পাতা:প্রবোধ-চন্দ্রোদয় নাটক.djvu/১০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Gły প্রবোধ-চক্ৰোদয় নাটক । শান্তি –আচ্ছা, এখন ধৰ্ম্মের সহিত আত্মার কিরূপ প্রণয় ? শ্রদ্ধা ।—বৈরাগ্যের সংসর্গে এসে অবধি, আত্মা ঐহিক ও পারত্রিক উভয়বিধ ভোগাভিলাষেই বিরত হযেছেন। পাপ-ফল নরকেরে যেরূপ করেন তিনি ভয়, পুণ্য-ফল স্বর্গাদিও এবে তার ভয়ের বিষয় ; সকল কামনা-রাশি করি’ বিসর্জন পুণ্য-করমেও তার নাহি এবে মন ॥ আর ধৰ্ম্মও এখন ভাবচেন, আত্মার অন্ত দৃষ্টি প্রবল হওয়ায় তার কার্য্য সিদ্ধি হয়েছে ; তাই, তিনিও এখন শিথিল-চেষ্ট হয়ে পড়েচেন । শাস্তি ।— আচ্ছ, মহামোহ যেসকল যোগ-বিল্পদের সঙ্গে নিয়ে লুকিয়ে ছিল, এখন তাদের সংবাদ কি ? শ্রদ্ধা –সেই হতভাগ্য মহামোহ হ্ৰদ শাপন্ন হয়েও, সংসারিক সুখে আত্মাকে প্রলোভিত করবার জন্ত, “মধুমতী” নামক সৰ্ব্বভোগসিদ্ধির সহিত যোগ-বিঘ্নদের আত্মার নিকট পাঠিয়েছিল । তাতে মহামোহের অভিপ্রায় এই যে, আত্মা, এদের প্রতি অনুরক্ত হলে, বিবেক ও উপনিষদের কথা একবার চিস্তাও করবেন না । শাস্তি –তার পর, তার পর ? শ্রদ্ধা –তার পর, তারা আত্মার নিকটে উপস্থিত হয়ে, কোন এক প্রকার ভেলকি দেখিয়ে দিলে। তখন – শতেক যোজন হতে পশিল আত্মার কানে নানা দিক্ হতে নানা শবদ আরাব ;