পাতা:প্রবোধ-চন্দ্রোদয় নাটক.djvu/১১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

LIV প্ৰবোধ-চন্দ্রোদয় নাটক । র্যাঙ্কার প্রকাশে ভায় জগৎ-সংসার, যিনি গো সহজানন্দ তেজের আধার, অক্রিয় শাশ্বত শাস্ত সৰ্ব্বভূতেশ্বর, পুনর্জন্ম এড়াইতে যোগী কৃতী নর দ্বৈত-অন্ধকার-রাশি করি? অতিক্রম যার মধ্যে থ্যান-যোগে হয়েন মগন —আমি সেই পুরুষেরে করিব কীৰ্ত্তন ॥ যজ্ঞবিদ্যা চিন্তা করে' বল্লেন :– অকৰ্ত্ত পুরুষ যে গে। ঈশ্বর সে হইবে কেমন ? ভব-পাশচ্ছেদী—ক্রিয়া, — তত্ত্বজ্ঞান নহে কদাচন । শাস্তমনা জন তাই মুক্তিপ্রদ ক্রিয়া-কৰ্ম্ম করি’, করে সদা অভিলাষ বাচিতে গো শতবর্ষ ধরি ॥ অতএব, আমার বিবেচনায় এখানে তোমার থাকবার প্রয়োজন নাই ; তবে যদি পাপ-পুণোর কৰ্ত্ত ও ভোক্ত জীবাত্মার স্তব স্তুতির জন্য এখানে কিছুকাল থাকৃতে ইচ্ছে কব, তাতে কোন দোষ দেখি নে । রাজা – উপহাস-সহকারে ) কি আশ্চর্য্য ! যজ্ঞকুণ্ডের ধোয়ায় র্তার দৃষ্টি আচ্ছন্ন হয়ে সেই সঙ্গে ট্রার বুদ্ধিগুদ্ধিও দেখচি লোপ পেয়েচে ; নৈলে তিনি এরূপ কুতর্ক করবেন কেন ? লৌহ যথা স্বভাবত অচেতন—নিজে নাহি চলে ;