পাতা:প্রবাহিণী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রবাহিণী
৬৬

আঁধার থাকুক্ দিকে দিকে আকাশ-অন্ধ-করা,
তোমার পরশ থাকুক্ আমার হৃদয়-ভরা।
জীবন দোলায় দুলে দুলে আপনারে ছিলেম ভুলে
এখন জীবন মরণ দু’দিক দিয়ে নেবে আমায় টানি ৷
জানি জানি বন্ধু জানি
তোমার আছেতো হাতখানি॥

২০

তোমার ভুবনজোড়া আসনখানি
হৃদয় মাঝে বিছাও আনি॥
রাতের তারা, দিনের রবি,
আঁধার আলোর সকল ছবি,
তোমার আকাশ-ভর। সকল বাণী
হৃদয় মাঝে বিছাও আনি॥
তোমার ভুবন-বীণার সকল সুরে
হৃদয় পরাণ দাও না পূরে ৷
দুঃখসুখের সকল হরষ,
ফুলের পরশ, ঝড়ের পরশ,
তোমার করুণ শুভ উদার পাণি
হৃদয় মাঝে দিক্ না আনি॥