পাতা:প্রবাহিণী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রবাহিণী
৪৮

৩০

পথিক হে, ঐ যে চলে, ঐ যে চলে
সঙ্গী তোমার দলে দলে॥
অন্য মনে থাকি কোণে,
চমক লাগে ক্ষণে ক্ষণে
হঠাৎ শুনি জলে স্থলে পায়ের ধ্বনি আকাশতলে॥
পথিক হে, যেতে যেতে পথের থেকে
আমায় তুমি যেয়ো ডেকে।
যুগে যুগে বারে বারে
এসেছিলে আমার দ্বারে,
হঠাৎ যে তাই জানিতে পাই তোমার চলা হৃদয়তলে॥

৩১

তরীতে পা দিইনি আমি পারের পানে যাইনি গো ৷
ঘাটেই ব’সে কাটাই বেলা আর কিছুতো চাইনি গো॥
তোরা যাবি রাজার পুরে
অনেক দূরে,
তোদের রথের চাকার সুরে আমার সাড়া পাইনি গো॥
আমার এ যে গভীর জলে খেয়া বাওয়া,
হয়ত কখন নিসুত রাতে উঠবে হাওয়া।
আসবে মাঝি ওপার হতে উজান স্রোতে,
সেই আশাতেই চেয়ে আছি, তরী আমার বাইনি গো॥