাশ মাঝে৷
যায় নি কারো সন্ধানে সে, যায় নি যে সে কোনো কাজে।
গানের ভরা উঠল ভ’রে,
চায় দিতে তাই উজাড় ক'রে
নীরব গানের সাগরমাঝে আপন প্রাণের সকল বাণী॥

২৪

মোর বীণা ওঠে কোন্ সুরে বাজি’
কোন্ নব চঞ্চল-ছন্দে।
মম অন্তর কম্পিত আজি
নিখিলের হৃদয়-স্পন্দে॥
আসে কোন্ তরুণ অশান্ত,
উড়ে বসনাঞ্চল-প্রান্ত,
আলোকের নৃত্যে বনান্ত
মুখরিত অধীর আনন্দে
 অম্বর-প্রাঙ্গণ মাঝে
নিঃস্বর মঞ্জীর গুঞ্জে।
অশ্রুত সেই তালে বাজে
করতালি পল্লবপুঞ্জে