পাতা:প্রবোধ-চন্দ্রোদয় নাটক.djvu/১০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবোধ-চশ্রোদয় নাটক । >° শান্তি —(নিকটে আসিয়া ) মা ! তুমি কি-একটা কথা বলতে বলতে কোথায় যাচ্চ ? শ্রদ্ধা –বৎসে ! “অসাধুর দণ্ড যেথা” ইত্যাদি । শাস্তি –মা ! এখন মনের প্রতি সেই জগৎ-পতি আত্মার কিরূপ ভাব বল দিকি ? শ্রদ্ধা –বধ্য ও নিগ্ৰহ-যোগ্য বাক্তির প্রতি যেরূপ ভাব হয়ে থাকে সেইরূপ ! শান্তি —তবে কি প্রভু আত্ম স্বয়ংই স্বরাজ্য অলঙ্কত করবেন ? শ্রদ্ধ। —ই তাই বটে ; কিন্তু মন যদি আত্মার অনুগত হয়ে থাকে, তা হলে, স্বরাজ্যের কেন, মনও সৰ্ব্বরাজ্যের অধীশ্বব হতে পারে । শান্তি –আচ্ছা, মায়ার প্রতি আত্মার কিরূপ অনুগ্রহ বল দিকি ? শ্রদ্ধ। —মায়ার প্রতি নিগ্রহের কথা জিজ্ঞাসা না করে, অনুগ্রহের কথা কেন জিজ্ঞাসা করচ ? আত্মা, মায়াকে সকল অনথের বীজ জেনে, তাকে নিগ্রহেরই যোগ্য বিবেচনা করেন । শাস্তি –আচ্ছ, তাহলে এখন রাজকুলের অবস্থা কিরূপ ? শ্রদ্ধ! —শোনো বলি ৪— *

  • নিত্যানিত্য-বিচারণা”

“সুমতির” সখী প্রণয়িনী ; যম-আদি “মৰ্ম”-মিত্র -*भ मभ-ञानि गथां *ानि ; মৈত্রী, দয়া, ক্ষমা-আদি, আর সে তিতিক্ষ —ইহারাই জানিবে গে। তাহার সেবিকা ; “মুক্তি-ইচ্ছা” আত্মার সে নিত্য-সপ্তচরী ; সবলে উচ্ছেদ-যোগ্য র্তাহার যে অরি —তার মধ্যে সঙ্কল্প, মমতা, মোঙ্গ, ধরি ॥ 약 م